মান্দসৌর জেলা

মান্দসৌর জেলা
মধ্যপ্রদেশের জেলা
গান্ধী সাগর বাঁধ
গান্ধী সাগর বাঁধ
মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার অবস্থান
মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার অবস্থান
দেশ ভারত
রাজ্যমধ্যপ্রদেশ
বিভাগউজ্জয়ীন
সদরদপ্তরমান্দসৌর
তহসিল
সরকার
 • লোকসভা কেন্দ্রমান্দসৌর
আয়তন
 • মোট৯,৭৯১ বর্গকিমি (৩,৭৮০ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
 • মোট১৩,৪০,৪১১
 • জনঘনত্ব১৪০/বর্গকিমি (৩৫০/বর্গমাইল)
জনমিতি
 • সাক্ষরতা৭১.৭৮ %[]
 • লিঙ্গ অনুপাত৯৬৬
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনMP-14
ওয়েবসাইটmandsaur.nic.in/en/

মান্দসৌর জেলা হল মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলামান্দসৌর শহরটি জেলার প্রশাসনিক সদর দপ্তর। প্রাচীন পশুপতিনাথ মন্দিরটি মান্দসৌরে অবস্থিত। মান্দসৌর জেলায় প্রচুর পরিমাণে আফিম উৎপাদিত হয়।

নামের উৎপত্তি

[সম্পাদনা]

জেলার সদর শহর মান্দসৌর থেকে এর নাম নেওয়া হয়েছে। এটি মারহসৌর থেকে বিবর্তিত হয়েছে বলে মনে করা হয়। মারহ এবং সাউর বা দাসৌর মিলিত নামের দুটি গ্রামের নাম থেকে এই নামটি উদ্ভূত হয়েছে যা পরবর্তীতে একটি শহরের নামে রুপ নিয়েছে। প্রাচীনকালে শহরটি দাশপুর নামে পরিচিত ছিল। অন্যান্য ব্যুৎপত্তি দাবি করে যে এটি রাবণের স্ত্রী মন্দোদরী থেকে এসেছে। যিনি এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০