মান কৌর

মান কৌরr
২০২০ সালে কৌর
জন্ম(১৯১৬-০৩-০১)১ মার্চ ১৯১৬
মৃত্যু৩১ জুলাই ২০২১(2021-07-31) (বয়স ১০৫)
ভারত

মান কৌর (১লা মার্চ ১৯১৬ - ৩১শে জুলাই ২০২১) একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট ছিলেন। তিনি বিভিন্ন ইভেন্টের জন্য ১০০ বছরেরও বেশি পুরানো বিভাগে বিশ্ব রেকর্ড ধারণ করেছেন। ১০৩ বছর বয়সে, তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নারী শক্তি পুরস্কার পুরস্কারে ভূষিত হন।

মান কৌরের উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট (১৫০ সেমি) এবং তিনি একজন স্থানীয় পাঞ্জাবী বক্তা ছিলেন।[] তিনি ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণপদক জিতেছেন।[][][]

২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তি পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৌর হলেন নীচের সারিতে ২য় ডানদিকে থাকা ব্যক্তি।

তিনি ৯৩ বছর বয়সে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যোগদান করা শুরু করেন। ২০১৬ সালে তিনি আমেরিকান মাস্টার্স গেমসের একটি প্রতিযোগিতায় দ্রুততম শতবর্ষী হন।[]

২০১৭ ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের দিকে তাকিয়ে, কৌর পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ শুরু করেছিলেন। তিনি নিজের বিশ্ব রেকর্ডের উন্নতির চেষ্টা করছিলেন, তিনি বেশ কিছু বছর ধরে এর অধিকারী ছিলেন। তাঁর প্রশিক্ষক ছিলেন তাঁর নিজেরই ছেলে গুরদেব সিং, যাঁর বয়স তখন ৭৯ বছর।[] ২০১৭ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত গেমসে তিনি ৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট সম্পূর্ণ করেছিলেন।[]

২০১৯ সালে তিনি পোল্যান্ডে তাঁর বিভাগে চারটি ইভেন্ট জিতেছিলেন - শট পুট, ৬০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার এবং জ্যাভলিন ছোঁড়া। তিনি ৩৬ সেকেন্ডে ৬০ মিটার দৌড় সম্পূর্ণ করেছিলেন এবং পরে অনুভব করেছিলেন "দারুণ লাগলো"।[] এর পরে তাঁকে এবং তাঁর ছেলে গুরদেবকে বারু সাহেবের বিশ্ববিদ্যালয়গুলিতে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে যখন তাঁরা তাঁদের কৃতিত্ব এবং তাঁরা যে খাদ্যাভ্যাস অনুসরণ করেন সে সম্পর্কে কথা বলেছিলেন, সেখানকার ছাত্ররা অনুপ্রাণিত হয়েছিল। সেই বক্তৃতা অনুসারে, তাঁদের খাদ্যতালিকায় থাকে বাদাম এবং ডাল, ঘরে জন্মানো সয়া দুধ, কেফির (গাঁজানো দুধ), গমের ঘাসের (সাধারণ গম গাছের প্রথম পাতা) রস। এছাড়া তাঁরা অঙ্কুরিত গমের আটা থেকে রুটি তৈরি করে খেতেন।[]

২০১৯ সালের শেষের দিকে, ১০৩ বছর বয়সে, কৌর মালয়েশিয়ার ২০১৯ এশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়েছিলেন ৩:০১.৬১ সময়ে এবং ২.২১ মিটার দূরত্বে শট পুট ফেলেছিলেন, তিনি দুটিতেই সোনা পেয়েছিলেন।[]

২০২০ সালের ৮ই মার্চ ( আন্তর্জাতিক নারী দিবস) তাঁকে নারী শক্তি পুরস্কার প্রদান করা হয়। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি তাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই পুরস্কার দিয়েছিলেন। তাঁকে "চণ্ডীগড়ের বিস্ময়" নাম দেওয়া হয়েছিল।[]

গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর, ২০২১ সালের ৩১শে জুলাই, কৌর ১০৫ বছর বয়সে মারা যান।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sachdev, Chhavi (২৮ আগস্ট ২০১৯)। "Whatever Happened To ... The 101-Year-Old Champion Runner From India?"NPR.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  2. "Man Kaur, 100-year-old runner from India, wins gold medal at Masters Games"। The Indian Express। ৩১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  3. "Man Kaur, oldest athlete at World Masters Games, now Auckland's oldest skywalker"। stuff.co.nz। ২৯ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  4. "101-Year-Old Wins Four Gold Medals at the World Masters Games"। runnersworld.com। ২৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  5. "Lady mason, centenarian athlete among 15 women conferred Nari Shakti Awards"The New Indian Express। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  6. "101-year-old athlete Mann Kaur sets world record to win World Masters gold"। Hindustan Times। ২৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  7. Bhattacharjee, Sumit (২০ ডিসেম্বর ২০১৯)। "Man Kaur, a woman athlete who is going great guns at 103"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১ 
  8. 2019 Asian Masters Championship Meet Results. Retrieved 24 March 2021
  9. इंटरनेशनल मास्टर एथलीट मान कौर की जिंदगी की दौड़ पूरी, चंडीगढ़ में 105 वर्ष की उम्र में निधन इंटरनेशनल मास्टर एथलीट मान कौर की फाइल फोटो। (হিন্দি ভাষায়)