মার্থা রে | |
---|---|
Martha Raye | |
জন্ম | মার্গি রিড ২৭ আগস্ট ১৯১৬ বাট, মন্টানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | অক্টোবর ১৯, ১৯৯৪ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৮)
সমাধি | মেইন পোস্ট সেমেটারি, ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলিনা |
পেশা | অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা |
কর্মজীবন | ১৯৩৪–১৯৮৯ |
মার্থা রে (২৭ আগস্ট ১৯১৬ – ১৯ অক্টোবর ১৯৯৪) ছিলেন একজন মার্কিন কৌতুকভিনেতা, অভিনেত্রী, ও গায়িকা। বাল্যকালে রে গায়িকা ও কৌতুকাভিনেত্রী হিসেবে তার কাজ শুরু করেন। তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করলেও পরবর্তীতে ব্রডওয়ে মঞ্চে কাজ করেন। তার সেচ্ছাসেবী কাজের জন্য তিনি ১৯৬৯ সালে একাডেমি পুরস্কারের জিন হারশল্ট মানবহিতৈষী পুরস্কার এবং ১৯৭৩ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।
রে ১৯১৬ সালের ২৭শে আগস্ট মন্টানার বাটের সেন্ট জেমস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম মার্গি রিড।[১][২] কোন কোন সূত্রে বলা হয় তার প্রকৃত নাম ম্যাগি ওরিড। তার পিতা পিটার এফ রিড জুনিয়র আইরিশ অভিবাসী এবং মাতা মেবেল হেজেল (প্রদত্ত নাম: হুপার) মিলওয়াকি ও মন্টানায় বেড়ে ওঠেন।[৩] মার্থার জন্মের সময় দুজনেই স্থানীয় ভডেভিল মঞ্চে "রিড ও হুপার" যুগল হিসেবে অভিনয় করতেন।[৪] তার জন্মের দুই দিন পরেই তার মা আবার অভিনয় করেন। মার্থা তিন বছর বয়সে তার পিতামাতার সাথে মঞ্চে কাজ করেন। তিনি পরবর্তীকালে তার ভাই বাডের সাথে কাজ করতেন। তারা দুজন এতো জনপ্রিয় হয়ে ওঠেন যে তার পিতামাতা অনুষ্ঠানের নাম পরিবর্তন করে "মার্গি অ্যান্ড বাড" রাখা হয়।