মার্সেল গ্রসম্যান | |
---|---|
![]() | |
জন্ম | ৭ এপ্রিল, ১৮৭৮ হাঙ্গেরি |
মৃত্যু | ৭ সেপ্টেম্বর ১৯৩৬ |
জাতীয়তা | সুইজ |
নাগরিকত্ব | সুইজ, হাঙ্গেরীয় |
শিক্ষা | ফেডারেল পলিটেকনিক স্কুল |
মাতৃশিক্ষায়তন | জুরিখ বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক |
পরিচিতির কারণ | গণিত, নন-ইউক্লিডিয়ান জ্যামিতি |
মার্সেল গ্রসম্যান (৯ এপ্রিল, ১৮৭৮ - ৭ সেপ্টেম্বর, ১৯৩৬) ছিলেন একজন সুইজ গণিতবিদ। তিনি স্যার আলবার্ট আইনস্টাইনের বন্ধু ছিলেন। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে গণিত ও জ্যামিতি সংক্রান্ত কাজে সাহায্য করার জন্য তিনি পরিচিত।
মার্সেন গ্রসম্যান জুরিখের ফেডারেল পলিটেকনিক স্কুলের গণিতের অধ্যাপক ছিলেন। বর্ণনাত্বক জ্যামিতি এবং টেনসর ক্যালকুলাসের উপর তাঁঁর বিশেষ পান্ডিত্ব ছিল। তিনি সুইজ ম্যাথমেটিক্যাল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।