রাষ্ট্রপতি নির্বাচন ফলাফলের মানচিত্র। নীল দ্বারা বাইডেন/হ্যারিস এবং লাল দ্বারা ট্রাম্প/পেন্স বিজিত রাজ্য নির্দেশ করছে। সংখ্যা দ্বারা প্রতিটি অঙ্গরাজ্য বা জেলায় একজন প্রার্থীর প্রাপ্ত নির্বাচক মণ্ডলীর ভোট নির্দেশ করা হচ্ছে।
প্রতিনিধি সভার নির্বাচন ২০২০-এর ফলাফলের মানচিত্র
ডেমোক্র্যাটদের ধরে রাখা আসন রিপাবলিকানদের ধরে রাখা আসন ডেমোক্র্যাটদের নতুন করে বিজিত আসন রিপাবলিকানদের নতুন করে বিজিত আসন ফলাফল অনির্ধারিত
রিপাবলিকানদের ধরে রাখা আসন রিপাবলিকানদের নতুন করে বিজিত আসন নিউ প্রোগ্রেসিভদের ধরে রাখা আসন বিভক্তিহীন নির্বাচন হয় নি
২০২০ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদেনির্বাচন, ১০০টির মধ্যে ৩৫টি আসনে সিনেট নির্বাচন এবং সকল ৪৩৫টি আসনে প্রতিনিধি সভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও বছরজুড়ে ১৩টি অঙ্গরাজ্য ও অঞ্চলের গভর্নর নির্বাচন এবং একই সাথে বিভিন্ন অঙ্গরাজ্য, স্থানীয়, জাতিতাত্ত্বিক ও বিচার বিভাগীয় নির্বাচন ও বেশ কয়েকটি গণভোট অনুষ্ঠিত হয়।
এছাড়া মোট ৯৯টির মধ্যে পূর্বনির্ধারিত ৮৬টি অঙ্গরাজ্য আইনসভা এবং ১১টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধুমাত্র একটি অঙ্গরাজ্যের গভর্নর এবং দুইটি আইনসভায় ক্ষমতার দ্বিপাক্ষিক হাতবদল হয়। রিপাবলিকানরা মন্টানার গভর্নর নির্বাচনে জয়লাভ করে এবং নিউ হ্যাম্পশায়ার আইনসভার উভয় কক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।[খ] ২০২০ সালের নির্বাচন হলো পুনর্নির্মাণ চক্রে প্রভাব বিস্তারকারী সর্বশেষ প্রধান নির্বাচন। এই পুনর্গঠন ২০২০ সালের জনগণনার পর শুরু হবে। এছাড়া ২০২০ সালে আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের নির্বাহী ও বিচার বিভাগীয় নির্বাচন এবং সেই সাথে অনেক গণভোট, জাতিগত নির্বাচন, মেয়র নির্বাচন এবং আরও কিছু স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২০ সালের ভোটারদের প্রধানতম বিবেচ্য বিষয় ছিল কোভিড-১৯ মহামারী। এছাড়া স্বাস্থ্য নীতি, অর্থনীতি, বর্ণবৈষম্য এবং গর্ভপাত ইত্যাদি বিষয় নির্বাচনে গুরুত্ব পেয়েছে। সামাজিক দূরত্বের গাইডলাইন নজিরবিহীনভাবে নির্ধারিত সময়ের পূর্বে ভোটদান এবং ডাকযোগে ভোটপ্রদানের হার বৃদ্ধি পায়। নির্বাচনে ভোটদানের হার সাম্প্রতিক যেকোনো নির্বাচনের সময়কে ছাড়িয়ে যায়। একটি পরিসংখ্যান অনুসারে নির্বাচনে ভোটদানে সক্ষম ব্যক্তিদের উপস্থিতি ১৯০০ সালের নির্বাচনকেও ছাড়িয়ে যায়। নির্বাচনে বাইডেনের জয়ের পর ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকানরা হার মেনে নিতে অস্বীকার করে এবং ভিত্তিহীন জালিয়াতির অভিযোগ আনে।[৪][৫][৬]
২০২০ সালের নির্বাচনটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৯তম চতুর্বার্ষিক রাষ্ট্রপতি নির্বাচন। ২০২১ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মেয়াদে রাষ্ট্রপতি নিযুক্তকরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বরের মধ্যে অধিকাংশ গণমাধ্যম ক্ষমতাসীন রিপাবলিকানরাষ্ট্রপতিডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে সাবেক উপরাষ্ট্রপতি ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।[৭] প্রতিটি রাজ্যের জনপ্রিয় ভোটে নির্বাচিত প্রার্থী অনুসারে[গ] ১৪ ডিসেম্বর নির্বাচক মণ্ডলী (ইলেকটোরাল কলেজ) তাদের ভোট প্রদান করবেন। কংগ্রেস ইলেকটোরাল ভোটগুলো গণনার পর ২০২১ সালের ৬ জানুয়ারি একটি যৌথ ঘোষণায় নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করবে।[৮]
বাইডেন ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনেহিলারি ক্লিনটন বিজিত সকল রাজ্যে জয়ী হবেন বলে পূর্বানুমান করা হয়। এছাড়াও তিনি অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকনসিন এবং নেব্রাস্কার দ্বিতীয় কংগ্রেসীয় জেলায় জয় লাভ করবেন বলে পূর্বানুমান করা হয়। কোনো অবিশ্বাসী নির্বাচক থাকবেন না ধরে নিয়ে বলা হয়েছিল বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোটে জয়ী হবেন, যেখানে কিঞ্চিৎ সংখ্যাগরিষ্ঠ জয়ের জন্য ৫৩৮ ভোটের মধ্যে বাইডেনের প্রয়োজনীয় ছিল ২৭০টি ভোট।[ঘ] নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও, নির্বাচনবিষয়ক সাংবাদিক নেইট সিলভারের পূর্বানুমান করেন যে বাইডেন জাতীয় জনপ্রিয় ভোটে চার কিংবা পাঁচ পয়েন্টের মধ্যে কোনো পয়েন্টে নির্বাচিত হবেন।[৯]তৃতীয় দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে লিবার্টারিয়ান পার্টিরজো জোর্গেনসেন সবচেয়ে বেশি, দশ লাখের অধিক ভোট লাভ করেন। গ্রিন পার্টির প্রার্থী হোয়ি হকিন্স তিন লক্ষের বেশি ভোট নিয়ে পরবর্তী অবস্থানে আছেন।[১০]
বাইডেন এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রবীণতম রাষ্ট্রপতি।[১৬] দপ্তরে অধিষ্ঠিত হওয়ামাত্রই কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি।[১৭]১৯৯২ সালের নির্বাচনেজর্জ হারবার্ট ওয়াকার বুশের পর ট্রাম্পই হলেন পুনর্নির্বাচনে হারা প্রথম[১৮] এবং সব মিলিয়ে পুনর্নির্বাচনে হারা যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি।[১৯] অনুমিত বিজেতা বিচারে সর্বশেষ আটবারের মধ্যে সাতবারই ডেমোক্র্যাটরা জাতীয় জনপ্রিয় ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, যদিও শেষ আটবারের মধ্যে তিনবারই রিপাবলিকানরা ইলেকটোরাল ভোটে জয় লাভ করেছিলেন (এবং রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন)।[৯]
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসন ২০২০ সালে নির্বাচনের জন্য ছিল: দ্বিতীয় শ্রেণীর সিনেটের ৩৩টি আসন এবং অ্যারিজোনা ও জর্জিয়ার আসনগুলো বিশেষ নির্বাচনের জন্য ছিল। রিপাবলিকানরা ২৩টি আসন ও ডেমোক্র্যাটরা ১২টি আসন রক্ষা করেছে। ২০২০ সালের নির্বাচনের আগে, এবং নির্বাচনের জন্য আসন না থাকা সহ, রিপাবলিকানরা ৫৩টি সিনেট আসন পেয়েছিল, যখন ডেমোক্রেটরা ৪৫টি আসন দখল করেছিল এবং ডেমোক্রেটিক-সংযুক্ত স্বতন্ত্ররা অবশিষ্ট দুটি আসন ধরে রেখেছিল। যেহেতু উপরাষ্ট্রপতির সিনেটে কাস্টিং ভোট রয়েছে, তাই ডেমোক্র্যাটরা উপরাষ্ট্রপতি পদে জয়ী হলে নিয়ন্ত্রণ অর্জনের জন্য কমপক্ষে তিনটি আসনের নেট লাভ অর্জন করতে হবে; অন্যথায়, সংখ্যাগরিষ্ঠতা নিতে তাদের কমপক্ষে চারটি আসনের নেট লাভ অর্জন করতে হবে।
