মারিয়া এরিকসন

মারিয়া এরিকসন
মিয়ামিতে ফটোশুট, ২০১০
জন্ম (1982-07-29) জুলাই ২৯, ১৯৮২ (বয়স ৪২)
Leeds, United Kingdom
কর্মজীবন2009-present
মডেলিং তথ্য
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)

মারিয়া এরিকসন (জন্ম ২৯ জুলাই ১৯৮২ লিডস, ওয়েস্ট ইয়র্কশায়ার) একজন ইংরেজ ফ্যাশন এবং গ্ল্যামার মডেল।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের কয়েকজন মডেলের একজন যিনি তার "অসাধারণ দক্ষতার ক্যারিয়ার" এর কারণে একটি বিশেষ গ্রিন কার্ড অর্জন করেছেন। [] [] []

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

মারিয়া এরিকসন ইংল্যান্ডের উত্তরে পশ্চিম ইয়র্কশায়ারের লিডসের কাছে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার পরিবার কিছু অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ। এরিকসনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archived copy"। ২০১৭-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০১ 
  2. "Archived copy"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০১ 
  3. "Archived copy"। ২০১৫-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০১