মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরপর্যায় চার হলো মার্ভেল কমিক্স প্রকাশনার চরিত্রগুলোকে ভিত্তি করে মার্ভেল স্টুডিওজের প্রযোজনায় নির্মিত কিছু অতিমানবীয় চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকের সমষ্টি। এ ধাপে রয়েছে ২০২১ থেকে ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত মুক্তি পেতে যাওয়া মার্ভেল স্টুডিওজের সবগুলো প্রযোজনা। এটিই প্রথম ধাপ, যেখানে টেলিভিশন ধারাবাহিক অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্মাণের জন্য পূর্বনির্ধারিত চলচ্চিত্রের পাশাপাশি মার্ভেল স্টুডিওজ স্ট্রিমিং সেবা ডিজনি প্লাসের জন্য বেশকিছু ধারাবাহিকের উন্নয়ন করেছে। ২০২১ এর জানুয়ারিতে ওয়ান্ডাভিশন ধারাবাহিকটি মুক্তির মাধ্যমে চতুর্থ ধাপ শুরু হয় এবং এ ধাপের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে জুলাইতে মুক্তিপ্রাপ্ত স্কারলেট জোহানসন অভিনীত ব্ল্যাক উইডো। কোভিড-১৯ মহামারীর কারণে চতুর্থ পর্যায়ের চলচ্চিত্রসমুহের মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তিত হয়েছে।
নাতাশা রোমানফ একা অবস্থায় তার অতীতের সাথে জড়িত এক বিপজ্জনক চক্রান্তের মুখোমুখি হতে বাধ্য হয়। এমতাবস্থায় তাকে অবশ্যই অ্যাভেঞ্জার হওয়ার আগের সময়ে তার গুপ্তচর কর্মকাণ্ডের ইতিহাস মোকাবেলা করতে হবে।[২৩][২৪]
অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রনে স্কারলেট জোহানসনের নাতাশা রোমানফ/ব্ল্যাক উইডো চরিত্রের অতীত বিষয়ে আলোকপাতের পর কেভিন ফাইগি চরিত্রটি নিয়ে একক চলচ্চিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।[২৫] ২০১৮ এর জানুয়ারিতে জ্যাক শেইফারকে কাহিনী লেখার জন্য[২৫] এবং জুলাইয়ে কেট শর্টল্যান্ডকে পরিচালনার জন্য নিয়োগ করা হয়।[২৬] পরের বছরের ফেব্রুয়ারিতে নেড বেনসন কাহিনীর পুনর্লিখন শুরু করেন।[২৭] ২০১৯ সালের মে মাসে নরওয়ে ও যুক্তরাজ্যে চলচ্চিত্রের দৃশ্যায়ন শুরু হয়[২৮] এবং সে বছরের অক্টোবরেই শেষ হয়।[২৯] ব্ল্যাক উইডো ২০২১ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাসে মুক্তি পায়।[৩০]
শাং-চিকে যখন 'টেন রিংস' নামক গোপন সংগঠনে নিয়ে আসা হলো, তখন তার ভুলে যাওয়া অতীতের মুখোমুখি হতে হয় তাকে।
২০১৮ সালের ডিসেম্বরে মার্ভেল একটি শাং-চি চলচ্চিত্রের উন্নয়ন শুরু করে, যেটি তাদের প্রথম এশিয়াকেন্দ্রিক চলচ্চিত্র। চীনা-মার্কিন লেখক ডেবিড ক্যালাহামকে চিত্রনাট্য নিয়ে কাজ করার জন্য নিযুক্ত করা হয়,[৩২] এবং ২০১৯ সালের মার্চে মার্ভেল চলচ্চিত্রটি পরিচালনার জন্য ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনকে নিয়োগ দেয়।[৫] ২০১৯ স্যান সান ডিয়েগো কমিক-কনে ম্যান্ডারিন চরিত্রে 'টনি লিয়াং'-এর পাশাপাশি নাম ভূমিকায় অভিনয়ের জন্য 'সিমু লিউ'র কথা ঘোষণা করা হয়।[৩৩][৩৪] ২০২১ এর ফেব্রুয়ারিতে দৃশ্যায়ন শুরু হলেও কোভিড-১৯ মহামারীর কারণে মার্চে বন্ধ হয়ে যায়।[৩৫] আগস্টে আবার দৃশ্যায়ন শুরু হয়ে অক্টোবরে শেষ হয়।[৩৬] শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[৩৭]
