মায়েস্ট্রো | |
---|---|
পরিচালক | মেরলাপাকা গান্ধী |
প্রযোজক |
|
রচয়িতা | মেরলাপাকা গান্ধী শেখ দাওদ জি (অতিরিক্ত চিত্রনাট্য) |
উৎস | শ্রীরাম রাঘাভন কর্তৃক আন্ধাধুন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মহতী স্বরা সাগর |
চিত্রগ্রাহক | জে. যুবরাজ |
সম্পাদক | এস. আর. শেখর |
প্রযোজনা কোম্পানি | শ্রেষ্ঠ মুভিজ |
পরিবেশক | ডিজনি+ হটস্টার |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
মায়েস্ট্রো হলো ২০২১ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার ব্ল্যাক কমেডি থ্রিলার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন মেরলাপাকা গান্ধী এবং প্রযোজনা করেছে শ্রেষ্ঠ মুভিজ। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিতিন, তামান্না ও নাভা নাতেশ এবং সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং নরেশ। এটি ২০১৮ সালের হিন্দি চলচ্চিত্র আন্ধাধুনের পুনর্নির্মাণ। চলচ্চিত্রটির কাহীনি একজন অন্ধ পিয়ানো বাদককে নিয়ে, যিনি অজান্তেই একজন প্রাক্তন চলচ্চিত্র অভিনেতার হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন।
চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ ২০২০ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২১ সালের জুনে শেষ হয়েছিল। চিত্রধারণ করা হয়েছে হায়দ্রাবাদ, গোয়া এবং দুবাইয়ে। ভারতে কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর ডিজনি+ হটস্টার-এ ডাইরেক্ট-টু-স্ট্রিমিং মুক্তি দেওয়া হয়।
মায়েস্ট্রো | ||||
---|---|---|---|---|
মহতী স্বরা সাগর কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
শব্দধারণের সময় | ২০২১ | |||
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |||
ভাষা | তেলুগু | |||
সঙ্গীত প্রকাশনী | আদিত্য মিউজিক | |||
প্রযোজক | মহতী স্বরা সাগর | |||
মহতী স্বরা সাগর কালক্রম | ||||
|
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "বেবী ও বেবী" | শ্রীজো | অনুরাগ কুলকার্নি | ৪:১৭ |
২. | "বেন্নেলো আদাপিল্লা" | শ্রীজো, কৃষ্ণা চৈতন্য | সুইকার অগাস্থি | ৩:৩১ |
৩. | "লা লা লা" | কাসারলা শ্যাম | ধনুঞ্জয় সীপানা | ২:৪০ |
৪. | "শুরু কারো" | শ্রীমানী | এল.ভি. রেভান্থ | ৩:৫১ |
২০২১ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয় ১১ জুন, ২০২১।[১] ২০২১ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে, ভারতে কোভিড-১৯ মহামারীর কারণে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবেনা; পরিবর্তে এটি ডিজনি+ হটস্টারে ডাইরেক্ট-টু-স্ট্রিমিং মুক্তি পাবে।[২] চলচ্চিত্রটি ১৭ সেপ্টেম্বর, ২০২১-এ মুক্তি পায়।[৩] তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে হটস্টার-এর কার্যক্রম বন্ধ থাকায় তাদের সম্মিলিত প্রতিষ্ঠান হুলু-তে চলচ্চিত্রটি উপলব্ধ রয়েছে।[৪]