মানসী শ্রীবাস্তব হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি ২০১২ সালে চ্যানেল ভি তে শুভঋণ গুগগল ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। শ্রীবাস্তব জি টিভিতে দ দিল বাঁধে এক দরি সে, কালার্স টিভিতে শশুরাল সিমার কা, এবং স্টার প্লাসে ইসকবাজ ধারাবাহিকে ভাব্য প্রতাপ রাথোর চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি সম্প্রতি ইসক মরযাওয়া ২ ধারাবাহিকে অহনা চরিত্রে অভিনয় করেছেন।[১][২][৩][৪][৫]
শ্রীবাস্তব ২০১২ সালে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন।২০১২ সালে তিনি প্লাসের অর্জুন ধারাবাহিকে পায়েল বর্মা চরিত্রে অভিনয়ে করেন।
২০১৩ সালে তিনি জি টিভির রব সে সোহানা ইসক এবং দো দিল বাঁধে এক দোরি সে ধারাবাহিকে হীর সিংহ এবিং শিবানী রানা চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি জি টিভিতে নীলি ছত্রি ওয়ালে ধারাবাহকে এবং সোনি সাব চ্যানেলে পিটারসন হিল ধারাবাহিকে অভিনয় করেন।
এরপর শ্রীবাস্তব এন্ড টিভির ডার সবকো লাগতা হে ধারাবাহিকে অভিনয় করেন। কালার্স টিভিতে শশুরাল সিমার কা ধারাবাহিকে প্রেরণা চরিত্রে অভিনয় করেন।
সাল | ধারাবাহিক | চরিত্র |
---|---|---|
২০১২-২০১৩ | শুভঋণ গুগগল – টপার অফ দা ইয়ার | জাসলীন গুগগল |
২০১২ | অর্জুন | পায়েল বর্মা |
২০১৩ | রাবসে সহনা ইসক [৬] | হীর সিংহ |
২০১৫ | পিটারসন হিল | শতাব্দী |
২০১৪ | নীলি ছত্রী বলে | দেবী পার্বতী |
২০১৫ | ডর সবকো লাগত হে | অদিতি |