মার্সেডিজ ম্যাক্যামব্রিজ | |
---|---|
ইংরেজি: Mercedes McCambridge | |
![]() অল দ্য কিংস মেন (১৯৪৯)-এ ম্যাক্যামব্রিজ | |
জন্ম | কারলটা মার্সেডিজ অ্যাগনেস ম্যাক্যামব্রিজ ১৬ মার্চ ১৯১৬ |
মৃত্যু | মার্চ ২, ২০০৪ লা জোলা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৭)
মাতৃশিক্ষায়তন | মুন্ডেলাইন কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৩০-এর দশক-২০০৪ |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ১ |
কারলটা মার্সেডিজ অ্যাগনেস ম্যাক্যামব্রিজ[১] (ইংরেজি: Carlotta Mercedes Agnes McCambridge; ১৬ মার্চ ১৯১৬ - ২ মার্চ ২০০৪) একজন মার্কিন বেতার, মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ছিলেন। ওরসন ওয়েলস তাকে "বিশ্বের সেরা বেতার অভিনেত্রী" হিসেবে অভিহিত করেন।[২] তিনি তার অভিষেক চলচ্চিত্র অল দ্য কিংস মেন (১৯৪৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন এবং জায়ান্ট (১৯৫৬)-এ অভিনয়ের জন্য একই বিভাগে আরেকটি অস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দি এক্জরসিস্ট (১৯৭৩) চলচ্চিত্রে পাজুজু চরিত্রের জন্য কণ্ঠ দেন। তিনি ২০০৪ সালের ২রা মার্চ মৃত্যুবরণ করেন।[৩]
ম্যাক্যামব্রিজ ১৯১৬ সালের ১৬ই মার্চ ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েত শহরে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা জন প্যাট্রিক ম্যাক্যামব্রিজ একজন কৃষক ছিলেন এবং মাতা ম্যারি (জন্ম: মাহাফ্রি)।[৪] তার দুজনেই আইরিশ-মার্কিন ও ক্যাথলিক ধর্মাবলম্বী ছিলেন। ম্যাক্যামব্রিজ শিকাগোর মুন্ডেলাইন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।[৩]