সংঘ | মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন | ||
---|---|---|---|
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (১৯৬৫ | )||
আইসিসি অঞ্চল | আইসিসি আমেরিকাস | ||
বিশ্ব ক্রিকেট লিগ | তৃতীয় বিভাগ | ||
আন্তর্জাতিক ক্রিকেট | |||
প্রথম আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ১৮৪৪ ব কানাডা, সেন্ট জর্জেস ক্রিকেট ক্লাব, নিউইয়র্ক | ||
| |||
২ জানুয়ারি ২০২৩ অনুযায়ী |
মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী জাতীয় ক্রিকেট দল। ১৯৬৫ সালে দলটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য পদ লাভ করে। দলটি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউএসএসিএ) কর্তৃক পরিচালিত হচ্ছে। কিন্তু আইসিসি’র নতুন গঠনতন্ত্রের ফলে সংস্থার সদস্যপদ বাতিল করা হয়। পরবর্তীতে ১ এপ্রিল, ২০০৮ তারিখে গঠনতন্ত্র সংশোধনের ফলে প্রয়োজনীয় শর্ত অনুসরণ করায় এর সদস্যপদ বহাল রাখা হয়। এরফলে সংস্থাটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে চলে যায় ও আইসিসি দলটির প্রত্যাবর্তনকে স্বাগতঃ জানায়।
কিন্তু অদ্যাবধি ক্রিকেট খেলা মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। মাত্র পাঁচটি মানসম্মত ক্রিকেট পিচ রয়েছে ও দলে মাত্র তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী খেলোয়াড় রয়েছেন।
অষ্টাদশ শতকের শুরুতে ব্রিটিশেরা তেরোটি উপনিবেশে ক্রিকেট খেলোর গোড়াপত্তন করে। অষ্টাদশ শতকে ক্রিকেটের প্রসার শুরু হয়।[১] অসমর্থিত সূত্রে জানা যায়, জর্জ ওয়াশিংটন ক্রিকেটের তুথোড় সমর্থক ছিলেন। আমেরিকার বিপ্লবের সময় ভ্যালি ফোর্জে তাঁর সমর্থকদের নিয়ে কমপক্ষে একটি খেলায় অংশ নিয়েছিলেন।[২] এ প্রসঙ্গে জন অ্যাডামস কংগ্রেসে বক্তব্য রাখেন যে, যদি ক্রিকেট ক্লাবের প্রধানকে ‘প্রেসিডেন্ট’ বলা হয়, তাহলে নতুন দেশের প্রধানকে একই নামে না ডাকার কোন কারণ নেই।[৩] ১৮৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দল সর্বপ্রথম কানাডার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নেয়। নিউইয়র্কের ব্লুমিংড্যাল পার্কের সেন্ট জর্জেস ক্রিকেট ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল।[৪] এই প্রথম আন্তর্জাতিক খেলায় প্রায় ২০,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন ও আধুনিক যুগে অবস্থান করেও দীর্ঘকালীন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিপক্ষের মর্যাদা লাভ করে আসছে উভয়দল।[৫] খেলা থেকে $১২০,০০০ মার্কিন ডলার সংগ্রহ করা হয় যা ২০০৭ সালের সাথে তুলনান্তে $১.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমান।[৬][৭]
১৮৫৯, ১৮৬৮ ও ১৮৭২ সালে ইংল্যান্ড দল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর আমেরিকা সফর করে। এ সফরগুলো মূলতঃ বাণিজ্যিকধর্মী ছিল। অধিকাংশ খেলাই ছিল অসামঞ্জস্য। বলা হয়ে থাকে যে, স্বাগতিক দল এগারো জনের অধিক যা সচরাচর বাইশজনের দল নিয়ে গঠন করা হয়। প্রতিযোগিতাপূর্ণ হওয়ার তাগিদে খেলোয়াড়ের সংখ্যা এরচেয়েও বেশি ছিল।[৮]
এটি দলের সাম্প্রতিক স্কোয়াডে নির্বাচিত সমস্ত সক্রিয় খেলোয়াড়দের তালিকা করে। 17 আগস্ট, 2022 তারিখে আপডেট করা হয়েছে।
চাবি
নাম | বয়স | ব্যাটিং স্টাইল | বোলিং স্টাইল | এমএলসি দল | এমআইএলসি দল | ফর্ম | S/N | শেষ ওয়ানডে | শেষ টি-টোয়েন্টি | অধিনায়কত্ব |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটারস | ||||||||||
