মার্জরি মেইন | |
---|---|
Marjorie Main | |
![]() | |
জন্ম | ম্যারি টমলিনসন ২৪ ফেব্রুয়ারি ১৮৯০ অ্যাক্টন, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | এপ্রিল ১০, ১৯৭৫ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
সমাধি | ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, হলিউড হিলস |
পেশা | অভিনেত্রী, গায়িকা |
কর্মজীবন | ১৯১৬-১৯৫৯ |
দাম্পত্য সঙ্গী | স্ট্যানলি ল্যফেভ্র ক্রেবস (বি. ১৯২১; মৃ. ১৯৩৫) |
ম্যারি টমলিনসন (২৪ ফেব্রুয়ারি ১৮৯০ - ১০ এপ্রিল ১৯৭৫), যিনি মার্জরি মেইন নামে পরিচিতি, ছিলেন একজন মার্কিন চরিত্রাভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। হলিউডের ধ্রুপদী যুগের এই অভিনেত্রী ১৯৪০ ও ১৯৫০-এর দশকে মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চুক্তিবদ্ধ শিল্পী হিসেবে ও মা অ্যান্ড পা কেটল ধারাবাহিকের দশটি চলচ্চিত্রে মা কেটল চরিত্রে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত।[১] তিনি ভডেভিল ও মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে বেশ কিছু ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে ডেড এন্ড (১৯৩৭), দি উইমেন (১৯৩৯), ডার্ক কমান্ড (১৯৪০), দ্য শেফার্ড অব দ্য হিলস (১৯৪১), মিট মি ইন সেন্ট লুইস (১৯৪৪) এবং ফ্রেন্ডলি পারসুয়েশন (১৯৫৬)। তিনি দি এগ অ্যান্ড আই (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মার্জরি মেইন ১৮৯০ সালের ২৪শে ফেব্রুয়ারি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যারিয়ন কাউন্টির অ্যাক্টনে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ম্যারি টমলিনসন। তার পিতা রেভারেন্ড স্যামুয়েল জে. টমলিনসন এবং মাতা জেনি এল. (বিবাহপূর্ব ম্যাকগাফি)। তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার মাতামহ ডাক্তার স্যামুয়েল ম্যাকগাফি অ্যাক্টনের চিকিৎসক ছিলেন, এবং তিনিই তার প্রসব করান।[ক]
টমলিনসনের তিন বছর বয়সে তারা সপরিবারে ইন্ডিয়ানাপোলিসে চলে যান, সেখানে তার পিতা হিলসাইড খ্রিষ্টান গির্জায় পাসটর (ভিন্নমতালম্বী গির্জার যাজক) ছিলেন। চার বছর পর তারা গোশেন ও পরে একহার্টে চলে যান। ১৯০০-এর দশকের শুরুর দিকে টমলিনসন পরিবার ফেয়ারল্যান্ডের নিকটবর্তী একটি খামারবাড়িতে বসতি গড়েন।[৪]