২০২০ সালের নির্বাচনে পাঁচটি আসন দলীয় নিয়ন্ত্রণ পরিবর্তন করেছে, কারণ ডেমোক্রেটরা জর্জিয়ায় রিপাবলিকান ক্ষমতাসীনদের পাশাপাশি অ্যারিজোনা এবং কলোরাডোর আসনগুলিতে রিপাবলিকান ক্ষমতাসীনদের পরাজিত করেছে। অ্যালাবামায় ডেমোক্রেটিক দলকে পরাজিত করে রিপাবলিকানরা একটি আসন দখল করে। ২০২০ সালের চক্রের ফলাফলগুলো ৫০ জন সিনেটরের সাথে উভয় দলীয় ককাস ছেড়ে দিয়েছে।[২০] ২০২১ সালের ২০ জানুয়ারি নির্বাচিত উপরাষ্ট্রপতি হ্যারিস ও সিনেটর অ্যালেক্স প্যাডিলা, জন ওসফ এবং রাফায়েল ওয়ার্নক শপথ নেওয়ার পর ডেমোক্রেটরা সিনেটের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ লাভ করেছিল।[২১] ২০১৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে নিয়ন্ত্রণ হারানোর পর ডেমোক্র্যাটরা প্রথমবারের মতো সিনেটের নিয়ন্ত্রণ লাভ করেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার ৪৩৫টি ভোটিং আসনের সবকটিই নির্বাচনের জন্য ছিল; সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীরা দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করে। ডেমোক্রেটরা ২০১৮ সালের নির্বাচনে প্রতিনিধি সভার নিয়ন্ত্রণ অর্জন করেছিল, রিপাবলিকানদের জন্য ১৯৯টি আসনের তুলনায় ২৩৫টি আসন জিতেছিল।[জ]১১৬তম কংগ্রেসের সময় শূন্যপদ এবং দলের পরিবর্তনের কারণে, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের ঠিক আগে ডেমোক্র্যাটরা ২৩২টি আসন পেয়েছিল, যেখানে রিপাবলিকানদের ১৯৭টি আসন এবং লিবারটারিয়ান পার্টির অধীনে জাস্টিন আমাশের একটি আসন ছিল।[২২] সুতরাং, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য রিপাবলিকানদের ২১টি আসন অর্জন করা দরকার ছিল।
হাউস নির্বাচনে রিপাবলিকানরা ১৫টি আসনে জয়লাভ করে বারোজন বর্তমান হাউস ডেমোক্র্যাটদের পরাজিত করেছিল।[২৩][ঝ] জাতীয়ভাবে, ডেমোক্রেটিক হাউসের প্রার্থীরা প্রায় ৩% ব্যবধানে জয়ী হয়েছিল কারণ অনেক ডেমোক্রেটরা নির্বাচনী দৌড়ে বাইডেনের পিছনে ছিল। নির্বাচনের ফলাফলে ১১৭তম কংগ্রেসের শুরুতে ডেমোক্রেটরা ২২২টি আসনের সীমিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।[২৪]
১১৬তম মার্কিন কংগ্রেসের সময় পদত্যাগ করা বা দায়িত্ব পালনকালে মারা যাওয়া একজন সদস্যকে স্থলাভিষিক্তের জন্য ২০২০ সালে পাঁচটি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল:
ক্যালিফোর্নিয়ার ২৫ তম কংগ্রেসনাল জেলা: রিপাবলিকান মাইক গার্সিয়া ডেমোক্র্যাট ক্রিস্টি স্মিথকে পরাজিত করে ডেমোক্র্যাট কেটি হিলের স্থলাভিষিক্ত হন যিনি একজন কর্মচারীর সাথে সম্পর্ককে ঘিরে নৈতিকতার উদ্বেগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।[২৫] জেলায় একটি এমনকি দলীয় সূচক রয়েছে।[২৬]
জর্জিয়ার ৫ম কংগ্রেসনাল জেলা: ২০২০ সালের ১৭ জুলাই অগ্ন্যাশয়ের ক্যান্সারে ডেমোক্র্যাট জন লুইসের মৃত্যুর পর ডেমোক্র্যাট প্রার্থী কোয়ানজা হল আরেক ডেমোক্র্যাট প্রার্থী রবার্ট মাইকেল ফ্র্যাঙ্কলিন জুনিয়রকে পরাজিত করে জন লুইসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।[২৭][২৮][২৯] জেলায় ডি+৩৪ এর একটি দলীয় সূচক রয়েছে।[৩০]
মেরিল্যান্ডের ৭ম কংগ্রেসনাল জেলা: ডেমোক্রেট কোওয়াইসি মফুমে রিপাবলিকান কিম্বার্লি ক্লাসিককে পরাজিত করে ডেমোক্রেট এলিজা কামিংসের স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৯ সালের ১৭ অক্টোবর দায়িত্ব পালনকালে মারা যান।[৩১] জেলায় ডি+২৬ এর একটি দলীয় সূচক রয়েছে।[৩২]
নিউইয়র্কের ২৭তম কংগ্রেসনাল জেলা: রিপাবলিকান ক্রিস জ্যাকবস ডেমোক্র্যাট নেট ম্যাকমুরেকে পরাজিত করে রিপাবলিকান ক্রিস কলিন্সের স্থলাভিষিক্ত হন যিনি ২০১৯ সালের ১ অক্টোবর অভ্যন্তরীণ বাণিজ্যে দোষী সাব্যস্ত হওয়ার আগে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন।[৩৩] জেলায় আর+১১ এর একটি দলীয় সূচক রয়েছে।[৩৪]
উইসকনসিনের ৭তম কংগ্রেসনাল জেলা: রিপাবলিকান টম টিফানি ডেমোক্র্যাট ট্রিসিয়া জাঙ্কারকে পরাজিত করে রিপাবলিকান শন ডাফির স্থলাভিষিক্ত হন, যিনি তার নবম সন্তানের জন্মের আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর কার্যকর পদত্যাগের ঘোষণা করেছিলেন কারণ তার স্ত্রীর জরায়ুতে গুরুতর চিকিৎসা সংক্রান্ত জটিলতা ধরা পড়েছিল।[৩৫][৩৬] জেলায় আর+৭ এর একটি দলীয় সূচক রয়েছে।[৩৭]
মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য এবং দুটি মার্কিন অঞ্চলের গভর্নর পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বেশিরভাগ নির্বাচন চার বছরের জন্য ছিল, তবে নিউ হ্যাম্পশায়ার এবং ভারমন্টের গভর্নররা প্রত্যেকে দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। রিপাবলিকানরা মোট সাতটি আসন রক্ষা করেছিল, এবং ডেমোক্রেটরা ছয়টি আসন রক্ষা করেছিল। রিপাবলিকান গ্রেগ জিয়ানফোর্টে ২০২০ সালের মন্টানা গভর্নর নির্বাচনে বিদায়ী ডেমোক্রেটিক গভর্নর স্টিভ বুলকের স্থলাভিষিক্ত হওয়ার পরে বিজয়ী হওয়ার সাথে সাথে কেবল একটি অঙ্গরাজ্য গভর্নরশিপ দল পরিবর্তন করেছিল।[৩৮]
মার্কিন যুক্তরাষ্ট্রের ৯৯টি অঙ্গরাজ্যের আইনসভা চেম্বারের মধ্যে ৮৬টিতে নিয়মিত-নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল; ৭,৩৮৩টি আইনসভা আসনের মধ্যে ৫,৮৭৬টির জন্য দেশব্যাপী নিয়মিত-নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অনেক আইনসভা কক্ষে নির্বাচনের জন্য সমস্ত আইনসভা আসন ছিল, কিন্তু কিছু আইনসভা কক্ষ যা স্থবির নির্বাচন ব্যবহার করে সেসব কক্ষের মোট আসনের মাত্র একটি অংশের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।[৩৯] যদিও অধিকাংশ অঙ্গরাজ্যে উভয় আইনসভার জন্য নিয়মিত-নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে অ্যালাবামা, লুইজিয়ানা, মেরিল্যান্ড, মিসিসিপি, নিউ জার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং মিশিগান শুধুমাত্র নিম্নকক্ষের জন্য নির্বাচন আয়োজন করেছিল।[ঞ] নেব্রাস্কা একমাত্র অঙ্গরাজ্য যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট অঙ্গরাজ্য আইনসভা নেই, এর একমাত্র আইনসভা কক্ষের অর্ধেক আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।[৩৯]
রিপাবলিকানরা নিউ হ্যাম্পশায়ারের উভয় কক্ষের নিয়ন্ত্রণ লাভ করায় ২০২০ সালে মোট দুটি আইনসভা কক্ষ দলীয় নিয়ন্ত্রণ পরিবর্তন করেছিল।[৪০][৪১] এটি ১৯৪৪ সাল থেকে রাষ্ট্রীয় আইনসভায় সবচেয়ে কম দলীয় পরিবর্তনের প্রতিনিধিত্ব করেছে।[৪২]