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯) এর ঘটনার পরবর্তীতে, চেলেস্টিয়ালদের সৃষ্ট অমর প্রজাতি 'ইটার্নাল'রা বিপদগামী ডেভিয়েন্টদের হাত থেকে মানবজাতিকে রক্ষা করার উদ্দেশ্যে একত্রিত হয়।[৪০][৪১]
২০১৮ সালে মার্ভেল সার্সি ও ইকারিস চরিত্রের দিকে লক্ষ্য রেখে এবং ইটার্নালস কমিকের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণের জন্য কাজ ফিরপো ও রায়ান ফিরপোকে চিত্রনাট্যে লেখার জন্য নিয়োগ করে।[৯][৪২][৪৩] একই বছরের সেপ্টেম্বরে ক্লোয়ি ঝাউকে চলচ্চিত্রটি পরিচালনার জন্য নিয়োগ করা হয়।[৮] ২০১৯ এর জুলাইয়ের স্যান ডিয়েডো কমিক-কনে ইকারিস চরিত্রে রিচার্ড ম্যাডেন এবং থিনা চরিত্রে অ্যাঞ্জেলিনা জোলির নাম ঘোষণা করা হয়।[৪৪] একমাস পর সার্সি চরিত্রে গেমা চ্যানের নাম ঘোষণা করা হয়। ২০১৯ এর জুলাইতে শুরু হয়ে ২০২০ এর ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডন জুড়ে দৃশ্যধারণ চলে।[৪৫][৪৬] ২০২০ এর আগস্টে চলচ্চিত্রটির শিরোনাম দ্য ইটার্নালস থেকে সংক্ষিপ্ত করে ইটার্নালস' রাখা হয়।[৪৭] চলচ্চিত্রটি ২০২১ সালের ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[৪৮]
ইটার্নালস এর কাহিনী অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের ঘটনার ৬-৮ সপ্তাহ পরে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার ও স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোমের সমসাময়িক ২০২৪ সালে সংঘটিত হয়েছে।[৪৯][৫০]
স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম চলচ্চিত্রে মিস্টেরিও এর মাধ্যমে পরিচয় প্রকাশিত হওয়ার পর পিটার পার্কারের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের সহযোগিতায় যখন সে সব কিছু ঠিক করতে যায় তখন বহু-মহাবিশ্ব(মাল্টিভার্স) খুলে গিয়ে বিভিন্ন বিকল্প বাস্তবতার খলনায়করা এসে উপস্থিত হয়।[৫১][৫২]
২০১৭ সালেই এমসিইউর তৃতীয় স্পাইডার-ম্যান চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছিলো।[৫৩] ২০১৯ এর আগস্টে ক্রিস ম্যাককেন্না ও এরিক সমারস চিত্রনাট্য লেখা শুরু করেন। এসময় চুক্তিগত জটিলতায় মার্ভেল স্টুডিওজ ও সনি আলাদা হয়ে গেলেও[৫৪][৫৫] পরের মাসেই ঘোষণা আসে তারা এ চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করবে এবং টম হল্যান্ডকে স্পাইডার-ম্যান চরিত্রে পুনরায় দেখা যাবে।[৫৬] ২০২০ এর জুনে জন ওয়াটস পরিচালক হিসেবে যুক্ত হন এবং অক্টোবরে নিউ ইয়র্কে দৃশ্যধারণ শুরু হয়।[৫৭] ২০২১ এর ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির নাম প্রকাশ করা হয়[৫৮] এবং মার্চে দৃশ্যধারণ শেষ হয়।[৫৯] এমি প্যাস্কাল চলচ্চিত্রটিকে "হোমকামিং ট্রিলজির পরিসমাপ্তি" হিসেবে বর্ণনা করেন।[৬০]স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম ২০২১ এর ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[৫৮]
