মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি | |
---|---|
সম্বোধনরীতি | জনাব উপরাষ্ট্রপতি (অনানুষ্ঠানিক) ; মহামান্য (প্রচলিত); মান্যবর (কূটনৈতিক,যুক্তরাষ্ট্রের বাইরে ) |
বাসভবন | হোয়াইট হাউস ওয়াশিংটন, ডি.সি. |
মেয়াদকাল | চার বছর একবার নবীকরণযোগ্য |
সর্বপ্রথম | জন আডামস এপ্রিল ৩০, ১৭৮৯ |
গঠন | মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান মার্চ ৪, ১৭৮৯ |
বেতন | $৪,০০,০০০ (বার্ষিক) |
ওয়েবসাইট | হোয়াইট হাউস |
মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নির্বাহী শাখার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা [১] [২] এবং উত্তরাধিকারসূত্রে রাষ্ট্রপতির সারিতে প্রথম স্থান অধিকার করেন। ভাইস প্রেসিডেন্ট সিনেটের সভাপতি হিসাবে আইন প্রণয়ন শাখার একজন কর্মকর্তাও। এই ক্ষমতায়, ভাইস প্রেসিডেন্টকে যেকোন সময় সেনেটের আলোচনায় সভাপতিত্ব করার ক্ষমতা দেওয়া হয়, কিন্তু টাই-ব্রেকিং ভোট দেওয়া ছাড়া ভোট দিতে পারে না। [৩] ভাইস প্রেসিডেন্ট পরোক্ষভাবে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের দ্বারা রাষ্ট্রপতির সাথে চার বছরের মেয়াদে নির্বাচিত হন। [৩]
• মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতিদের তালিকা
The Vice President of the United States is the second highest executive officer of the United States government, after the President.