মারডেকা টুর্নামেন্ট (মালয়: Pestabola Merdeka, অনু. স্বাধীনতা টুর্নামেন্ট) হল একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা মূলত মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেলা হয়ে থাকে। খেলাগুলি কুয়ালালামপুর শহরের স্টেডিয়াম মারডেকাতে খেলা হয়।[১] টুর্নামেন্টটিকে গ্র্যান্ড ওল্ড লেডি অব এশিয়া (অনু. এশিয়ার শ্রেষ্ঠ বৃদ্ধা) বলে ভূষিত করা হয়।[২] এর ম্যাচগুলি ফিফা কর্তৃক আন্তর্জাতিক "এ" স্তরের বন্ধুত্বপূর্ণ খেলার মর্যাদাপ্রাপ্ত।[৩]
মারডেকা টুর্নামেন্ট এশিয়ার সবচেয়ে পুরোনো আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা (১৯৫৭)।[৪][৫][৬][৭] ১৯৬০-এর দশকে এটি এশিয়ান কাপের ক্ষুদ্র সংস্করণের মর্যাদা পেয়েছিল। তৎকালীন এএফসি প্রেসিডেন্ট টুঙ্কু আব্দুল রহমান এর প্রতিষ্ঠাতা।[৮] ১৯৫০ থেকে ১৯৮০ পর্যন্ত এশীয় ফুটবলের এটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, এশিয়ার ভিন্ন ভিন্ন দেশ তাদের জাতীয় দলকে পাঠাত।[৯] পরে এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব বাড়লে মারডেকা টুর্নামেন্ট এর গুরুত্ব কমতে থাকে।[১০][১১]
↑[ক] হংকং এর এই দলটি হংকং এবং তাইওয়ান উভয় দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল (১৯৫৭ থেকে ১৯৬১)। ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত এখানে, দলটি আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের প্রতিনিধিত্ব করেছিল যদিও দলে হংকং-ভিত্তিক আন্তর্জাতিক ফুটবলার ছিল; তাইওয়ানের পাশাপাশি ১৯৬৫ সাল থেকে হংকং জাতীয় দলও আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
↑Ted Gim (২ সেপ্টেম্বর ২০০৮)। ""Hari Merdeka" Observed in Seoul"। The Seoul Times। malaysia.or.kr। ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
↑"Piala FAM, Pestabola Merdeka bakal kembali" [FAM Cup, Pestabola Merdeka will return] (Malay ভাষায়)। Bebas News। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑Sulaiman Ismail (২৫ ডিসেম্বর ২০১৮)। "Pestabola Merdeka Akan Dianjurkan Mengikut Kalendar FIFA" [Pestabola Merdeka Will Be Organized According to the FIFA Calendar]। Semuanya Bola (মালয় ভাষায়)। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।