চলচ্চিত্রের কাহিনী স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোমের ঘটনার ঠিক পরেই শুরু হয়ে ২০২৪ এর শেষের দিক পর্যন্ত চলে।[৬১] এতে ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ওয়ং চরিত্রে বেনেডিক্ট ওয়ংকে দেখা যায়।[৬২][৬৩]নো ওয়ে হোম চলচ্চিত্রে বহু-মহাবিশ্বের ধারণার প্রতিফলন দেখা যায় এবং এটি পূর্বের স্পাইডার-ম্যান চলচ্চিত্রগুলোকে এমসিইউর সাথে জুড়ে দেয়। টোবি ম্যাগুইয়ার ও অ্যান্ড্রু গারফিল্ড তাদের স্পাইডার-ম্যান ট্রিলজি(১,২,৩) ও দি অ্যামেজিং স্পাইডার-ম্যানে(১,২) প্রদর্শিত স্পাইডার-ম্যান চরিত্র দুটিতে ফেরত আসেন যাদের যথাক্রমে "পিটার ২" এবং "পিটার ৩" নামে সম্বোধন করা হয়।[৬৪]স্পাইডার-ম্যান ট্রিলজি থেকে নরমান অসবোর্ন/গ্রিন গবলিন চরিত্রে উইলেম ড্যাফো, অটো অক্টাভিয়াস/ডক্টর অক্টোপাস চরিত্রে আলফ্রেড মলিনা, ফ্লিন্ট মার্কো/স্যান্ডম্যান চরিত্রে থমাস হেডেন চার্চ[৬৫] এবং দি অ্যামেজিং স্পাইডার-ম্যান চলচ্চিত্র থেকে কার্ট কনারস/লিজার্ড চরিত্রে রাইস আইফানস ও ম্যাক্স ডিলোন/ইলেকট্রো চরিত্রে জেমি ফক্স[৬৫] প্রত্যাবর্তন করেন। চার্লি কক্স মার্ভেল টেলিভিশনের নেটফ্লিক্স ধারাবাহিক থেকে ম্যাট মার্দোক চরিত্রে প্রত্যাবর্তন করেন।[৬৬]
ডক্টর স্ট্রেইঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস(২০২২)
ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ ওয়ান্ডা ম্যাক্সিমফ / স্কারলেট উইচের হাত থেকে আমেরিকা চাভেজ নামক এক কিশোরীকে রক্ষা করার চেষ্টা করেন, যার এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে ভ্রমণ করার ক্ষমতা রয়েছে।
২০১৮ এর ডিসেম্বরে ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬) এর একটা সিক্যুয়াল বানানোর জন্য স্কট ডেরিকসন চুক্তিপত্র সম্পন্ন করেন।[৬৭] যথারীতি বেনেডিক্ট কাম্বারব্যাচ এতে নাম ভূমিকায় থাকবেন। ২০১৯ এর সান ডিয়েগো কমিক-কনে আনুষ্ঠানিকভাবে সিক্যুয়ালের শিরোনাম এবং এলিজাবেথ ওলসেন এর সম্পৃক্ততা প্রকাশ করা হয়।[৬৮] ২০১৯ এর অক্টোবরে কাহিনী লেখার জন্য জেড বার্টলেটকে নিয়োগ দেয়া হয়।[৬৯] ২০২০ এর জানুয়ারিতে ডেরিকসন পরিচালনা থেকে সরে আসেন, কিন্তু একজন প্রযোজক হিসেবে থেকে যান।[৭০] ফেব্রুয়ারিতে স্যাম রেমি পরিচালনার ভার নেন।[৬৭] এছাড়া লোকি ধারাবাহিকের প্রধান চিত্রনাট্যকার মাইকেল ওয়ালড্রন পুনরায় চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন।[৬৮][৭১] ২০২০ এর নভেম্বরে লন্ডনে দৃশ্যধারণ শুরু হয়, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা থেমে যায়।[৬৯][৭০] পরে মার্চে দৃশ্যধারণ শুরু হয়ে এপ্রিলের মাঝামাঝি শেষ হয়।[৭২][৭৩]ডক্টর স্ট্রেইঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস ২০২২ এর ২ জুন হলিউডে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে এটি ৬ জুন তারিখে মুক্তি পায়।
