দেশ/অঞ্চল | ![]() |
---|---|
কোড | ISV |
প্রতিষ্ঠিত | ১৯৬৬ |
স্বীকৃত | ১৯৬৭ |
মহাদেশীয় সংস্থা | পিএএসও |
সদর দপ্তর | কিংশিল, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ |
সভাপতি | জন আব্রামসন জুনিয়র |
মহাসচিব | আনসেন স্লিগার |
ওয়েবসাইট | www |
মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি (ইংরেজি: Virgin Islands Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড আইএসভি দ্বারা পরিচিত) হলো মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৬৭ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের কিংশিলে অবস্থিত।
বর্তমানে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জন আব্রামসন জুনিয়র, যিনি ২০২৪ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন আনসেন স্লিগার।[২]
১৯৬৬ সালে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। লেন স্টাইন এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৬৬ হতে ১৯৬৮ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৮৮ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]