![]() ২০১৮ সালে অস্ট্রিয়ার হয়ে আরনাউতোভিচ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৯ এপ্রিল ১৯৮৯ | ||
জন্ম স্থান | ভিয়েনা, অস্ট্রিয়া | ||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
জার্সি নম্বর | ৮ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৩, ১৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মার্কো আরনাউতোভিচ (সার্বীয়: Марко Арнаутовић, ইংরেজি: Marko Arnautović; জন্ম: ১৯ এপ্রিল ১৯৮৯) হলেন একজন অস্ট্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭ সালে, আরনাউতোভিচ অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৮ সালে অস্ট্রিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১০ ম্যাচে ৩৬টি গোল করেছেন।
মার্কো আরনাউতোভিচ ১৯৮৯ সালের ১৯শে এপ্রিল তারিখে অস্ট্রিয়ার ভিয়েনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[৩]
আরনাউতোভিচ অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৯ এবং অস্ট্রিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করেছেন। অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৯ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।[৪]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
অস্ট্রিয়া | ২০০৮ | ৩ | ০ |
২০০৯ | ২ | ০ | |
২০১০ | ৩ | ৩ | |
২০১১ | ৮ | ২ | |
২০১২ | ৭ | ২ | |
২০১৩ | ৯ | ০ | |
২০১৪ | ৮ | ০ | |
২০১৫ | ৮ | ৩ | |
২০১৬ | ১২ | ৩ | |
২০১৭ | ৭ | ৩ | |
২০১৮ | ১০ | ৪ | |
২০১৯ | ৮ | ৬ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ৯ | ৬ | |
২০২২ | ১০ | ২ | |
২০২৩ | ৪ | ২ | |
সর্বমোট | ১১০ | ৩৬ |