২০২০ সালের নভেম্বরের নির্বাচনের আগে, ডেমোক্রেটদের ১৫টি "ট্রাইফেক্টা" (গভর্নরের অফিস এবং উভয় আইনসভা কক্ষের নিয়ন্ত্রণ), রিপাবলিকানদের ২০টি ট্রাইফেক্টা ছিল এবং ১৪টি অঙ্গরাজ্যে একটি বিভক্ত সরকার রয়েছে। নেব্রাস্কা এই তালিকাতে অন্তর্ভুক্ত নয়, কারণ এর আইনসভা আনুষ্ঠানিকভাবে কোনো দলের সংশ্লিষ্টতাকে স্বীকৃতি দেয় না।[৪৩][৪৪] দেশব্যাপী রিপাবলিকানরা প্রায় ৬০ শতাংশ আইনসভা কক্ষ এবং ৫২ শতাংশ আইনসভা আসন নিয়ন্ত্রণ করেছিল।[৪৫] ২০২০ সালের নির্বাচন কমপক্ষে দুটি নতুন ট্রাইফেক্টা তৈরি করেছিল, কারণ নিউ হ্যাম্পশায়ার এবং মন্টানা অঙ্গরাজ্য সরকার বিভক্ত সরকার থেকে রিপাবলিকান নিয়ন্ত্রণে স্থানান্তরিত হয়েছিল।
৪৩টির অঙ্গরাজ্যের মধ্যে ১০টি অঙ্গরাজ্যে নিয়মিতভাবে-নির্ধারিত অ্যাটর্নি জেনারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অঙ্গরাজ্যগুলির এই গোষ্ঠীর জন্য পূর্ববর্তী অ্যাটর্নি জেনারেল নির্বাচন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল, ভারমন্ট ছাড়া যেখানে অ্যাটর্নি জেনারেল কেবল দুই বছরের মেয়াদে কাজ করেন এবং ২০১৮ সালে তাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছিল। নয়টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল পুনঃনির্বাচনে প্রতিযোগিতা করেছিলেন এবং আটজন জিতেছিলেন, যদিও মন্টানার রিপাবলিকান টিম ফক্স মেয়াদ সীমার কারণে পুনরায় নির্বাচন করতে পারেননি এবং ইন্ডিয়ানার রিপাবলিকান কার্টিস হিল রিপাবলিকান কনভেনশনে বাদ পড়েছিলেন।
২০২০ সালে কোনও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দলীয় নিয়ন্ত্রণ পরিবর্তন করেনি।
২০২০ সালে ৩৫টি অঙ্গরাজ্যে ৮২টি অঙ্গরাজ্য সুপ্রিম কোর্টের আসনে নির্বাচন ছিল। এটি দেশের সমস্ত অঙ্গরাজ্য সুপ্রিম কোর্টের আসনগুলির ২৪% গঠন করে। বিভিন্ন অন্যান্য অঙ্গরাজ্য আদালতও ২০২০ সালে নির্বাচন করেছিল। বিভিন্ন অঙ্গরাজ্য নির্বাহী পদগুলিতেও ২০২০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
২০২০ সালের নির্বাচনে, ভোটাররা মেডিকেড সম্প্রসারণ থেকে শুরু করে গাঁজা বৈধকরণ থেকে ভোটের অধিকার পর্যন্ত বিভিন্ন বিষয়ে গণভোট, উদ্যোগ, ব্যালট ব্যবস্থা এবং অঙ্গরাজ্য সংবিধান সংশোধনের কথা বিবেচনা করেছিল।[৪৬] জর্জ ফ্লয়েডকে হত্যা এবং পরবর্তী বিক্ষোভের পর থেকে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ওহাইও, ওরেগন, পেনসিলভানিয়া, টেক্সাস এবং ওয়াশিংটন সহ সারা দেশে কমপক্ষে ২০টি পুলিশ-সম্পর্কিত ব্যালট ব্যবস্থা ছিল।[৪৭]
২০২০ সালে পুয়ের্তো রিকান প্রতিষ্ঠা গণভোটে, পুয়ের্তো রিকানরা সন্দেহাতীতভাবে রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছিল; এই ব্যবস্থাটি ছিল অ-বান্ধব (যেহেতু শুধুমাত্র কংগ্রেস একটি রাষ্ট্রকে ইউনিয়নে স্বীকার করতে পারে) কিন্তু পুয়ের্তো রিকোর একটি রাষ্ট্র হওয়ার প্রচেষ্টায় এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল।[৪৮][৪৯]
চারটি অঙ্গরাজ্য বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজাকে বৈধতা দিয়েছে: নিউ জার্সি, সাউথ ডাকোটা, মন্টানা (মন্টানা আই -১৯০) এবং অ্যারিজোনা (প্রস্তাব ২০৭)।[৫০] ব্যবস্থাগুলো বিস্তৃত ব্যবধানে পাস করা হয়েছে।[৫০]
ওরেগন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্যে পরিণত হয়েছে যা কোকেইন, হেরোইন বা মেথামফেটামাইনের মতো অল্প পরিমাণের "হার্ড ড্রাগ" এর দখলকে অপরাধমুক্ত করেছে, যা এর দখলকে ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি লঙ্ঘন করে তুলেছে। এই ব্যবস্থাটি গাঁজা বিক্রয় কর থেকে শুরু করে মাদকাসক্তির চিকিৎসার জন্য উত্থাপিত রাজস্বকেও নির্দেশ করে।[৫০]
ওরেগন প্রথম অঙ্গরাজ্যে পরিণত হয়েছে যা সাইকেডেলিক মাশরুমের ব্যবহারকে বৈধতা দিয়েছে এবং ব্যবস্থাটি ১০৯টি ভোট নিয়ে ৫৬ শতাংশ ভোটে পাস হয়। ব্যবস্থাটি ২১ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের দ্বারা তত্ত্বাবধানে ভেষজ বিন্যাসে সাইকেডেলিক মাশরুমের নিয়ন্ত্রিত ব্যবহারের অনুমতি দিয়েছে এবং অনুমতিপ্রাপ্ত সুবিধাগুলিতে নিরাপদ সংরক্ষণাগার প্রয়োজন।[৫১]
অ্যালাবামা, কলোরাডো এবং ফ্লোরিডার ভোটাররা অঙ্গরাজ্যের সংবিধানে ভাষা প্রতিস্থাপন করে নির্বাচনে ভোট দেওয়ার অধিকারকে সংকীর্ণ করার জন্য অঙ্গরাজ্যের সংবিধান সংশোধনী পাস করেছিল, যেখানে বলা হয়েছে যে "প্রত্যেক নাগরিকের" "শুধুমাত্র একজন নাগরিক" দিয়ে ভোট দেওয়ার অধিকার রয়েছে৷" এই ব্যবস্থাগুলির কোনও ব্যবহারিক প্রভাব ছিল না কারণ ব্যবস্থাগুলো গৃহীত হওয়ার আগে অ-নাগরিকদের মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।[৫২][৫৩][৫৪]
কলোরাডোর ভোটাররা ৫২-থেকে-৪৮ ব্যবধানে একটি বাতিল প্রচেষ্টা প্রত্যাখ্যান করে অঙ্গরাজ্যটিকে জাতীয় জনপ্রিয় ভোট আন্তঃরাজ্য কম্প্যাক্টে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।[৫৫]
রোড আইল্যান্ডের ভোটাররা অঙ্গরাজ্যের সরকারি নাম থেকে "এবং দৈব প্রবর্তন" মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল।[৫৬]
ক্যালিফোর্নিয়ার ভোটাররা প্রস্তাব ১৬ প্রত্যাখ্যান করেছিল, যা ইতিবাচক ব্যবস্থার উপর অঙ্গরাজ্যের নিষেধাজ্ঞা বাতিল করার একটি পদক্ষেপ।[৫৭][৫৮]
ক্যালিফোর্নিয়ায় ৫৮% ভোট পেয়ে প্রস্তাব ২২ পাস হয়েছিল; উবার / পোস্টমেটস, লিফট, ডোরড্যাশ এবং ইনস্টাকার্ট থেকে ২০০ মিলিয়ন ডলার দ্বারা সমর্থিত এই ব্যবস্থাটি সম্প্রতি পাস হওয়া একটি অঙ্গরাজ্যের আইনকে বিপরীত করেছে যা সেই সংস্থাগুলিকে "গিগ অর্থনীতি" কর্মীদের (কর্মচারী সুবিধার সম্পূর্ণ বিন্যাসের অধিকারী) স্বাধীন ঠিকাদারের পরিবর্তে কর্মচারী হিসাবে বিবেচনা করেছে।[৫৯][৬০]
ক্যালিফোর্নিয়ায়, প্রস্তাব ২৫ একটি ভেটো গণভোটে বিস্তৃত ব্যবধানে পাস হয়েছিল, এইভাবে একটি অঙ্গরাজ্য বিল বাতিল করেছে যা বিচারাধীন আটক সন্দেহভাজনদের ঝুঁকি মূল্যায়নের সাথে নগদ জামিনকে প্রতিস্থাপিত করেছে।[৬১]
মিসিসিপিতে ভোটাররা সাবেক বিভাজনকারী রাষ্ট্রীয় পতাকাকে প্রতিস্থাপন করে একটি নতুন অঙ্গরাজ্য পতাকাকে অপ্রতিরোধ্যভাবে অনুমোদন করেছিল, যাতে মিত্র যুদ্ধের পতাকা অন্তর্ভুক্ত ছিল।[৬২][৬৩]
মিসৌরির ভোটাররা রিপাবলিকান-অধ্যুষিত অঙ্গরাজ্য আইনসভাকে বাধা দেওয়ার জন্য রোগীর সুরক্ষা এবং সাশ্রয়ী মূল্যের যত্ন আইনের অধীনে মেডিকেড সম্প্রসারণের জন্য তাদের অঙ্গরাজ্যের সংবিধান সংশোধন করার একটি উদ্যোগ অনুমোদন করেছিল, যা তা করতে অস্বীকার করেছিল।[৬৪][৬৫][৬৬] মিসৌরি সংবিধান সংশোধনী ২০২১ সালের জুলাই থেকে শুরু হওয়া আরও এক চতুর্থাংশ প্রাপ্তবয়স্কদের কাছে মেডিকেড অভিগমন সম্প্রসারিত করেছে।[৬৬]
