মার্টিন শোয়ার্জশিল্ড ছিলেন জার্মান বংশভুত মার্কিন জ্যোতির্বিদ। তিনি ছিলেন বিখ্যাত জার্মান পদার্থবিদ কার্ল শোয়ার্জশিল্ড এর ছেলে এবং সুইস জ্যোতির্বিদ রবার্ট এমডেন এর ভ্রাতুষ্পুত্র।
মার্টিন শোয়ার্জশিল্ড | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১০ এপ্রিল ১৯৯৭ | (বয়স ৮৪)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | Institut für Astrophysik Göttingen |
পরিচিতির কারণ | নাক্ষত্রিক গঠন এবং নাক্ষত্রিক বিবর্তন |
পুরস্কার | Karl Schwarzschild Medal (1959) Henry Draper Medal (1960) Bruce Medal (1965) Brouwer Award (1992) Balzan Prize (1994) National Medal of Science (1997) Fellow of the Royal Society[১] |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিদ্যা জ্যোতির্বিদ্যা |
প্রতিষ্ঠানসমূহ | প্রিন্সেটন ইউনিভার্সিটি |
মার্টিন শোয়ার্জশিল্ড জার্মানির পটসডামের বিশিষ্ট ইহুদী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার ইচ্ছা এবং সঙ্গতিপূর্ণ অনুরোধে ১৯১৬ সালে তিনি পরিবারসহ গটিনজেনে চলে যান । তিনি গটিজেন ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছিনে এবং সেখানেই ডক্টরাল পড়াশোনা শেষ করেন। ১৯৩৬ সালে তিনি নরওয়ের উদ্দেশ্যে জার্মানি ত্যাগ করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্টে যান এবং সেখানে মার্কিন সেনা গোয়েন্দার দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন সেবা প্রদানের কারণে তাকে মেধাবী সেনা এবং ব্রোঞ্জ তারকা পদক দেওয়া হয়। যুক্তরাষ্টে ফেরার পর তিনি তার সহকর্মী জ্যোতির্বিজ্ঞানী বারবারা চেরিকে বিয়ে করেন[২]।
|doi=10.1098/rsbm.1999.0031
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।