![]() মায়া লিন্ডহোম | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয় দল | জার্মানি |
জন্ম | ২০ ডিসেম্বর ১৯৯০ |
ক্রীড়া | |
দেশ | জার্মানি |
ক্রীড়া | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
বিভাগ | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
সাফল্য ও খেতাব | |
প্যারালিম্পিক ফাইনাল | ২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক, ২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক |
মায়া লিন্ডহোম (ইংরেজি: Maya Lindholm; জন্ম: ২০ ডিসেম্বর ১৯৯০) একজন ২.৫ পয়েন্ট জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।
মায়া জার্মান জাতীয় হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে ২০১২ সা্লের লন্ডন মহিলা গ্রীষ্মের প্যারালিম্পিকে স্বর্ণপদক লাভ করেছিলেন।[১] তিনি বহুবার বার তাঁর দেশের হয়ে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্বব করেছেন, তাঁর মধ্যে আছে ২০১১ সালের ইউরোপীয় দলগত খেতাব, ২০১৩ সালে ইউরোপীয় দলগত রানার্স-আপ এবং ২০১৬ সালের রিউ দি জানেইরু গ্রীষ্মের প্যারালিম্পিক তিনি সেখানে রৌপ্য পদক লাভ করেছিলেন।[২] এই উল্লেখ সফলতার জন্য জার্মানির রাষ্ট্রপতি জোয়াচিম গৌক জার্মানি দলকে জার্মানের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, সিলবারনেস লরবার্ব্লাট (সিলভার লরেল লিফ) দিয়ে ভূষিত করেছিলেন।