মিশিগানের ভোটাররা একটি আইনীভাবে উল্লেখিত অঙ্গরাজ্য সংবিধান সংশোধনী অনুমোদন করেছিল যা অযৌক্তিক অনুসন্ধান ও বৈদ্যুতিন তথ্য এবং বৈদ্যুতিন যোগাযোগের বাজেয়াপ্তকরণ নিষিদ্ধ করে এবং অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশকে বৈদ্যুতিন তথ্য অনুসন্ধানের আগে একটি অনুসন্ধান ওয়ারেন্ট পেতে বাধ্য করে।[৬৭] ব্যবস্থাটি ৮৯% ভোটে পাস হয়েছিল।[৬৮] মিশিগান অঙ্গরাজ্যের সংবিধানে গোপনীয়তা সুরক্ষা অন্তর্ভুক্ত করার জন্য এটি ১৩তম অঙ্গরাজ্য এবং ব্যালট ব্যবস্থার মাধ্যমে এই জাতীয় সুরক্ষা যুক্ত করার জন্য তৃতীয় অঙ্গরাজ্য হয়ে উঠেছে।[৬৭]
মেরিল্যান্ডের ভোটাররা ২-১ ব্যবধানে একটি ব্যালট ব্যবস্থাকে অনুমোদন করেছিল যা কে-১২ পাবলিক বিদ্যালয়গুলিকে উপকৃত করে কর আয়ের সাথে স্টেডিয়াম এবং ক্যাসিনোতে ক্রীড়া বাজি ধরার বৈধতা দিয়েছিল; এই ভোট মেরিল্যান্ডকে ক্রীড়া বাজি বৈধ করার ক্ষেত্রে ১৮তম অঙ্গরাজ্যে পরিণত করেছে।[৬৯]
দাসপ্রথার উপর অঙ্গরাজ্যের সাংবিধানিক নিষেধাজ্ঞা থেকে "দণ্ডনীয় ব্যতিক্রম" অপসারণের ব্যালট ব্যবস্থা (ভাষা যা দাসত্বকে অপরাধমূলক শাস্তি হিসাবে অনুমতি দেয়) নেব্রাস্কা এবং উটাহে যথাক্রমে প্রায় ৬৮% এবং ৮০% ভোটে পাস হয়েছিল। এই অকার্যকর এবং অপ্রচলিত বিধানগুলো পূর্বে দোষী প্রতারণা এবং জোরপূর্বক বন্দী শ্রমের জন্য ব্যবহৃত হতো।[৬২][৭০]
মেইনের ভোটাররা ২০২০ সালের মার্চে প্রাথমিক ব্যালটে একটি ভেটো গণভোট প্রত্যাখ্যান করেছিল (বিস্তৃত ব্যবধানে) যা একটি নতুন মেইন অঙ্গরাজ্যের আইনকে বাতিল করতে চেয়েছিল যা কে-১২ এবং কলেজের শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা সুবিধার কর্মচারীদের জন্য বাধ্যতামূলক টিকা থেকে ধর্মীয় ও দার্শনিক ছাড়কে বাদ দিয়েছিল।[৭১]
আলাস্কার ভোটাররা সংক্ষিপ্তভাবে শীর্ষ-চারটি উন্মুক্ত প্রাথমিক এবং অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি স্তরের জন্য র্যাঙ্ক-চয়েস ভোটিং দিয়ে দলীয় মুখ্য বিষয়কে প্রতিস্থাপনের একটি উদ্যোগকে অনুমোদন করেছিল।[৭২][৭৩][৭৪][৭৫]
ফ্লোরিডায়, উন্মুক্ত "জঙ্গল প্রাথমিক" (এটিকে "টপ-টু" প্রাথমিকও বলা হয়), শীর্ষ দুই ভোটপ্রাপ্তরা দল নির্বিশেষে নভেম্বরের ব্যালটে অগ্রসর হয়) প্রতিষ্ঠার জন্য একটি প্রস্তাবিত অঙ্গরাজ্যের সাংবিধানিক সংশোধনী পরাজিত হয়েছিল; প্রয়োজনীয় তিন-পঞ্চমাংশ (৬০%) সংক্ষিপ্ত ভোটের ৫৭% ভোটে অনুমোদিত হয়েছে।[৭৬][৭৭]
ম্যাসাচুসেটসের ভোটাররা প্রশ্ন ২ প্রত্যাখ্যান করেছিল, যা ভবিষ্যত অঙ্গরাজ্য নির্বাচনের জন্য র্যাঙ্ক-চয়েস ভোটিং বাস্তবায়নের একটি উদ্যোগ এবং প্রশ্নটির বিরুদ্ধে প্রায় ৫৫% ভোট পড়েছিল।[৭৮][৭৯] ম্যাসাচুসেটসের ভোটাররা ৭৫% "হ্যাঁ" ভোটের সাথে প্রশ্ন ১-কে অনুমোদন করেছিল,[৭৯] যা নির্দিষ্ট যানবাহনগুলিকে "মেরামত করার অধিকার", ২০১২ সালের আইন এবং গ্রাহকদের টেলিমেটিক্স উপাত্ত পাওয়ার অধিকারকে সম্প্রসারিত করেছে।[৮০][৮১]
ইলিনয়ের ভোটাররা গভর্নর জে.বি. প্রিৎজকার দ্বারা সমর্থিত একটি প্রস্তাবিত অঙ্গরাজ্য সংশোধনী ইলিনয়ের নায্য করের বিরুদ্ধে ভোট দিয়েছিল, যা পাস হলে, অঙ্গরাজ্য আয়কর ব্যবস্থাকে ফ্ল্যাট কর থেকে অংশিত আয়করে পরিবর্তন করা হত।[৮২][৮৩]
জর্জিয়া বিস্তৃত ব্যবধানে ব্যালট প্রশ্ন দ্বারা কিছু বিষয় অনুমোদন করেছিল যার লক্ষ্য ছিল তাদের উদ্দিষ্ট প্রকল্পগুলির জন্য ব্যবহৃত কর এবং ফি থেকে সংগৃহীত তহবিল তৈরি করা (৮২% ভোটে পাস); আইনের অসাংবিধানিকতার অভিযোগে সার্বভৌম অনাক্রম্যতা মওকুফ করা হয়েছিল; এবং সম্পত্তি কর থেকে কিছু দাতব্য সংস্থাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।[৮৪][৮৫][৮৬][৮৭]
ফ্লোরিডা, আরকানসাস এবং নর্থ ডাকোটার ভোটাররা আইনগতভাবে উল্লেখিত ব্যবস্থাকে পরাজিত করেছিল যা নাগরিকদের ব্যালটে প্রশ্ন রাখার ক্ষমতাকে সীমাবদ্ধ বা ব্যালট ব্যবস্থার মাধ্যমে আইন প্রণয়নে প্রতিবন্ধকতা ছিল। ফ্লোরিডায়, ভোটাররা একটি ব্যবস্থাকে পরাজিত করেছিল কারণ ভোটারদের ভবিষ্যতের অঙ্গরাজ্যের সাংবিধানিক সংশোধনীগুলো দুটি ধারাবাহিক নির্বাচনে (একটি নির্বাচনের পরিবর্তে) ৬০% ভোটের দ্বারা পাস করতে হতো যাতে সংশোধনীটি গৃহীত হয়।[৮৮] নর্থ ডাকোটাতে, ভোটাররা একটি ব্যবস্থাকে পরাজিত করলে ভবিষ্যতে সফল নাগরিক-প্রবর্তিত সাংবিধানিক সংশোধনীগুলিকে আরও অনুমোদনের জন্য আইনসভায় পাঠাতে হবে, এবং যারা পরবর্তী সাধারণ নির্বাচনে আইনসভার অনুমোদন পেতে ব্যর্থ হয়েছিল তাদের উল্লেখ করবে;[৮৯] আরকানসাসে, ভোটাররা ইস্যু ৩-কে পরাজিত করে একটি ব্যবস্থার জন্য ভবিষ্যতের ব্যালট উদ্যোগগুলির প্রয়োজনে যাতে বর্তমান ১৫টি কাউন্টির পরিবর্তে ৪৫টি কাউন্টির প্রতিটি থেকে প্রয়োজনীয় পিটিশন স্বাক্ষরের অর্ধেক অর্জন করা যায় এবং উভয় কক্ষের তিন-পঞ্চমাংশ ভোট পর্যন্ত ব্যালটের উপর একটি প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী স্থাপনের জন্য আইনসভার সীমার মধ্যে উত্থাপিত হয়।[৯০]
বেশ কিছু প্রস্তাবিত গণভোট কোভিড-১৯ মহামারীর পরে গৃহীত বাধা এবং সামাজিক দূরত্ব ব্যবস্থার কারণে ব্যালটে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ওহাইওতে অঙ্গরাজ্যের প্রতি ঘন্টায় ন্যূনতম মজুরি ৮.৭০ থেকে ১৩ ডলারে উন্নীত করার একটি প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল; ওকলাহোমা ও আরকানসাসে একটি গ্যারিমান্ডারিং বিরোধী প্রচেষ্টা; এবং ভবিষ্যতের ক্যালিফোর্নিয়ার ব্যালট ব্যবস্থার জন্য বৈদ্যুতিন স্বাক্ষরের অনুমতি দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার একটি প্রচেষ্টা ছিল।[৯১]
২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি পর, মার্কিন প্রতিনিধি সভায় অঙ্গরাজ্যের প্রতিনিধিদের পুনর্বিবেচনা করা হবে, এবং মার্কিন প্রতিনিধি সভা এবং অঙ্গরাজ্য আইনসভা উভয়ই পুনঃজেলা বিন্যাসের মধ্য দিয়ে যাবে। কমিশন পুনঃজেলা বিন্যাস না করে অঙ্গরাজ্যগুলিতে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে নির্বাচিত আইনপ্রণেতা ও গভর্নররা নতুন কংগ্রেশনাল ও অঙ্গরাজ্য আইনী জেলাগুলির দৃষ্টি আকর্ষণ করবেন যা ২০২২ সালের নির্বাচনের মাধ্যমে কার্যকর হবে। অঙ্গরাজ্য সুপ্রিম কোর্টগুলিও পুনঃজেলা বিন্যাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, যেমনটি পেনসিলভানিয়া এবং ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যে প্রদর্শিত হয়েছে। এইভাবে ২০২০ সালের নির্বাচন ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্রের পুনঃজেলা বিন্যাস চক্রের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। আদালতের আদেশ বা মধ্য-দশক পুনঃজেলা বিন্যাস ব্যতীত, ২০৩০ সালে পুনঃজেলা বিন্যাসের পরবর্তী রাউন্ড শুরু না হওয়া পর্যন্ত পুনঃজেলা বিন্যাস চক্রের মধ্যে টানা জেলাগুলো বহাল থাকবে।[৯২][৯৩]
