মারাওয়ারা জেলা

U.S. soldiers providing security next to the Marawara Bridge (January 2010)

মারাওয়ারা জেলা এছাড়াও মানাওয়ারা নামেও পরিচিত مره وره or منوره in পশতু এবং ফার্সি আফগানিস্তানের কুনার প্রদেশের ১৫টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা সাকানে জেলা পশ্চিমে, আসাদাবাদ জেলা পশ্চিমে এবং উত্তরপশ্চিম এবং দাঙ্গাম জেলা উত্তরপূর্বে ঘিরে রেখেছে। মারাওয়ারা জেলার সঠিক পরিসংখ্যান অজানা হলেও সরকারী পরিসংখ্যান অনুযায়ী এখানকার আনুমানিক জনসংখ্যা প্রায় ১০০,৫০০ জন। যার মধ্যে থেকে প্রায় সকলেই পশতু সম্প্রদাায়ের। মারাওয়ারা গ্রামটি জেলাটির কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি মুলত পশ্চিম অঞ্চলে অবস্থান করছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]