* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:১৯, ২৪ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:১৯, ২৪ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
১৯৯৬–৯৭ মৌসুমে, জার্মান ফুটবল ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে টের স্টেগেন ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়েই খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১০–১১ মৌসুমে, জার্মান ক্লাব প্রথমে বরুসিয়া মনশেনগ্লাডবাখ ২ এবং পরবর্তীতে বরুসিয়া মনশেনগ্লাডবাখের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; বরুসিয়া মনশেনগ্লাডবাখের হয়ে তিনি ১০৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ২০১৪–১৫ মৌসুমে, তিনি প্রায় ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বরুসিয়া মনশেনগ্লাডবাখ হতে স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেছেন।
২০০৭ সালে, টের স্টেগেন জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৬ বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি জার্মানির হয়ে এপর্যন্ত ২০১৮ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ২০১৬-এ অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছেন, যেখানে ইওয়াখিম ল্যোভের অধীনে শিরোপা জয়লাভ করেছেন।
ব্যক্তিগতভাবে, টের স্টেগেন বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১১–১২ বুন্দেসলিগার মৌসুম সেরা গোলরক্ষকের পুরস্কার এবং ২০১৮ সালে উয়েফার বর্ষসেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম।[৩] দলগতভাবে, টের স্টেগেন এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১৩টি বার্সেলোনার হয়ে এবং ২টি জার্মানির হয়ে জয়লাভ করেছেন।
মার্ক-আন্দ্রে টের স্টেগেন ১৯৯২ সালের ৩০শে এপ্রিল তারিখে জার্মানিরমনশেনগ্লাডবাখে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবা ওলন্দাজ বংশোদ্ভূত।[৪]
২০১২ সালের ২৬শে মে তারিখে, মাত্র ২০ বছর ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী টের স্টেগেন সুইজারল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ২৭ নম্বর জার্সি পরিধান করেছিলেন।[১২] জাতীয় দলের হয়ে অভিষেকের মাত্র ২১ মিনিট পর, জার্মানির জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেছেন; ম্যাচের প্রথম গোলটি হজম করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি হজম করেছেন।[১৩] ম্যাচটিতে জার্মানি ৫–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। জার্মানির হয়ে অভিষেকের বছরে টের স্টেগেন সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৭ সালে, টের স্টেগেন তার দীর্ঘদিনের বান্ধবী দানিয়েলা এহলের সাথে বার্সেলোনার নিকটবর্তী সিতজেসে এক অনুষ্ঠানের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।[১৭] ২০১৯ সালের ২৮শে ডিসেম্বর তারিখে তাদের প্রথম সন্তান বেন জন্মগ্রহণ করেছে।[১৮]