২০২০ সালের নির্বাচনে, রিপাবলিকান পার্টি বেশ কয়েকটি আইনসভা কক্ষ এবং গভর্নর পদে জয়লাভ করেছিল যা যেগুলিকে ডেমোক্র্যাটরা মূল পুনঃজেলা বিন্যাসের লক্ষ্য হিসাবে নির্বাচিত করেছিল। রিপাবলিকানরা নিউ হ্যাম্পশায়ার আইনসভার নিয়ন্ত্রণ উল্টে দিয়েছিল, মিসৌরির গভর্নরকে রক্ষা করেছিল, আইওয়া, নর্থ ক্যারোলাইনা এবং টেক্সাসের উভয় আইনসভা কক্ষের নিয়ন্ত্রণ বজায় রাখে এবং কানসাস আইনসভার উভয় কক্ষে একটি অতি-সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই অঙ্গরাজ্যগুলিতে মূল পুনঃজেলা বিন্যাসকারী প্রতিষ্ঠানগুলির দলীয় নিয়ন্ত্রণ অর্পণ করেছিল। রিপাবলিকানরা পেনসেলভানিয়া আইনসভা এবং মিনেসোটা সিনেটের নিয়ন্ত্রণও বজায় রেখেছিল, উভয় অঙ্গরাজ্যে পুনঃজেলাকরণের বিভক্ত দলীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করেছিল। উপরন্তু, ভার্জিনিয়ায় একটি গণভোট পাসের ফলে ডেমোক্রেটিক-নিয়ন্ত্রিত আইনসভা থেকে একটি স্বাধীন কমিশনে পুনঃজেলা বিন্যাস নিয়ন্ত্রণ সরিয়ে দেওয়া হয়েছিল।[৪১][৯৪] তবে নিউইয়র্কে, ডেমোক্র্যাটরা অঙ্গরাজ্য সিনেটে দুই-তৃতীয়াংশ অতি-সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবং অঙ্গরাজ্য আইনসভায় তাদের অতি-সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে, যা দলটিকে পুনজেলাকরণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়।
মেরিল্যান্ডের বাল্টিমোরের সিটি কাউন্সিলের সভাপতি ডেমোক্র্যাট ব্র্যান্ডন স্কট নির্বাচিত হয়ে বর্তমান ডেমোক্র্যাট জ্যাক ইয়ংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন যিনি একটি জনাকীর্ণ প্রাথমিকে পঞ্চম স্থানে ছিলেন।[১২৩][১২৪] ক্যালিফোর্নিয়ার স্টকটনে কেভিন লিঙ্কন এক-মেয়াদের বর্তমান মেয়র মাইকেল টুবসকে পরাজিত করেছিলেন, যিনি শহরের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন এবং ২০১৬ সালে দায়িত্বপ্রাপ্ত মেয়র অ্যান্টনি সিলভাকে ক্ষমতাচ্যুত করার সময় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে এই পদে নির্বাচিত হয়েছিলেন।[১২৫] টেক্সাসে, ডিসেম্বরে দুটি মেয়রের রান-অফ নির্বাচনে ক্ষমতাসীনরা পরাজিত হয়েছিল: কর্পাস ক্রিস্টিতে সিটি মহিলা উপদেষ্টা পলিট গুজার্দো ক্ষমতাসীন জো ম্যাককম্বকে পরাজিত করেছিলেন এবং,[১২৬] এল পাসোতে, সাবেক মেয়র অস্কার লিজার এক-মেয়াদের মেয়র ডি মারগোকে পরাজিত করেছিলেন।[১২৭] মিনেসোটার ইলিতে, এরিক উরবাস তিন-মেয়াদের বর্তমান মেয়র চাক নোভাককে পরাজিত করেছিলেন, যদিও উরবাস আগস্টে নির্বাচনী দৌড় থেকে বাদ পড়েছিলেন।[১২৮] কেন্টাকির র্যাবিট হ্যাশে, ৬ মাস বয়সী ফরাসি বুলডগ উইলবার বিস্ট দ্বারা দায়িত্বপ্রাপ্ত ব্রাইনেথ পলট্রোকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।[১২৯] শহরে কখনোই একজন মানব মেয়র ছিল না; পলট্রক একটি পিট বুল টেরিয়ার।
এক ডজনেরও বেশি শহর ও কাউন্টি পুলিশ সংস্কার এবং জবাবদিহিমূলক ব্যবস্থার উপর ভোট দিয়েছে, যার মধ্যে রয়েছে গণভোট সহ নতুন পুলিশ বেসামরিক পর্যালোচনা বোর্ড তৈরি করা, বিদ্যমান বোর্ডগুলির তত্ত্বাবধানের ক্ষমতা জোরদার করা (যেমন তলবনামা ক্ষমতা প্রদান), পুলিশের বলপ্রয়োগের ঘটনার পর জনসাধারণের সম্মুখে বডি-ক্যামেরা ভিডিও প্রকাশের প্রয়োজন, এবং সম্প্রদায়ের উদ্যোগে পুলিশ তহবিল বরাদ্দ করা।[১৩১] ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড, সান ফ্রান্সিসকো, সান দিয়েগো, সান জোসে এবং সোনোমা কাউন্টি; ওয়াশিংটনের কিং কাউন্টি; ওরেগনের পোর্টল্যান্ড; টেক্সাসের কাইল; এবং পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও পিট্সবার্গে ব্যবস্থা সহ বেশিরভাগ ব্যালট প্রশ্ন পাস হয়েছিল।[১৩১]
ওয়াশিংটন, ডি.সি.-র ভোটাররা ছায়া সিনেটর পল স্ট্রসকে পুনর্নির্বাচিত এবং ওয়ে ওওলেওয়াকে এর ছায়া প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল। ডি.সি. অঙ্গরাজ্যের জন্য এই ছায়া পদগুলো নিয়ে কংগ্রেসকে তদবির করার জন্য অভিযুক্ত করা হয়েছিল।[১৩২]
ডি.সি. ভোটাররা উদ্যোগ ৮১ অনুমোদন করেছিল, এটি একটি উদ্যোগ যা সাইলোসাইবিন মাশরুম, পিয়োট এবং আয়ুয়াস্কা সহ এনথিওজেন (সাইকেডেলিক্স) এর বিরুদ্ধে আইন প্রয়োগকে[১৩২][১৩৩] "মেট্রোপলিটন পুলিশ বিভাগের সর্বনিম্ন আইন প্রয়োগকারী অগ্রাধিকারের মধ্যে" হিসাবে মনোনীত করেছে।[১৩৪] এই প্রস্তাব ৭৬ শতাংশ ভোট পেয়ে পাস হয়েছিল।[১৩৫]
বেশ কয়েকটি আদিবাসী আমেরিকান উপজাতীয় সরকার ২০২০ সালে উপজাতীয় নেতৃত্বের জন্য নির্বাচন করেছিল। দেশের অন্যান্য নির্বাচনের মতো করোনাভাইরাস মহামারীর কারণে অনেক নির্বাচন ব্যাহত হয়েছিল, যার ফলে প্রাথমিক বিলম্বিত হয়েছিল এবং কিছু ভোট ব্যক্তি থেকে পোস্টাল-এ স্থানান্তরিত করা হয়েছিল।
বার্নাডিন বার্নেট ফোর্ট ম্যাকডোয়েল ইয়াভাপাই জাতির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত;[১৩৬] অ্যারন এ পেমেন্ট সল্ট স্টে মারি চিপ্পেওয়া ইন্ডিয়ানের উপজাতীয় চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত;[১৩৭] তেহাসি হিল উইসকনসিনের ওনিডা জাতির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত;[১৩৮] ক্যাথি চ্যাভার্স চিপ্পেওয়ার বোইস ফোর্ট ব্যান্ডের উপজাতীয় সভাপতি পদে পুনর্নির্বাচিত;[১৩৯] টেরি পার্টন উইচিটা ও সংসৃষ্ট আদিবাসীর সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত;[১৪০] লরেন্স "উডি" উইডমার্ক আলাস্কার সিটকা আদিবাসীর উপজাতীয় চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত;[১৪১] এবং দায়িত্বপ্রাপ্ত আদিবাসী প্রধান ডোনাল্ড (ডক) স্লিটার কুস, লোয়ার উম্পকোয়া এবং সিয়াসলাও ইন্ডিয়ান্সের মিত্র আদিবাসীদের নেতৃত্ব দেওয়ার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছিলেন।[১৪২] স্টেফানি ব্রায়ান, প্রথম মহিলা যিনি ক্রিক ইন্ডিয়ান্সের পোর্চ ব্যান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি পুনঃনির্বাচনেও জয়ী হয়েছিলেন।[১৪৩] চেরোকি ইন্ডিয়ানসের ইউনাইটেড কিটোওয়াহ ব্যান্ডের বর্তমান আদিবাসী প্রধান জো বাঞ্চকে অভিশংসিত করা হয়েছিল তবে তাকে ২০২০ সালের জানুয়ারিতে অফিস থেকে অপসারণ করা হয়নি,[১৪৪] এবং পুনর্নির্বাচিত হয়েছিলেন।
একটি রান-অফ নির্বাচনে সাবেক দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্যের সিনেটর কেভিন কিলার বর্তমান ওগলালা লাকোটা আদিবাসীর সভাপতি জুলিয়ান রানিং বিয়ারকে পরাজিত করেছিলেন, যিনি সেপ্টেম্বরে অভিশংসনের প্রচেষ্টায় টিকে যাওয়ার পরে একক ভোটে রান-অফ করেছিলেন।[১৪৫][১৪৬][১৪৭]ক্রো জাতি সিনেটর ফ্র্যাঙ্ক হোয়াইট ক্লে বর্তমান উপজাতীয় চেয়ারম্যান এজে নট অ্যাফ্রেইড জুনিয়রকে পরাজিত করেছিলেন।[১৪৮] ক্রিস্টোফার পিটার্স বর্তমান চেয়ারম্যান আর্নল্ড কুপারকে পরাজিত করে স্কোয়াক্সিন দ্বীপ আদিবাসীর উপজাতীয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন,[১৪৯] এবং জোসেফ টালি বাইর্ড দীর্ঘদিনের কোয়াপাও নেশন বিজনেস কমিটির চেয়ারম্যান জন বেরে-কে পরাজিত করেছিলেন।[১৫০] ডুরেল কুপার ওকলাহোমার অ্যাপাচি আদিবাসীর বর্তমান চেয়ারম্যান ববি কমার্ডলিকে পরাজিত করেছিলেন।[১৫১] ওয়াল্টার আর. ইকো-হুক পূর্ববর্তী সভাপতি জেমস হোয়াইটশার্টকে ২০২০ সালের এপ্রিলে প্রত্যাহার করার পর ওকলাহোমা বিজনেস কাউন্সিল[১৫২] এর পাওনি আদিবাসীর সভাপতির জন্য একটি বিশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।[১৫৩] কিথ অ্যান্ডারসনকে অবসরপ্রাপ্ত চার্লি ভিগের স্থলাভিষিক্ত করে শাকোপি মেদেওয়াকান্তন সিওক্স সম্প্রদায়ের উপজাতীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল।[১৫৪]
তিনটি মিনেসোটা চিপ্পেওয়া আদিবাসী ব্যান্ডের প্রার্থীরা জুনের প্রাথমিকে ৫০% এর বেশি ভোটে জিতেছিল যা সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তা দূর করে: ওজিবওয়ের লিচ লেক ব্যান্ডের বর্তমান উপজাতীয় সভাপতি ফ্যারন জ্যাকসন সিনিয়র,[১৫৫] হোয়াইট আর্থ নেশনের বর্তমান প্রধান নির্বাহী মাইকেল ফেয়ারব্যাঙ্কস,[১৫৬] এবং গ্র্যান্ড পোর্টেজ ইন্ডিয়ান রিজার্ভেশনের আহ্বায়ক ববি দেশচ্যাম্প, যিনি বর্তমান উপজাতীয় সভাপতি বেথ ড্রস্টকে পরাজিত করেছিলেন।[১৫৭]
উত্তরাঞ্চলীয় চেয়েনের ভোটাররা উপজাতীয় কাউন্সিলে পাঁচজন নারীকে নির্বাচিত করার পাশাপাশি ডোনা মেরি ফিশারকে উপজাতীয় সভাপতি এবং সেরেনা ওয়েথারল্টকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন। এই প্রথম নারীরা উত্তরাঞ্চলীয় চেয়েন উপজাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।[১৫৮]
মার্চ মাসে, ওগলালা লাকোটা আদিবাসী একটি গণভোটের অনুমোদন দিয়েছিল যা চিকিৎসা এবং বিনোদনমূলক গাঁজা এবং সেইসঙ্গে পাইন রিজ রিজার্ভেশনের প্রেইরি উইন্ড ক্যাসিনোতে অ্যালকোহল বিক্রির অনুমতি দেয় এমন একটি গণভোটের বিরোধিতা করেছিল।[১৫৯]
জুলাই মাসে, উইসকনসিনের ওনিডা জাতি ভোটাররা একটি দীর্ঘ পরিসরের ওনিডা ভাষা উদ্যোগকে সমর্থন করে একটি গণভোটের অনুমোদন করেছিল।[১৩৮]
অক্টোবরে, ইউরোক আদিবাসী সংক্ষিপ্তভাবে উপজাতীয় জমিতে একটি গাঁজার বাজার প্রতিষ্ঠার সমর্থনে একটি গণভোট অনুমোদন করেছিল।[১৬০]
সামাজিক দূরত্ব কার্যকর করতে সহায়তা করার জন্য অনেক অঙ্গরাজ্য ২০২০ সালের প্রাথমিক নির্বাচন এবং নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য অনুপস্থিত ব্যালট ও ডাকযোগে ভোট বিকল্পগুলো সম্প্রসারিত করেছিল।[১৬৪] আলাস্কা ও হাওয়াইতে ডেমোক্রেটিক প্রাথমিক এবং মেরিল্যান্ডের সপ্তম কংগ্রেশনাল জেলার বিশেষ নির্বাচন সহ বেশ কয়েকটি নির্বাচন শুধুমাত্র ডাক ব্যালটের মাধ্যমে পরিচালিত হয়েছিল।[১৬২]
২০২০ সালের নির্বাচনে যখন মহামারী বেশ কয়েকটি বিষয়কে প্রভাবিত করছিল, তখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার ইলেকশন নাইট পার্টি আয়োজন করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। হাউসের দুই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প পূর্ব রুমে প্রায় ৪০০ জনের একটি বড় ইনডোর পার্টির পরিকল্পনা করেছিলেন। পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে ট্রাম্প হোটেলকে প্রথমে স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তবে করোনভাইরাস বিধিনিষেধের কারণে এটি ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে পরে এটি পরিবর্তন করা হয়েছিল।[১৬৫][১৬৬]
অনেক অঙ্গরাজ্য কোভিড-১৯ মহামারীর মধ্যে প্রাথমিক ভোটদানের নিয়মগুলো শিথিল করার সাথে সাথে ২০২০ সালের নির্বাচনে প্রাথমিক ভোটদানের একটি অভূতপূর্ব হার দেখা গেছে।[১৬৭] ২৬ অক্টোবরের মধ্যে, নির্বাচনের আট দিন বাকি থাকতেই সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ২০১৬ সালের মোট প্রাথমিক ভোট [১৬৮] গ্রহণ করা হয়েছিল। সব মিলিয়ে, ২০১৬ সালের প্রায় ৫৭ মিলিয়ন প্রাথমিক ভোটের তুলনায় প্রায় ১০০ মিলিয়ন ভোটার প্রাথমিক ভোট দিয়েছিলেন।[১৬৯] ডেমোক্র্যাটরা অসামঞ্জস্যপূর্ণভাবে ডাকের মাধ্যমে ভোট দিয়েছিল, পক্ষান্তরে রিপাবলিকানদের ব্যক্তিগতভাবে অধিক ঘন ঘন ভোট দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল।[১৬৭]
২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রায় ১৩৭ মিলিয়ন ভোটের তুলনায় ২০২০ সালের নির্বাচনে মাত্র ১৬০ মিলিয়নেরও কম লোক ভোট দিয়েছিল। মাইকেল ম্যাকডোনাল্ডের মতে, ২০২০ সালে প্রায় ৬৭ শতাংশ ভোটার যোগ্য মানুষ ভোট দিয়েছিল,
যা ১৯০০ সালের নির্বাচনের পর ভোটারদের অংশগ্রহণের সর্বোচ্চ হার।[১৭০][১৭১] ২০২০ সালের নির্বাচনে ঊনবিংশ সংশোধনী অনুমোদনের পর থেকে যোগ্য জনসংখ্যাকে ভোট দিয়ে ভোটারদের অংশগ্রহণের সর্বোচ্চ হার দেখা গেছে, যা লিঙ্গের ভিত্তিতে ভোট দেওয়ার অধিকার অস্বীকার করাকে নিষিদ্ধ করে, ১৯৬৫ সালের ভোটাধিকার আইন যা ভোটদানে জাতিগত বৈষম্যকে নিষিদ্ধ করে এবং ২৬তম সংশোধনী যা কার্যকরভাবে জাতীয় ভোটের বয়স ২১ থেকে ১৮-তে নামিয়ে এনেছে।[১৭২][১৭৩]
২০১৯ সালে পরিচালিত একটি জরিপে ৫৯% উত্তরদাতারা অভিমত ব্যক্ত করেছেন যে, তারা "মার্কিন নির্বাচনের নিরপেক্ষতা" নিয়ে আস্থাশীল নন।[১৭৪] ২০২০ সালের আগস্টে একটি জরিপে, ৪৯% উত্তরদাতারা বলেছিলেন যে, তারা আশা করছেন যে ভোট দেওয়া "কঠিন" হবে, যা ২০১৮ সালে ১৫% থেকে বেড়েছে; ৭৫% রিপাবলিকান, কিন্তু অর্ধেকেরও কম ডেমোক্র্যাট সুনিশ্চিত ছিল যে নির্বাচন "সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে"।[১৭৫] ২০২০ সালের অক্টোবরের একটি জরিপে, ৪৭% উত্তরদাতারা এই বক্তব্যের সাথে একমত নন যে নির্বাচন "সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে", ৫১% "মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধভাবে নির্বাচিত রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে সাধারণত একমত" হতে পারেনি;[১৭৬] ৫৬% বলেছিলেন, তারা আশা করছেন যে, 'নির্বাচনের ফলে সহিংসতা বৃদ্ধি পাবে'।[১৭৬] ২০২০ সালের সেপ্টেম্বরে জরিপে অংশ নেওয়া ৪৯% কলেজ শিক্ষার্থী বলেছিলেন যে, নির্বাচন "সুষ্ঠু ও উন্মুক্ত" হবে না, ৫৫% বলেছিলেন যে "এটি ভালভাবে পরিচালিত হবে না", এবং ৮১% বলেছিলেন যে "ভোটারদের চেয়ে নির্বাচনী ফলাফলের উপর বিশেষ স্বার্থ গোষ্ঠীর প্রভাব বেশি"।[১৭৭]
