ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মানুয়েল লানজিনি[১] | ||
জন্ম | [২] | ১৫ ফেব্রুয়ারি ১৯৯৩||
জন্ম স্থান | ইতুজাইঙ্গো, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৬৭ মিটার (৫ ফুট ৫+১⁄২ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০১০ | রিভার প্লেত | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১৪ | রিভার প্লেত | ৯৩ | (১৩) |
২০১১–২০১২ | → ফ্লুমিনেন্সে (ধার) | ২৮ | (৩) |
২০১৪–২০১৬ | আল জাজিরা ক্লাব | ২৪ | (৮) |
২০১৫–২০১৬ | → ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (ধার) | ২৬ | (৬) |
২০১৬– | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | ৬২ | (১৩) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ | ৫ | (১) |
২০১৭– | আর্জেন্টিনা | ৩ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
মানুয়েল লানজিনি (আমেরিকান স্পেনীয়: [maˈnwel lanˈsini]; জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৯৩) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি এরপূর্বে রিভার প্লেত এবং ফ্লিমিনেন্সের হয়ে খেলেছেন। তিনি তার বল ধরে রাখার খমতা, ড্রিবলিং করার দক্ষতা, চমৎকার ত্বরণ এবং ডিফেন্ডারদের দ্রুত অতিক্রম করার দক্ষতার জন্য অধিক পরিচিত।[৩] তার ডাকনাম হচ্ছে "লা জোয়া" ("রত্ন")।[৪][৫]
সুপারক্লাসিকোয়, আর্জেন্টিনা ডার্বিতে সবচেয়ে দ্রুততম গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তিনি খেলা শুরু হওয়ার মাত্র ৪৩ সেকেন্ডের মাথায় তিনি গোল করে রেকর্ড গড়েন।[৬]
<ref>
ট্যাগ বৈধ নয়; uaesign
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি