মার্গারেট হুইটম্যান | |
---|---|
![]() Whitman speaks at the Tech Museum in San Jose, California, February 17, 2009 | |
জন্ম | মার্গারেট কুশিং হুইটম্যান ৪ আগস্ট ১৯৫৬ |
মাতৃশিক্ষায়তন | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (বিএ) হার্ভার্ড বিজনেস স্কুল (এমবিএ) |
পেশা | হিউলেট-প্যাকার্ড এর প্রেসিডেন্ট এবং সিইও |
রাজনৈতিক দল | Republican |
দাম্পত্য সঙ্গী | Griffith Rutherford Harsh IV (1980-present) |
সন্তান | Two sons |
মার্গারেট কুশিং হুইটম্যান একজন মার্কিন ব্যবসা নির্বাহী। তিনি হিউলেট-প্যাকার্ড এর প্রেসিডেন্ট এবং সিইও।
হুইটম্যান ১৯৫৬ সালের ৪ অগাস্ট নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হার্বারে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৭৭ সালে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ১৯৭৯ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে তিনি সিনসিনাটিতে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল এর ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)