মার্ক রবার্ট টিমোথি গার্নিয়ার ওবিই (জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৬৩) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ এবং প্রাক্তন ব্যাঙ্কার। তিনি ২০১০ সালের সাধারণ নির্বাচনে ওয়াইর ফরেস্টের সংসদ সদস্য (এমপি) হিসেবে প্রথম নির্বাচিত হন। তিনি জুলাই ২০১৬ থেকে জানুয়ারি ২০১৮ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের একজন জুনিয়র মন্ত্রী ছিলেন।[১]
২০২০ সাল থেকে, তিনি অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।[২]
যুক্তরাজ্যের সংসদ (১৮০১–বর্তমান) | ||
---|---|---|
পূর্বসূরী Richard Taylor |
Member of Parliament for Wyre Forest 2010–present |
নির্ধারিত হয়নি |