মার্শাল ওয়ারেন নিরেনবার্গ | |
---|---|
![]() Nirenberg in 2003 | |
জন্ম | ১০ এপ্রিল ১৯২৭ |
মৃত্যু | ১৫ জানুয়ারি ২০১০ নিউ ইয়র্ক সিটি | (বয়স ৮২)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | |
পরিচিতির কারণ | জেনেটিক কোড |
দাম্পত্য সঙ্গী | Perola Zaltzman-Nirenberg (1961-2001; her death) Myrna M. Weissman (m. 2005) |
পুরস্কার |
|
মার্শাল ওয়ারেন নিরেনবার্গ (জন্ম এপ্রিল ১০, ১৯২৭ – মৃত্যু জানুয়ারী ১৫, ২০১০)[১] একজন মার্কিন প্রাণরসায়নবিদ ও জিনবিজ্ঞানী। তিনি ১৯৬৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
নিরেনবার্গ নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে ১৯৪৮ সালে বিএসসি এবং ১৯৫২ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]