মান্দি বাহাউদ্দিন জেলা Mandi-Bahauddin District ضلع منڈی بہاؤالدین | |
---|---|
জেলা | |
পাঞ্জাবের মান্দি বাহাউদ্দিন জেলার অবস্থান (কমলা রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে )। | |
স্থানাঙ্ক: ৩২°৩৫′ উত্তর ৭৩°৩০′ পূর্ব / ৩২.৫৮৩° উত্তর ৭৩.৫০০° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
রাজধানী | মান্দি বাহাউদ্দিন |
আয়তন[১]:১ | |
• মোট | ২,৬৭৩ বর্গকিমি (১,০৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[২] | |
• মোট | ১৫,৯৩,২৯২ |
• জনঘনত্ব | ৬০০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৩ |
মান্দি বাহাউদ্দিন জেলা, এছাড়াও বানান কর হয়ে থাকে মন্দি বাহা উদ দিন, (পাঞ্জাবি এবং উর্দু: ضلع منڈی بہاؤالدین) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তর-পশ্চিমে ঝিলাম নদী, দক্ষিণ-পূর্ব দিকে চিনাব নদী (এটি গুজরানওয়ালা জেলা এবং গুজরাত জেলা থেকে পৃথক করে) এবং দক্ষিণ-পশ্চিমে সারগোদা জেলা ঘিরে রেখেছে। জেলাটি ২,৬৭৩ বর্গকিলোমিটার (১,০৩২ মাইল) এলাকা নিয়ে গঠিত। মান্দি জেলায় বর্তমানে ১৫ লাখ জনসংখ্যার বসতি রয়েছে।
মfন্দি বাহাউদ্দিন ৩টি তহসিল এবং ৮০টি ইউনিয়নের পরিষদ নিয়ে গঠিত হয়েছে।:[৩]
তহসিলের নাম | ইউনিয়ন পরিষদের সংখ্যা |
---|---|
মালাকওয়াল | ২০ |
মান্দি বাহাউদ্দিন | ৩০ |
ফালিয়া | ৩০ |
মোট | ৮০ |
১৯৯৮ সালের পাকিস্তানের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,১৬০,৫৫২ জন এর, যার মধ্যে থেকে প্রায় ১৪.৯৩% শহুরে বসবাসকারী ছিলেন।[৪]
মাতৃভাষা হিসেবে পাঞ্জাবী ভাষাভাষী জনসংখ্যার প্রায় ৯৭% মানুষ কথা বলে থাকে এবং এছাড়া বাকী ২.৫% উর্দু ভাষায় কথা বলে থাকেন।[১]:২৭[৫] তবে এলাকাটিতে এখনও পর্যন্ত সবাই খুব সহজে উর্দু ভাষায় কথা বলতে পারেন।