গজানন্দ সিং | 36 | বাঁ হাতী | বাঁহাতি মাঝারি | - | ম্যানহাটন ইয়র্কার্স | ওডিআই এবং টি-টোয়েন্টি | 46 | 2023 | 2022 | |
অ্যারন জোন্স | 29 | ডান হাতি | ডানহাতি লেগ স্পিন | সিয়াটেল অরকাস | আটলান্টা ফায়ার | ওডিআই এবং টি-টোয়েন্টি | 85 | 2023 | 2022 | সহ-অধিনায়ক |
সুশান্ত মোদানি | 35 | ডান হাতি | ডানহাতি অফ স্পিন | - | ডালাস Mustangs | ওডিআই এবং টি-টোয়েন্টি | 6 | 2023 | 2022 | |
সাইতেজা মুক্কামল্লা | 20 | ডান হাতি | ডানহাতি অফ স্পিন | টেক্সাস সুপার কিংস | নিউ জার্সি Stallions | ওডিআই | 12 | 2023 | - | |
মার্টি কাইন | 36 | বাঁ হাতী | ধীর বাঁহাতি গোঁড়া | - | সান দিয়েগো সার্ফ রাইডার্স | টি-টোয়েন্টি | 19 | - | 2022 | |
অলরাউন্ডার | ||||||||||
নিসর্গ প্যাটেল | 30 | ডান হাতি | ডানহাতি অফ স্পিন | - | হলিউড মাস্টার ব্লাস্টার | ওডিআই এবং টি-টোয়েন্টি | 7 | 2023 | 2022 | |
স্টিভেন টেলর | 30 | বাঁ হাতী | ডানহাতি অফ স্পিন | এমআই নিউইয়র্ক | আটলান্টা ফায়ার | ওডিআই এবং টি-টোয়েন্টি | 8 | 2023 | 2022 | |
বৎসল ভাঘেলা | 22 | বাঁ হাতী | ধীর বাঁহাতি গোঁড়া | - | গোল্ডেন স্টেট গ্রিজলিস | টি-টোয়েন্টি | 14 | - | 2022 | |
উইকেট-রক্ষক | ||||||||||
মনঙ্ক প্যাটেল | 31 | ডান হাতি | ধীর বাঁহাতি গোঁড়া | এমআই নিউইয়র্ক | এম্পায়ার স্টেট টাইটানস | ওডিআই এবং টি-টোয়েন্টি | 1 | 2023 | 2022 | ক্যাপ্টেন |
জাসকরন মালহোত্রা | 29 | ডান হাতি | ধীর বাঁহাতি গোঁড়া | লস এঞ্জেলেস নাইট রাইডার্স | ডিসি হকস | ওডিআই এবং টি-টোয়েন্টি | 4 | 2022 | 2022 | |
শায়ান জাহাঙ্গীর | 29 | ডান হাতি | ধীর বাঁহাতি গোঁড়া | এমআই নিউইয়র্ক | লোন স্টার অ্যাথলেটিক্স | ওডিআই এবং টি-টোয়েন্টি | 30 | 2023 | 2022 | |
স্পিন বোলার | ||||||||||
নস্টুশ কেনজিগে | 38 | বাঁ হাতী | ডানহাতি অফ স্পিন | এমআই নিউইয়র্ক | ডালাস Mustangs | ওডিআই এবং টি-টোয়েন্টি | 64 | 2023 | 2018 | |
ইয়াসির মোহাম্মদ | 21 | বাঁ হাতী | ডানহাতি লেগ স্পিন | - | ম্যানহাটন ইয়র্কার্স | ওডিআই এবং টি-টোয়েন্টি | ৮৮ | 2022 | 2022 | |
উসমান রফিক | 35 | ডান হাতি | ডানহাতি অফ স্পিন | এমআই নিউইয়র্ক | হিউস্টন হারিকেনস | ওডিআই | 32 | 2023 | - | |
পেস বোলার | ||||||||||
সৌরভ নেত্রভালকর | 32 | ডান হাতি | বাঁহাতি মাঝারি | ওয়াশিংটন ফ্রিডম | সিলিকন ভ্যালি স্ট্রাইকারস | ওডিআই এবং টি-টোয়েন্টি | 20 | 2023 | 2022 | |
ক্যামেরন স্টিভেনসন | 31 | ডান হাতি | ডান হাত দ্রুত-মাঝারি | টেক্সাস সুপার কিংস | - | ওডিআই এবং টি-টোয়েন্টি | 13 | 2022 | 2022 | |
আলী খান | 32 | ডান হাতি | ডান হাতের মাধ্যম | লস এঞ্জেলেস নাইট রাইডার্স | হিউস্টন হারিকেনস | ওডিআই এবং টি-টোয়েন্টি | 47 | 2023 | 2022 | |
জসদীপ সিং | 31 | ডান হাতি | ডান হাতের মাধ্যম | - | নিউ জার্সি Stallions | ওডিআই এবং টি-টোয়েন্টি | 29 | 2023 | 2019 | |
শিব কুমার | 34 | ডান হাতি | ডান হাত দ্রুত-মাঝারি | - | মরিসভিল র্যাপ্টরস | টি-টোয়েন্টি | 9 | - | 2022 | |
কাইল ফিলিপ | 27 | ডান হাতি | ডান হাত দ্রুত-মাঝারি | এমআই নিউইয়র্ক | আটলান্টা বজ্রপাত | ওডিআই | 26 | 2023 | - | |
অভিষেক পারাদকার | 23 | বাঁ হাতী | বাঁহাতি মাঝারি | - | ইস্ট বে ব্লেজার | ওডিআই | 44 | 2023 | - |
26 জুন, 2023 তারিখে আপডেট করা হয়েছে
|
|