ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয় দল | জার্মানি |
জন্ম | ৩ আগস্ট ১৯৯০ |
ক্রীড়া | |
দেশ | জার্মানি |
ক্রীড়া | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
বিভাগ | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
সাফল্য ও খেতাব | |
প্যারালিম্পিক ফাইনাল | ২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স |
মারেক মিলার (ইংরেজি: Mareike Miller; জন্ম: ৩ অগাস্ট ১৯৯০) একজন জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।
মারেক ২০১৪ হুইলচেয়ার বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবং ২০১৮ হুইলচেয়ার বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপে জার্মানিকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন।
২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিকে তিনি জার্মানিকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক [১] এবং ২০১৬ সালের গ্রীষ্মের প্যারালিম্পিকে রৌপ্য পদক লাভ করেছিলেন।[২]