মারগারিতা মামুন | |
---|---|
![]() ২০১৬ সালে মামুন | |
ব্যক্তিগত তথ্য | |
পূর্ণ নাম | মারগারিতা মামুন |
ডাকনাম | রিতা,দ্যা বেঙ্গল টাইগার[১] |
প্রতিনিধিত্ব দেশ | ![]() |
প্রতিনিধিত্ব সাবেক দেশ | ![]() |
জন্ম | মস্কো, রাশিয়া | ১ নভেম্বর ১৯৯৫
উচ্চতা | ১৭০ সেমি |
ওজন | ৫০ কেজি |
শৃঙ্খলা | জিমন্যাস্ট |
শ্রেণী | Senior International Elite |
জাতীয় দলে বছর | ২০০৪-বর্তমান |
ক্লাব | গ্যাজপ্রম |
জিম | Novogorsk |
প্রধান কোচ | Irina Viner |
সহকারী কোচ | Amina Zaripova |
কারিওগ্রাফার | Irina Zenovka |
পদকের তথ্য |
মারগারিতা "রিতা" মামুন (জন্ম:১ নভেম্বর ১৯৯৫ তে মস্কো,রাশিয়া) একজন বাংলাদেশি-রাশিয়ান জিমন্যাস্ট।
তিনি বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ২ বারের (২০১৪,২০১৫) রৌপ্য বিজয়ী,২০১৫ এর ইউরোপিয়ান গেমস এ অল-এরাউন্ড রৌপ্য বিজয়ী , ২০১৬ এর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অল-এরাউন্ড রৌপ্য বিজয়ী , ৩ বারের গ্রা প্রি ফাইনাল অল-এরাউন্ড বিজয়ী এবং ৩ বারের (২০১১-২০১৩) রাশিয়ান জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতা বিজয়ী। তিনি বর্তমানের ২০ পয়েন্ট যাচাই পদ্ধতিতে সর্বোচ্চ অল-এরাউন্ড ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্বরেকর্ডধারী , যা তিনি অর্জন করেছিলেন বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতা ২০১৬ তে।
তার জন্ম মস্কোতে,তার বাবা আব্দুল্লাহ আল মামুন বাঙালি,পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ও তার মা আনা রাশিয়ান,যিনি একজন সাবেক শিল্পায়িত জিমন্যাস্ট[২] তার ছোট ভাইয়ের নাম ফিলিপ আল মামুন।
কনিষ্ঠ হিসাবে রিতা বেশ কিছু সংখ্যক আন্তর্জাতিক টুর্নামেন্ট-এ অংশ নেয়। ইস্তনিয়ার তার্নুতে ২০০৫ সালে মিস ভ্যালেন্টাইন কাপ সম্পন্ন করে। সাবেক বিশ্ব চাম্পিয়ন জিমন্যাস্ট আমিনা জারিপোভা-র কাছে কোচিং করেন। তিনি সংক্ষিপ্তভাবে ১২ বছর বয়সে বাংলাদেশে প্রতিযোগিতা করেন কিন্তু সিনিয়র হিসেবে রাশিয়ার প্রতিনিধিত্ব করতে ফিরে যান।
<references>
গ্রুপ -এ সংজ্ঞায়িত "bengalt" নামসহ <ref>
ট্যাগে কোন বিষয়বস্তু নেই।