ডক্টর স্ট্রেইঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এর কাহিনী স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম এর পরে অনুষ্ঠিত। এলিজাবেথ ওলসেন ওয়ান্ডাভিশন এর ধারাবাহিকতায় ওয়ান্ডা ম্যাক্সিমফ/স্কারলেট উইচ চরিত্রে অভিনয় করেন।[৭৪]
থর আত্মিক শান্তি লাভের চেষ্টা করে। কিন্তু গর দ্য গড বুচারের হাতে সমস্ত দেবতার নিধন ঠেকাতে ভ্যালকাইরি, কর্গ এবং জেন ফস্টারকে নিয়ে এক অভিযানে যেতে বাধ্য হয়।[৭৫]
২০১৮ এর জানুয়ারিতে মার্ভেলের সাথে তার চুক্তি শেষ হওয়ার সনয়ে ক্রিস হেমসওর্থ থর চরিত্রে অভিনয় চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।[৭৬] ২০১৯ এর জুলাইয়ে তাইকা ওয়াইতিতি থরের চতুর্থ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনার জন্য মার্ভেলের সাথে চুক্তিবদ্ধ হন।[৭৭] ২০১৯ এর স্যান ডিয়েগো কমিক-কনে চলচ্চিত্রের শিরোনাম এবং ক্রিস হেমসওর্থের পাশাপাশি ভ্যালকাইরি এবং জেন ফস্টার (বর্তমানে সুপারহিরো মাইটি থর) চরিত্রে টেসা থম্পসন ও ন্যাটালি পোর্টম্যানের নাম ঘোষণা করা হয়।[৭৮][৭৯] ২০২০ এর ফেব্রুয়ারিতে জেনিফার কেইটিন রবিনসন সহ-চিত্রনাট্যকার হিসেবে যোগ দেন।[৮০][৮১] ২০২১ এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় দৃশ্যধারণ শুরু হয়ে[৮২] জুনে শেষ হয়।[৮৩]থর: লাভ অ্যান্ড থান্ডার ২০২২ এর ২৩ জুন লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ার হয়[৮৪] এবং ২০২২ এর ৮ জুলাই তারিখে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[৮৫]
চলচ্চিত্রটির কাহিনী অ্যাভেঞ্জার্স: এন্ডেগেমের পরে সংঘটিত হয়েছে।[৭৫] চলচ্চিত্রে গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সির পিটার কুইল, ম্যান্টিস, ড্রাক্স দ্য ডেস্ট্রয়ার, নেবিউলা, গ্রুট, রকেট এবং ক্রাগলিন অবফন্টেরি চরিত্রে যথাক্রমে ক্রিস প্রাট পম ক্লেমেন্টিফ, ডেভ বতিস্তা, ক্যারেন গিলান, ভিন ডিজেল, ব্রাডলি কুপার, শন গুন প্রত্যাবর্তন করেন।[৮৬]টিম থর ধারাবাহিক থেকে ড্যারিল জ্যাকবসন চরিত্রে ডেলি পিয়ারসন প্রত্যাবর্তন করেন।[৮৭]
ওয়ান্ডা এবং ভিশন তাদের যাবতীয় জাদুকরী শক্তি লুকিয়ে শান্তিপূর্ণ শহুরে জীবনযাপন করার চেষ্টা করে। কিন্তু যতই তারা নতুন নতুন দশকের দিকে অগ্রসর হয় ততই বিষয়বস্তু জটিলতর হয়ে ওঠে।[১০৮]
২০১৮ এর দিকে মার্ভেল স্টুডিওজ ওয়ান্ডা ও ভিশনের সম্পর্ক নিয়ে একটি ক্ষুদ্র ধারাবাহিক নির্মাণ শুরু করে।[১০৯][১১০] ২০১৯ এর জানুয়ারিতে প্রধান লেখক হিসেবে জ্যাক শেফার নিযুক্ত হন।[১১১][১১২] এপ্রিলে আনুষ্ঠানিকভাবে শিরোনাম এবং ওয়ান্ডা ও ভিশন চরিত্রে যথাক্রমে এলিজাবেথ ওলসেন ও পল বেটানির প্রত্যাবর্তন ঘোষণা করা হয়।[১১২][১১৩] নভেম্বরে ম্যাট ম্যাকম্যানের পরিচালনায়[১১৪] দৃশ্যধারণ শুরু[১১৫] হলেও কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ এর মার্চে তা বন্ধ হয়ে যায়।[১১৬] পরে সেপ্টেম্বরে দৃশ্যধারণ পুনরায় শুরু হয়ে নভেম্বরে শেষ হয়।[১১৭] ওয়ান্ডাভিশন ২০২১ এর ১৫ জানুয়ারি শুরু হয়ে[১১৮] ৯ পর্ব ধরে চলে এবং মার্চের ৫ তারিখ শেষ হয়।[১১৯][১২০] ক্যাথরিন হানের আগাথা হার্কনেস চরিত্র নিয়ে একটি স্পিন-অফ ধারাবাহিক আগাথা: হাউজ অফ হার্কনেস নির্মাণাধীন রয়েছে।[১২১][১২২]
ওয়ান্ডাভিশনের কাহিনী অ্যাভেঞ্জারস: এন্ড গেমের ঘটনার তিন সপ্তাহ পরে শুরু হয়েছে[১২৩] এবং এর কাহিনী ডক্টর স্ট্রেঞ্জ ইনটু দ্য মাল্টিভার্স অব ম্যাডনেসের সাথে সম্পর্কিত যেখানে ওয়ান্ডা চরিত্রে এলিজাবেথ ওলসেনকে দেখা যাবে।[১২৪] তেইয়োনা প্যারিস মনিকা র্যাম্বো চরিত্রের একটি প্রাপ্তবয়স্ক সংস্করণে অভিনয় করেন।[১২৫] র্যানডল পার্ক ও ক্যাট ডেনিংস তাদের পূর্বের জিমি ও ডারসি চরিত্রে প্রত্যাবর্তন করেন।[১১৪] এছাড়া রাল্ফ বোনার নামের একটি চরিত্রে ইভান পিটারস অভিনয় করেন।[১২৬]
স্যাম উইলসন ও বাকি বার্নস যৌথভাবে এক অভিযানে জড়িয়ে পড়ে এবং তাদের সক্ষমতা ও ধৈর্যের পরীক্ষা দিতে বাধ্য হয়।[১২৭]
২০১৮ এর অক্টোবরে ফ্যালকন ও উইন্টার সোলজার চরিত্র দুটি নিয়ে একটু ক্ষুদ্র ধারাবাহিক নির্মাণের জন্য ম্যালকম স্পেলম্যানকে চিত্রনাট্য লেখার জন্য নিযুক্ত করা হয়।[১২৮][১২৯] ২০১৯ এর এপ্রিলে ধারাবাহিকের নাম এবং স্যাম উইলসন/ফ্যালকন ও বাকি বার্নস/উইন্টার সোলজার চরিত্রে যথাক্রমে অ্যান্থনি ম্যাকি ও সেবাস্টিয়্যান স্ট্যানের প্রত্যাবর্তন ঘোষণা করা হয়।[১১২] ক্যারি স্কগল্যান্ডের পরিচালনায়[১৩০] ২০১৯ এর অক্টোবরে দৃশ্যধারণ শুরু হয়[১৩১] কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ এর মার্চে বন্ধ হয়ে যায়।[১৩২] পরে সেপ্টেম্বরে দৃশ্যধারণ পুনরায় শুরু হয়ে[১৩৩] অক্টোবরে শেষ হয়।[১৩৪]দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার ২০২১ এর ১৯ মার্চ শুরু হয়ে[১৩৫] ৬ পর্ব ধরে চলে[১৩০] এবং ২৩ এপ্রিল শেষ হয়।[১৩৬] ধারাবাহিকটির কাহিনীর ধারাবাহিকতায় চতুর্থ ক্যাপ্টেন আমেরিকা চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে।[১৩৭]
দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার ধারাবাহিকের কাহিনী অ্যাভেঞ্জারস: এন্ড গেমের ঘটনার ছয় মাস পরে শুরু হয়।[১৩৮] জর্জ সেন্ট-পিয়ের, ডন চিডেল, ড্যানিয়েল ব্রুল, এমিলি ভ্যানক্যাম্প ও ফ্লোরেন্স কাসুম্বা যথাক্রমে তাদের পূর্বের জর্জ ব্যাট্রক[১৩৯], জেমস "রোডি" রোডস[১৪০], হেলমাট জিমো[১৪১], শ্যারন কার্টার ও আইয়ো[১৪২] চরিত্রে প্রত্যাবর্তন করেন।
অ্যাভেঞ্জারস: এন্ডগেমের ঘটনাপ্রবাহের সময় টেজারেক্ট চুরি করার পর লোকির একজন সংস্করণকে(ভ্যারিয়েন্ট) রহস্যময় টাইম ভেরিয়েন্স অথোরিটির (টিভিএ) সম্মুখে উপস্থিত করা হয়। উদ্দেশ্য হলো সময়রেখা ঠিক করে বিশাল এক সংকট প্রতিরোধ করা।[১৪৩][১৪৪][১৪৫]
