মাথিরা | |
---|---|
জন্ম | মাথিরা মোহাম্মদ ২৫ ফেব্রুয়ারি ১৯৯২[১] |
জাতীয়তা | পাকিস্তানি |
পেশা | অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা, সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ২০০৭ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ফারান জে. মির্জা (বি. ২০১৪; বিচ্ছেদ. ২০১৮) |
আত্মীয় | রোজ মোহাম্মাদ (বোন)[২] |
মাথিরা (জন্ম মাথিরা মোহাম্মদ হিসাবে) একজন পাকিস্তানি মডেল, নৃত্যশিল্পী, টেলিভিশন উপস্থাপিকা, সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী।[৩] তিনি বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তিনি ম্যাঁয় হু শহীদ আফ্রিদি এবং ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ইয়ং মালাং এর আইটেম গানের জন্য পরিচিত।
মাথিরার বাবা একজন দক্ষিণ আফ্রিকান এবং মা পাকিস্তানি, তার জন্ম হয় জিম্বাবুয়ের হারারেতে একটি মুসলিম পরিবারে।[৪] তার বোন রোজ মোহাম্মদও একজন অভিনেত্রী। জিম্বাবুয়ের অস্থিরতা চলাকালীন পরিবার নিয়ে পাকিস্তানে স্থানান্তরিত হওয়ার আগে তিনি জিম্বাবুয়েতে শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি জাদুগর, দেশী বিট এবং নাচদি কামাল বিল্লো, ওহ কৌন থি এর মিউজিক ভিডিও দ্বারা অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১১ সালের মার্চ মাসে তিনি ভাইব টিভিতে "লাভ ইন্ডিকেটর" শিরোনামের একটি লেট-নাইট শো'য়ে উপস্থাপনা করার সুযোগ পান।
এরপরে মাথিরা পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন ম্যাগাজিনের কভারের জন্য শ্যুট করেছিলেন।[৫] ২০১১ সালে তিনি একটি আগ টিভির একটি শো "বাজি অনলাইন"-এও উপস্থাপনা করেছিলেন। ২০১৩ সালে তিনি ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ইয়ং মালাংয়ের আইটেম গান লাক সি কারেন্টের মাধ্যমে বলিউডে পা রাখেন।[৬] তিনি হুমায়ূন সাঈদ অভিনীত ম্যাঁয় হু শহিদ আফ্রিদি ছবিতে আইটেম নম্বর মাস্তি মে ডুবি রাত হ্যায়-এ কাজ করেছেন।[৭]
পরে ২০১৩ সালের শেষের দিকে তিনি তার নতুন সংগীত ভিডিও ঝুটা-তে তরুণ-র্যাপার আরবাজ খানের সাথে অভিনয় করেছিলেন, যেটি ৩১ ডিসেম্বর ২০১৩ এ প্রকাশিত হয়েছিল।
২০১৪ সালে তিনি বিপিন শর্মা পরিচালিত একটি ছবিতে অভিনয় করেছিলেন।[৮] ২০১৫ সালে আদনান সামী খানের "ভিগি ভিগি রাতো মে" গানটিকে শ্রদ্ধা নিবেদন করে ফুরকান ও ইমরানের সাথে তিনি "পিয়া রে" গানে অভিনয় করেছেন।[৯][১০]
২০১৭ থেকে ২০১৯ অবধি তিনি জিও কাহানি'র ধারাবাহিক নাগিনে সহায়ক-চরিত্রে অভিনয় করেছিলেন।[১১] ২০১৯ সালে তাকে ড্যানিশ তাইমুরের বিপরীতে প্রণয়ধর্মী-রোমাঞ্চকর চলচ্চিত্র সির্ফ তুমি হি হো-তে দেখা গিয়েছিল।[১২]
মাথিরা ২০১২ সালে পাঞ্জাবি সঙ্গীতশিল্পী ফারান জে. মির্জাকে (ফ্লিন্ট জে নামেও পরিচিত)[১৩] বিয়ে করেছিলেন। এই দম্পতির একটি ছেলে অহিল রিজভী ২০১৪ সালে জন্মগ্রহণ করেছিল।[১৪] মনোমালিন্যের কারণে ২০১৮ সালে এই দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটে।[১৫]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১৩ | ইয়ং মালাং | আইটেম নম্বর | বলিউডের চলচ্চিত্র |
২০১৩ | ম্যাঁয় হু শহীদ আফ্রিদি | বিশেষ উপস্থিতি | |
২০১৬ | ব্লাইন্ড লাভ | নেতিবাচক ভূমিকা | |
২০১৭ | রাস্তা | আইটেম নম্বর | বিশেষ উপস্থিতি |
২০১৮ | সিকান্দার | ||
২০১৯ | সির্ফ তুম হি হো | সিজা | [১৬] |
তেভার |