মায়া হক | |
---|---|
জন্ম | মায়া রে থারম্যান হক ৮ জুলাই ১৯৯৮ নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র |
পেশা |
|
কর্মজীবন | ২০১৬–বর্তমান[১] |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
সঙ্গীত কর্মজীবন | |
লেবেল | মম+পপ |
ওয়েবসাইট | www |
মায়া রে থারম্যান হক (জন্ম ৮ জুলাই, ১৯৯৮)[২] একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও গীতিকার। তিনি হলিউড অভিনেতা ও অভিনেত্রী ইথান হক এবং উমা থারম্যান-এর কন্যা। তিনি মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ২০১৭ সালে বিবিসি নির্মিত লিটল উইমেন সিরিজে জো মার্চ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন।
হক নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংস (২০১৯–বর্তমান)-এ রবিন বাকলি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তিনি ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯), ফিয়ার স্ট্রিট পার্ট ওয়ান: ১৯৯৪ (২০২১), ডু রিভেঞ্জ' ', (অ্যাস্টেরয়েড সিটি (২০২৩) ও মায়েস্ত্রো (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ইনসাইড আউট ২ (২০২৪)-এ কণ্ঠ দিয়েছেন। একজন সংগীতশিল্পী হিসেবে তিনি ব্লাশ (২০২০), মস (২০২২), এবং কেয়াস অ্যাঞ্জেল (২০২৪) নামের অ্যালবামগুলো প্রকাশ করেছেন।
<ref>
ট্যাগ বৈধ নয়; ET-Online
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি