মাত্তিয়া পেরিন

মাত্যিয়া পেরিন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-11-10) ১০ নভেম্বর ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান লাতিনা, ইতালি
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
জেনোয়া
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫-০৬ এ. এস. ডি. প্রো চিসতারনা
২০০৭-০৮ পিসতোইসি
২০০৮–২০১০ জেনোয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০– জেনোয়া ১৮ (০)
২০১১-২০১২পাদোভা (ধার) ২৫ (০)
২০১২-২০১৩পেসকারা (ধার) ২৯ (০)
জাতীয় দল
২০০৯ ইতালি অনূর্ধ্ব ১৭ ১২ (০)
২০০৯ ইতালি অনূর্ধ্ব ১৮ (০)
২০০৯-২০১০ ইতালি অনূর্ধ্ব ১৯ (০)
২০১১– ইতালি অনূর্ধ্ব ২০ (০)
20১০– ইতালি অনূর্ধ্ব ২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ ডিসেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ মার্চ ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

মাত্যিয়া পেরিন একজন ইতালীয় ফুটবলার। তিনি সিরি আ-তে জেনোয়া-র গোলরক্ষক হিসেবে খেলেন। ইতালীয় ফুটবলের তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত। বিখ্যাত ইতালীয় গোলরক্ষক দিনো জফের মতে তিনি পরবর্তী জিয়ানলুইজি বুফন হতে যাচ্ছেন।

ক্লাব ক্যারিয়ার

[সম্পাদনা]

জেনোয়া যুব অ্যাকাডেমিতে ফুটবল জীবন শুরু করেন। ২০১১ সালের ২২ মে জেনোয়ার হয়ে চেসেনার বিরুদ্ধে তার সিরি-আ অভিষেক হয়।[] মাঝে দুই বছর যথাক্রমে পাদোভাপেসকারাতে ধারে খেলে বর্তমানে আবার জেনোয়ার হয়ে খেলছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

ইতালী অনূর্ধ্ব ১৭,১৮,১৯,২০ ও ২১ দলের হয়ে খেলেছেন। ২০১২ সালের ১৫ আগস্ট বার্নে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ইতালী জাতীয় দলে প্রথম ডাক পান।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Genoa C.F.C. squad