২০২০ সালের অক্টোবরের এক জরিপে দেখা যায়, প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৮ জনই ভুল তথ্যকে একটি "প্রধান সমস্যা" বলে মনে করেন;[১৭৮] ট্রাম্প সমর্থকদের চেয়ে বাইডেন সমর্থকদের সংবাদ মাধ্যম এবং তাদের প্রার্থীর বার্তাকে বিশ্বাস করার সম্ভাবনা বেশি ছিল।[১৭৮][১৭৯]
কর্তৃত্ববাদের বিশেষজ্ঞ ইতিহাসবিদ টিমোথি স্নাইডার, বলেছেন যে "এটাকে শুধু নির্বাচন বলে কথা না বলাই গুরুত্বপূর্ণ। এটি একটি অভ্যুত্থানের কর্তৃত্ববাদী ভাষা দ্বারা বেষ্টিত একটি নির্বাচন। […] [ট্রাম্প] মোটামুটি নিশ্চিত যে তিনি নির্বাচনে জিতবেন না, [কিন্তু] তিনি অফিস ছাড়তে চান না।" স্নাইডারের মতে, ট্রাম্পের "কর্তৃত্ববাদী প্রবৃত্তি" কাটিয়ে উঠতে বিরোধী দলকে "নির্বাচনে জিততে হবে এবং নির্বাচনের পরও জিততে হবে।"[১৮০]
রাষ্ট্রবিজ্ঞানী গ্যারি সি. জ্যাকবসনের মতে, "২০২০ সালের নির্বাচন মার্কিন নির্বাচনী রাজনীতিতে বেশ কিছু দীর্ঘমেয়াদী প্রবণতাকে সম্প্রসারিত করেছে যা এককভাবে বিভক্ত ব্যক্তি এবং ডোনাল্ড জে. ট্রাম্পের অধ্যক্ষতা দ্বারা নতুন চরমে চালিত হয়েছিল। নির্বাচনের ধারাবাহিকতা, দলীয় আনুগত্য, জাতীয়করণ, মেরুকরণ এবং ডাউন-ব্যালট ভোট পছন্দের উপর রাষ্ট্রপতির প্রভাবের জন্য এই নির্বাচন নতুন রেকর্ড স্থাপন করেছে, যেখানে স্থানীয় কারণগুলো যেমন ক্ষমতা, প্রার্থীর গুণমান এবং প্রচারাভিযানের ব্যয় কংগ্রেসের নির্বাচনের ফলাফলে খুব কমই নিবন্ধিত হয়েছে।"[১৮১]
প্রচারাভিযানের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল কোভিড-১৯ মহামারী, স্বাস্থ্যসেবা, অর্থনীতি, বর্ণবাদ এবং গর্ভপাত।[১৮২] ডেমোক্র্যাটরা করোনভাইরাসে অর্থনৈতিক ত্রাণ ও জনস্বাস্থ্য ব্যবস্থা যেমন যোগাযোগের নকশা, মুখে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্বের উপর গুরুত্বারোপ করেছিল, অন্যদিকে রিপাবলিকানরা করোনভাইরাসকে গুরুত্বহীন মনে করেছিল,[১৮৩] নির্বাচনের আগে করোনভাইরাস অর্থনৈতিক ত্রাণ আলোচনা বাদ দিয়েছিল,[১৮৪][১৮৫][১৮৬] এবং করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় ঢিলেঢালা জনস্বাস্থ্য ব্যবস্থার পক্ষে পরামর্শ দিয়েছিল।[১৮৭] ট্রাম্প নিজেই করোনাভাইরাসের তীব্রতা আছে এমন অঞ্চলসহ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে অংশগ্রহণকারীরা মাস্ক পরেনি এবং সামাজিক দূরত্বও বজায় রাখেননি; একই সময়ে, তিনি যারা মুখে মাস্ক পরেছিলেন তাদের উপহাস করেছিলেন।[১৮৮][১৮৯][১৯০]
রিপাবলিকান পার্টি নির্বাচনের জন্য এর নীতিগত অবস্থানের একটি ব্যাপক কর্মসূচি প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছিল; ২০২০ সালের কর্মসূচিটি ছিল এক পৃষ্ঠার একটি প্রস্তাবনা যাতে বলা হয়েছিল যে দলটি "রাষ্ট্রপতির আমেরিকা-প্রথম এজেন্ডাকে উৎসাহের সাথে সমর্থন করে আসছে এবং চালিয়ে যাবে"।[১৯১] ডেমোক্রেটরা সাশ্রয়ী মূল্যের যত্ন আইন রক্ষা এবং সম্প্রসারণ করার জন্য প্রতিযোগিতায় ছিল, অন্যদিকে রিপাবলিকানরা প্রাক-বিদ্যমান অবস্থার সাথে ব্যক্তি সুরক্ষাকে বিপন্ন করার জন্য সমালোচনা করেছিল।[১৯২][১৯৩] রিপাবলিকানরা সাধারণত স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলির উপর গুরুত্বারোপ করেনি, কারণ সাশ্রয়ী মূল্যের যত্ন আইনের বিরুদ্ধে তাদের বিরোধিতা ২০২০ সালের মধ্যে একটি রাজনৈতিক দায় হয়ে উঠেছিল, কারণ আইনটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল।[১৯৩][১৯৪]
পরিবেশের বিষয়ে ডেমোক্র্যাটরা পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদান সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার পরিকল্পনার প্রস্তাব করেছিল, অন্যদিকে রিপাবলিকানরা তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছিল।[১৯৫]
নির্বাচনী প্রচারণার সময়, ডেমোক্র্যাটরা ফৌজদারি বিচার সংস্কারের আহ্বান জানিয়েছিল এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় পদ্ধতিগত বর্ণবাদ কমানোর প্রয়োজনীয়তার কথা বলেছিল।[১৯৬][১৯৭] রিপাবলিকানরা একটি "আইন ও শৃঙ্খলা" এবং পুলিশ-পন্থী বার্তার উপর প্রতিযোগিতা করেছল।[১৯৮][১৯৯] যদিও অনেক জাতিতে ডেমোক্র্যাটরা মধ্যপন্থী ছিল, রিপাবলিকানরা তাদের চরমপন্থী বা গোপন "সমাজবাদী" হিসাবে ফুটিয়ে তুলেছিল যারা ফৌজদারি বিচার বা জলবায়ু আইন সম্পর্কে মৌলবাদী মতামত পোষণ করতো।[১৯৮]
নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প এবং তার মিত্রদের বক্তৃতাকে মিথ্যার ঘন ঘন ব্যবহার এবং ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের প্রচার হিসাবে চিহ্নিত করা হয়েছে।[২০০][২০১][২০২] নির্বাচনের পূর্বে রিপাবলিকানরা ভোটাধিকারের উপর আক্রমণ করেছিল এবং ভোটার জালিয়াতির বিষয়ে মিথ্যা প্রচার করেছিল।[২০৩][২০৪][২০৫][২০৬] ট্রাম্প নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান।[২০৭] যদিও সিনিয়র রিপাবলিকানরা ব্যক্তিগতভাবে ট্রাম্পের বক্তৃতাকে প্রত্যাখ্যান করেছিলেন তবে তারা প্রকাশ্যে তাকে তিরস্কার করতে অস্বীকার করেছিলেন।[২০৮]
অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং যুক্তরাষ্ট্রীয় ফলাফলের সারণী
এই ছকে ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্য ও অঞ্চলের রাষ্ট্রপতি, কংগ্রেস, গর্ভনর এবং অঙ্গরাজ্য আইনসভা পদের দলীয় ফলাফল দেখানো হয়েছে। পাঁচটি অঞ্চল এবং ওয়াশিংটন ডি.সি. মার্কিন সিনেটের সদস্যদের নির্বাচন করে না এবং অঞ্চলগুলো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় না; পরিবর্তে, তারা প্রত্যেকে হাউসের একজন ভোটবিহীন সদস্য নির্বাচন করে। নেব্রাস্কার এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং আমেরিকান সামোয়ার গভর্নরশিপ ও আইনসভা নির্দলীয় ভিত্তিতে নির্বাচিত হয় এবং তাই রাজনৈতিক দলের অধিভুক্তি তালিকাভুক্ত নয়।
↑ কখ২০২১ সালের ২০ জানুয়ারি উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখবে। তবে, ২০২১ সালের ৫ জানুয়ারি জর্জিয়ায় অনুষ্ঠিতব্য অবশিষ্ট দুইটি আসনের নির্বাচনে জয়লাভ করলে ডেমোক্রেটরা ২০ জানুয়ারি সিনেটের নিয়ন্ত্রণ নেবে।[১][২][৩]
↑রিপাবলিকানরা আলাস্কার প্রতিনিধি পরিষদেও নিয়ন্ত্রণ নিতে পারে।
↑৪৮টি রাজ্যব্যাপী নির্বাচনে জয়ী প্রার্থী রাজ্যের সকল ইলেকটোরাল ভোট লাভ। কিন্তু দুইটি রাজ্য, মেইনে এবং নেব্রাস্কায় রাজ্যব্যাপী ভোটে বিজয়ী দুইটি ইলেকটোরাল ভোট লাভ করে ও অন্যান্য ভোটগুলো তাদের কংগ্রেসীয় জেলার বিজয়ীদের জন্য বরাদ্দ করে।
