ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মার্কো ভেররাত্তি[১] | ||||||||||||||||
জন্ম | ৫ নভেম্বর ১৯৯২ | ||||||||||||||||
জন্ম স্থান | পেস্কারা, ইতালি | ||||||||||||||||
উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)[২] | ||||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | পারি সাঁ-জেরমাঁ | ||||||||||||||||
জার্সি নম্বর | ৬ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০০–২০০১ | মানোপ্পেল্লো | ||||||||||||||||
২০০১–২০০৬ | মানোপ্পেল্লো আরাবোনা | ||||||||||||||||
২০০৬–২০০৮ | পেস্কারা | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৮–২০১২ | পেস্কারা | ৭৪ | (২) | ||||||||||||||
২০১২– | পারি সাঁ-জেরমাঁ | ২২৩ | (৫) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১০–২০১১ | ইতালি অনূর্ধ্ব-১৯ | ৪ | (০) | ||||||||||||||
২০১১–২০১২ | ইতালি অনূর্ধ্ব-২০ | ৪ | (০) | ||||||||||||||
২০১২–২০১৩ | ইতালি অনূর্ধ্ব-২১ | ৭ | (০) | ||||||||||||||
২০১২– | ইতালি | ৪০ | (৩) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:১৮, ৭ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:১৮, ৭ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মার্কো ভেররাত্তি (ইতালীয়: Marco Verratti, ইতালীয় উচ্চারণ: [ˈmarko verˈratti]; জন্ম: ৫ নভেম্বর ১৯৯২) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০০০–০১ মৌসুমে, ইতালীয় ফুটবল ক্লাব মানোপ্পেল্লোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ভেররাত্তি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মানোপ্পেল্লো আরাবোনা এবং পেস্কারার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৮–০৯ মৌসুমে, ইতালীয় ক্লাব পেস্কারার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; পেস্কারার হয়ে তিনি ৭৪ ম্যাচে ২টি গোল করেছেন। ২০১২–১৩ মৌসুমে, তিনি প্রায় ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পেস্কারা হতে ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁয় যোগদান করেছেন।[৩]
২০১০ সালে, ভেররাত্তি ইতালি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪০ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৮) এবং ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগতভাবে, ভেররাত্তি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১২ সালে ব্রাভো পুরস্কার এবং ২০১৫ সালে পাল্লোনে আজ্জুররো পুরস্কার জয় অন্যতম।[৪][৫] দলগতভাবে, ভেররাত্তি এপর্যন্ত ২৮টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি পেস্কারার হয়ে এবং ২৭টি পারি সাঁ-জেরমাঁর হয়ে জয়লাভ করেছেন।
মার্কো ভেররাত্তি ১৯৯২ সালের ৫ই নভেম্বর তারিখে ইতালির পেস্কারায় জন্মগ্রহণ করেছেন এবং লাকুইলায় তার শৈশব অতিবাহিত করেছেন। শৈশবে তিনি ইয়ুভেন্তুসের ভক্ত ছিলেন এবং ইয়ুভেন্তুসের ইতালীয় আন্তর্জাতিক আক্রমণভাগের খেলোয়াড় আলেসসান্দ্রো দেল পিয়েরোকে নিজের আদর্শ মানতেন।[৬] ভেররাত্তির প্রতিভা অল্প বয়সেই পরিলক্ষিত হয়েছিল এবং তাকে আতালান্তা এবং ইন্টার মিলানের যুব একাডেমিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার স্থানীয় ক্লাব ৫,০০০ ইউরোর বিনিময়ে পেস্কারায় যোগদান করেছিলেন। এসি মিলানের বিরুদ্ধে পেস্কারা অনূর্ধ্ব-১৬ দলের হয়ে চিত্তাকর্ষক খেলা প্রদর্শনের পর লোম্বার্দির ক্লাবটি ভেররাত্তিকে স্বাক্ষর করার জন্য ৩,০০,০০০ ইউরোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি পেস্কারায় থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন।[৬]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইতালি | ২০১২ | ২ | ০ |
২০১৩ | ২ | ১ | |
২০১৪ | ৬ | ০ | |
২০১৫ | ৫ | ০ | |
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ৫ | ০ | |
২০১৮ | ৫ | ০ | |
২০১৯ | ৭ | ২ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ২ | ০ | |
সর্বমোট | ৪০ | ৩ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ৬ ফেব্রুয়ারি ২০১৩ | ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম, নেদারল্যান্ডস | নেদারল্যান্ডস | ১–১ | ১–১ | প্রীতি ম্যাচ | [৭][৮] |
২ | ২৬ মার্চ ২০১৯ | এন্নিও তারদিনি স্টেডিয়াম, পারমা, ইতালি | লিশটেনস্টাইন | ২–০ | ৬–০ | উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্ব | [৯][১০] |
৩ | ১১ জুন ২০১৯ | ইয়ুভেন্তুস স্টেডিয়াম, তুরিন, ইতালি | বসনিয়া ও হার্জেগোভিনা | ২–১ | ২–১ | [১১][১২] |