মারাঠা (বর্ণ)

মারাঠা
একটি মারাঠা সৈন্য এর খোদাই চিত্র : ১৮১৩ (জেমস্‌ ফোর্বস্‌)
ধর্ম হিন্দু
ভাষামারাঠি
জনবহুল অঞ্চলসংখ্যাগুরু: মহারাষ্ট্র
সংখ্যালঘু: গোয়া, গুজরাত, কর্ণাটাক এবং মধ্যপ্রদেশ.

মারাঠা (আধ্বব: [ˈməraʈa]; ভিন্ন বর্ণান্তরিতে: মারহাট্টা বা মাহরাট্টা) একটি ভারতীয় জাতি গোষ্ঠি, যাদের মহারাষ্ট্র রাজ্যে প্রধানত দেখা যায়।

'মারাঠা' শব্দটি দু'টি বিষয় সম্পর্কিত ক্ষেত্রে ব্যবহৃত্ হয়:[]

  • এটি প্রভাবশালী মারাঠা বর্ণগোষ্ঠীকে নির্দেশ করে যারা মারাঠি ভাষাভাষী;

এবং

  • ঐতিহাসিকভাবে, এই শব্দটি সপ্তদশ শতাব্দীতে শিবাজী কর্তৃক প্রতিষ্ঠিত এবং তার উত্তরাধিকারীগণ দ্বারা অব্যাহত রাজত্বকে বর্ণনা করে।

মারাঠারা প্রাথমিকভাবে ভারতীয় রাজ্য মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাত, কর্ণাটক, ও গোয়া অঞ্চলে বসতি গড়ে তোলে। আঞ্চলিক ও ভাষাগত প্রান্তিকীকরণের ফলশ্রুতিতে গোয়া এবং প্রতিবেশী কারওয়ার এলাকার জনগোষ্ঠি কোঙ্কন মারাঠা হিসেবেই বিশেষভাবে পরিচিত।[]

শব্দের ব্যুৎপত্তি

[সম্পাদনা]
মহারাষ্ট্র (লাল বর্ণ) অধিকাংশ মারাঠার স্বভূম।

বর্ণভেদ প্রথায় অবস্থান

[সম্পাদনা]

জাতিগোষ্ঠি

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

শিবাজীর পূর্বে

[সম্পাদনা]

মারাঠা সাম্রাজ্য

[সম্পাদনা]

মারাঠা রাজবংশ এবং রাজ্য

[সম্পাদনা]

অভ্যন্তরীণ অভিবাসী

[সম্পাদনা]

রাজনীতিতে অংশগ্রহণ

[সম্পাদনা]

সামরিক সেবা খাত

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Maratha"। Encyclopædia Britannica। Encyclopædia Britannica Online। ২০০৯।  line feed character in |প্রকাশক= at position 24 (সাহায্য)
  2. "Maratha (people)"। Encyclopædia Britannica। Encyclopædia Britannica Online। ২০০৯। 

অতিরিক্ত পঠন

[সম্পাদনা]