↑কোনো প্রার্থীই ইলেকটোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারলে, হাউজ অব রিপ্রেজেনটেটিভস দলীয় নির্বাচনের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করতো।
↑যুক্তরাষ্ট্রীয় আইন অনুসারে, ক্যাম্পেইনের জন্য ৫ হাজার ডলার তুলে বিবৃতি না দিলে, কেউ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী বিবেচিত হন না। কাজেই তালিকাভুক্ত সবাই প্রার্থিতার এই সীমায় পৌঁছাতে সক্ষম হন না।[১৫]
↑ কখSome or all of the legislative chambers not holding regularly-scheduled elections in 2020 may nonetheless hold special elections in 2020.
↑This column reflects the individual who won a plurality of the state's popular vote in the 2020 presidential election.
↑Republicans won a majority of seats in the state house, but it is not yet clear whether they will organize as the majority caucus in the next session of the Alaska legislature.[২১১]
↑ কখOne of Maine's senators, Susan Collins, is a Republican. The other senator from Maine, Angus King, is an independent who has caucused with the Democrats since taking office in 2013.
↑Three of Maine's four electoral votes have been called for Biden, while the remaining electoral vote has been called for Trump.
↑Four of Nebraska's electoral votes have been called for Trump, while one of its electoral votes has been called for Biden.
↑ কখOne of Vermont's senators, Patrick Leahy, is a Democrat. The other senator from Vermont, Bernie Sanders, was elected as an independent and has caucused with the Democrats since taking office in 2007.
↑Prior to the 2020 Senate elections, the Democratic Senate caucus consisted of 45 Democrats and two independents.
↑ কখগঘWashington, D.C., does not elect a governor or state legislature, but it does elect a mayor and a city council.
↑Although elections for governor of American Samoa are non-partisan, Governor Lolo Matalasi Moliga has affiliated with the Democratic Party at the national level since re-election in 2016.
↑Although elections for governor of American Samoa are non-partisan, Governor Lemanu Peleti Mauga affiliates with the Democratic Party at the national level.
↑ কখThe Northern Mariana Islands' delegate to Congress, Gregorio Sablan, was elected as an Independent and has caucused with the Democrats since taking office in 2009.
↑Republicans hold a nominal majority in the Northern Mariana Islands House of Representatives with nine seats, but Democrats won eight seats in the 2020 elections. Of the three independents in the House, two caucus with the Democrats and one with the Republicans, leaving the House tied at 10–10. With five seats, Republicans maintained control of the Northern Mariana Islands Senate where a Democrat won one seat in 2020 and independents hold the remaining three seats.
↑Puerto Rican Governor Wanda Vázquez Garced, who became governor after Pedro Pierluisi's succession of Ricardo Rosselló was deemed unconstitutional, is as a member of the Puerto Rican New Progressive Party, but affiliates with the Republican Party at the national level.
↑ কখPuerto Rico's Resident Commissioner, Jenniffer González, was elected as a member of the New Progressive Party and has caucused with the Republicans since taking office in 2017.
↑Puerto Rican Governor-elect Pedro Pierluisi is a member of the Puerto Rican New Progressive Party, but affiliates with the Democratic Party at the national level.
↑Siders, David; Kumar, Anita; Cadelago, Christopher (নভেম্বর ৭, ২০২০)। "Biden wins"। Politico। নভেম্বর ৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৭, ২০২০।
↑Brufke, Juliegrace (আগস্ট ২৬, ২০১৯)। "GOP Rep. Sean Duffy resigning from Congress"। The Hill। Washington, D.C.। সেপ্টেম্বর ১৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৯।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑Rabinowitz, Kate; Still, Ashlyn। "Democrats are dominating state-level races"। The Washington Post। নভেম্বর ১৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৭, ২০১৯।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"2020 ballot measures"। Ballotpedia। আগস্ট ২, ২০২০। আগস্ট ৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২০।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑Andrew Kenneson (নভেম্বর ১৬, ২০২০)। "Ballot Measure 2 holds slim lead"। Kodiak Daily Mirror। নভেম্বর ১৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০২০।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑Mayer, Steven (মার্চ ৪, ২০২০)। "Goh secures victory in mayor's race"। The Californian। Bakersfield, California। মার্চ ৫, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০২০।
↑Ellis, Rebecca (নভেম্বর ৩, ২০২০)। "Portland Mayor Ted Wheeler wins second term"। Oregon Public Broadcasting। Portland, Oregon। নভেম্বর ১৫, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১২, ২০২০।
↑Garrick, David (নভেম্বর ৯, ২০২০)। "Bry concedes San Diego mayor's race to Gloria"। The San Diego Union-Tribune। San Diego, California। নভেম্বর ৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১২, ২০২০।
↑"2020 General Election Results"(পিডিএফ)। Bois Forte General Election Board। আগস্ট ১৮, ২০২০। সেপ্টেম্বর ১৩, ২০২০ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২, ২০০২।
↑"Official Election Results"। Squaxin Island Tribe Election Committee। জুলাই ২৫, ২০২০। নভেম্বর ১৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২০।
↑Ellis, Dale (আগস্ট ২, ২০২০)। "New leader elected to Quapaw Nation"। Arkansas Democrat Gazette। Little Rock, Arkansas। সেপ্টেম্বর ১৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২০।