মায়রা আলেজান্দ্রা | |
---|---|
![]() | |
জন্ম | মায়রা আলেজান্দ্রা রদ্রিগেজ লেজামা ৭ মে ১৯৫৮ |
মৃত্যু | ১৭ এপ্রিল ২০১৪ | (বয়স ৫৫)
জাতীয়তা | ![]() |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭৫-২০১০ |
সন্তান | ১ |
মায়রা আলেজান্দ্রা রদ্রিগেজ লেজামা (৭ মে ১৯৫৮ - ১৭ এপ্রিল ২০১৪) ছিলেন একজন ভেনেজুয়েলীয় অভিনেত্রী।[১]
লেজামা ৭ মে, ১৯৫৮ সালে ভেনিজুয়েলার কারাকাসে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন চার্লস ব্যারি, একজন হাস্যরসাত্মক এবং কমেডি শো রেডিও রোচেলার প্রতিষ্ঠাতা সদস্য এবং লিগিয়া লেজামা, একজন চিত্রনাট্য লেখক এবং অভিনেত্রীর কন্যা। তার এক ভাই ও এক বোন ছিল।[২][৩][৪]
![]() | এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |