মানসী জোশী রায় | |
---|---|
জন্ম | ১৫ এপ্রিল[১] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
দাম্পত্য সঙ্গী | রোহিত রায় (বি. ১৯৯৯) |
সন্তান | ১ |
পিতা-মাতা |
|
আত্মীয় | শর্মন জোশী (ভাই) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মানসী জোশী রায় হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজ করেন। তিনি সায়া, ঘরওয়ালি উপরওয়ালি, কুসুম সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অভিনেতা রোহিত রায়ের স্ত্রী, শর্মন জোশীর বড় বোন এবং গুজরাটি থিয়েটার অভিনেতা অরবিন্দ জোশীর কন্যা।[২]
মানসী জোশী মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন। তিনি গুজরাটি থিয়েটার অভিনেতা, পরিচালক এবং প্রযোজক অরবিন্দ জোশীর কন্যা এবং অভিনেতা শর্মন জোশীর বড় বোন। অভিনেতা প্রবীণ জোশী ছিলেন তার চাচা এবং অভিনেত্রী সরিতা জোশী তার চাচি।[৩]
তিনি ১৯৯৯ সালের ২৩ জুন অভিনেতা রোহিত রায়কে বিয়ে করেন।[৪] তাদের কিয়ারা নামে একজন কন্যা সন্তান রয়েছে।[৫]
বছর | ধারাবাহিক | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৭ | স্যাটারডে সাসপেন্স – খৌফ | শীলা রমণী | পর্বভিত্তিক ভূমিকা | |
১৯৯৮–১৯৯৯ | সায়া | সুধা | ||
২০০০–২০০৩ | ঘরওয়ালি উপরওয়ালি | চাঁদনী "উপরওয়ালি" | ||
২০০৪–২০০৫ | কুসুম | কুসুম দেশমুখ | ||
২০০৫ | নাচ বালিয়ে - মৌসুম ১ | প্রতিযোগী | ১০ম স্থান | |
২০১৭ | ঢাই কিলো প্রেম | মাধুরী পঙ্কজ শর্মা | ||
২০২২ | ইয়ে ঝুকি ঝুকি সি নজর | সুধা রাস্তোগী | [৬] | |
২০২৩–২০২৪ | কিউঁকি সাস মা বহু বেটি হোতি হ্যায় | অম্বিকা রাজগৌর | [৭] |