মার্টিন লী চেলফি | |
---|---|
![]() | |
জন্ম | শিকাগো, ইলিনয় | ১৫ জানুয়ারি ১৯৪৭
নাগরিকত্ব | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | his work on GFP |
দাম্পত্য সঙ্গী | Tulle Hazelrigg[১] |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ২০০৮ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Neurobiology |
প্রতিষ্ঠানসমূহ | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
মার্টিন লী চেলফি একজন মার্কিন বিজ্ঞানী। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সেস এর একজন অধ্যাপক। তিনি ২০০৮ সালে রসায়নে নোবেল পুরস্কার পুরস্কার লাভ করেন।
চেলফির শৈশব কাটে শিকাগোতে। তিনি ১৯৭৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।