২০১৮ এর সেপ্টেম্বরে মার্ভেল স্টুডিওজ লোকি চরিত্র নিয়ে একটি ক্ষুদ্র ধারাবাহিক নির্মাণ শুরু করে।[১০৯] ২০১৯ এর ফেব্রুয়ারিতে মাইকেল ওয়ালড্রন প্রধান লেখক হিসেবে নিযুক্ত হন[১৪৬][১৪৭] লোকি চরিত্রে টম হিডেলস্টোনের প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়।[১৪৮] কেট হেরনের পরিচালনায়[১৪৯] ২০২০ এর ফেব্রুয়ারিতে দৃশ্যধারণ শুরু হলেও[১৫০] মার্চে কোভিড-১৯ মহামারীর কারণে তা বন্ধ হয়ে যায়।[১১৬] পরে সেপ্টেম্বরে দৃশ্যধারণ পুনরায় শুরু হয়ে[১৫১] ডিসেম্বরে শেষ হয়।[১৫০]লোকি ধারাবাহিকের প্রথম কিস্তি ২০২১ এর ৯ জুন শুরু হয়ে[১৫২] ৬ পর্ব ধরে চলে[১৫৩] এবং ১৪ জুলাই শেষ হয়।[১৫২] এর দ্বিতীয় কিস্তি নির্মাণাধীন রয়েছে।[১৫৪]
অ্যাভেঞ্জারস এন্ডগেমে দেখানো ২০১২ সালের কাহিনীর পরে ধারাবাহিকটির কাহিনী শুরু হয়। কিন্তু এর অধিকাংশ ঘটনাই সংঘটিত হয়েছে সময় ও অন্তরীক্ষের (টাইম এন্ড স্পেস) বাইরে অথবা চরিত্রদের ভ্রমণ করা বিভিন্ন সময়ে।[১৫৫] প্রথম কিস্তি সরাসরি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস চলচ্চিত্রের সাথে সম্পর্কযুক্ত।[১৫৪]কেভিন ফাইগি বলেন, এই কিস্তি হবে "অত্যধিক গুরুত্বপূর্ণ" যা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভবিষ্যতের "ভিত্তি নির্মাণ" করবে।[১৫৬][১৫৭] জোনাথন মেজরস হি হু রিমেনস নামক একটি চরিত্রে অভিনয় করেন যেটি পরবর্তীতে অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া চলচ্চিত্রে প্রত্যাবর্তন করবে।[১৫৮]
যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের(এমসিইউ) গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভিন্নভাবে সংঘটিত হতো তাহলে কি হতে পারতো, এ বিষয়টি হোয়াট ইফ…? ধারাবাহিকে দেখানো হয়।[১১৩]
২০১৯ এর মার্চে মার্ভেল স্টুডিওজ হোয়াট ইফকমিক বইয়ের ধারণা অবলম্বনে একটি সংকলনধর্মী এনিমেটেড ধারাবাহিক উন্নয়ন শুরু করে।[১৫৯] জুলাইতে প্রকাশ করা হয় দ্য ওয়াচার হিসেবে জেফ্রি রাইট ধারাবাহিকটি বর্ণনা করবেন[৩৩] এবং পূর্বের বিভিন্ন চলচ্চিত্রের অনেক অভিনেতারাও তাদের নিজ নিজ চরিত্রে কন্ঠ দেবেন।[১৬০] ধারাবাহিকের প্রধান লেখক হিসেবে এ. সি. ব্রাডলি এবং পরিচালক হিসেবে ব্রায়ান এন্ড্রু কাজ শুরু করেন।[১৬১] আগস্টে কন্ঠধারণ শুরু হয়।[১৬২] কোভিড-১৯ মহামারীর সময়ে কার্যক্রম আংশিকভাবে চলমান থাকে।[১৬৩] ধারাবাহিকের প্রথম কিস্তি ২০২১ এর ২১ আগস্ট শুরু হয়ে[১৬৪] ৯ পর্ব ধরে চলে[১৬৫] এবং ৬ অক্টোবর শেষ হয়।[১৬৬] এর দ্বিতীয় কিস্তি নির্মাণাধীন রয়েছে।[১৬৭]
হোয়াট ইফ ধারাবাহিকের কাহিনী লোকি ধারাবাহিকের প্রথম কিস্তির পরে সংঘটিত হয়েছে এবং নতুন সৃষ্ট বহু-মহাবিশ্বের(মাল্টিভার্স) বিভিন্ন শাখান্বিত সময়রেখা প্রদর্শিত হয়েছে।[১৬৮]
কেট বিশপের সাথে মিলে ক্লিন্ট বার্টনকে তার অতীতের রোনিন সময়কালে তৈরি করা শত্রুদের মোকাবেলা করতে হবে, যাতে তিনি বড়দিন উপলক্ষে সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরতে পারেন।[১৬৯]
২০১৯ এর এপ্রিলে জেরেমি রেনারেরহকআই চরিত্র নিয়ে মার্ভেল স্টুডিওজ একটি ক্ষুদ্র ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা করে।[১৭০] ২০১৯ এর স্যান ডিয়েগো কমিক কনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এটি ক্লিন্টের রোনিন সময়ের কাহিনী আরও বিস্তারিত প্রকাশ করবে।[১৭১][১৭২] সেপ্টেম্বরে জোনাথন ইগলা প্রধান চিত্রনাট্যকার হিসেবে নিযুক্ত হন।[১৭৩] ২০২০ এর ডিসেম্বরে কেট বিশপ চরিত্রে হেইলি স্টেইনফেল্ডের নাম প্রকাশ করা হয়[১৭৪] এবং নিউইয়র্কে দৃশ্যধারণ শুরু হয়।[১৭৫] রাইস থমাস এবং বার্ট অ্যান্ড বার্টি বিভিন্ন পর্ব পরিচালনা করেন।[১৭৬] আটলান্টার ত্রিলিথ স্টুডিওতেও দৃশ্যধারণ চলে[১৭৭] এবং ২০২১ এর এপ্রিলে শেষ হয়।[১৭৮] হকআই ২০২১ এর ২৪ নভেম্বর শুরু হয়ে[১৭৯] ৬ পর্ব ধরে চলে[১৮০] এবং ২২ ডিসেম্বর শেষ হয়।[১৮১] অ্যালাকা কক্সের মায়া লোপেজ/ইকো চরিত্র নিয়ে একটি স্পিন-অফ ধারাবাহিক নির্মাণাধীন রয়েছে।[১৮২][১৮৩]
অ্যাভেঞ্জারস: এন্ডগেমের ঘটনার এক বছর পরে[১৮৪] ২০২৪ এর বড়দিনের সময়ে[১৮৫] হকআই এর ঘটনা সংঘটিত হয় এবং এক সপ্তাহ ধরে চলে।[১৮৬]ফ্লরেন্স পিউব্ল্যাক উইডো চলচ্চিত্র থেকে তার ইলেনা বিলোভা/ব্ল্যাক উইডো চরিত্রে প্রত্যাবর্তন করেন।[১৮৭] লিন্ডা কার্ডেলিনি ক্লিন্টের স্ত্রী লরার চরিত্রে পুনরায় অভিনয় করেন।[১৮৮] ভিনসেণ্ট ডি'অনোফ্রিও পূর্বের মার্ভেল টেলিভিশন নেটফ্লিক্স ধারাবাহিক ডেয়ারডেভিলে(২০১৫-২০১৮) প্রদর্শিত উইলসন ফিস্ক/কিংপিন চরিত্রে প্রত্যাবর্তন করেন।[১৮৯]
এই তালিকায় সেসব অভিনয়শিল্পীদের নাম রয়েছে যাদের এমসিইউর চতুর্থ পর্যায়ের একাধিক চলচ্চিত্র বা ধারাবাহিকে দেখা গেছে(বা যাবে) অথবা যাদের কন্ঠ শোনা গেছে(বা যাবে)।
ধূসর ঘর নির্দেশ করে চরিত্রটি ওই চলচ্চিত্র বা ধারাবাহিকে ছিলো না অথবা তার উপস্থিতি এখনো নিশ্চিত নয়।
↑"Disney Pushes 'Black Widow' Back to 2021"। web.archive.org। ২০২০-০৯-২৩। Archived from the original on ২০২০-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"Thor: Love and Thunder: Every Single Cameo"। web.archive.org। ২০২২-০৭-০৮। Archived from the original on ২০২২-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৭।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"Emmy"। web.archive.org। ২০২০-১২-২০। Archived from the original on ২০২০-১২-২০। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"Wayback Machine"(পিডিএফ)। web.archive.org। ২০২১-০৬-০৬। Archived from the original on ২০২১-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)