মালওয়া (পাঞ্জাব)

ভারতের পাঞ্জাবের শতদ্রু নদীর দক্ষিণের একটি অঞ্চল। এই অঞ্চলের মানুষদের মালোয়াই বলা হয়। এখানে মালওয়ার অঞ্চলের মানচিত্র দেয়া হলো।

মালওয়া (গুরুমুখী: ਮਾਲਵਾ) ভারতের পাঞ্জাবের শতদ্রু নদীর দক্ষিণের একটি অঞ্চল।[] এই অঞ্চলের মানুষদের মালোয়াই বলা হয়। মালওয়ার পশ্চিম অংশে, মালোয়াই উপভাষায় পাঞ্জাবি বলা হয়। পোয়াধী উপভাষার সাথে একই গঠনে এই উপভাষাটি, যা মালওয়া অঞ্চলের পূর্ব জেলাগুলিতে বলা হয়। এই পোয়াধী ভাষী অঞ্চলকে কখনও কখনও পোয়াধ বা পোয়াধা বলা হয়।

মালওয়ার জেলাসমূহ

[সম্পাদনা]

মালওয়ার জেলাগুলি নিম্নলিখিত :[]

  • ফিরোজপুর
  • ফাজিলকা
  • ফরিদকোট
  • শ্রী মুক্সতার সাহিব
  • মোগা
  • ভাটিন্ডা
  • লুধিয়ানা
  • বার্ণালা
  • মনসা
  • সংরুর
  •  শহীদ ভগৎ সিং নগরের অংশ(পূর্বে নোয়ানশহর)
  • ফতেগড় সাহিব
  • পাতিয়ালা
  • রূপনগর (পূর্বে রোপার)
  • অজিতগড় (পূর্বে মোহালি)
  • শ্রী গঙ্গানগর (রাজস্থান)
  • হনুমানগড় (রাজস্থান)

পর্যটক আকর্ষণস্থল

[সম্পাদনা]
  • কিলা মুবারক, ভাটিন্ডা
  • গুরুদ্বার ফতেগড় সাহিব, ফতেগড় সাহিব
  • আম খাস বাগ, সারহিন্দ
  • জাহাজ হাভেলি (জাহাজ মহল বা হাভেলি টোডর মল), ফতেগড় সাহিব
  • অ্যাংলো শিখ ওয়ার মেমোরিয়াল, ফিরোজপুর
  • রোউজা শরীফ, সারহিন্দ-ফতেগড় সাহিব
  • সাংঘল সংগ্রহালয়, ফতেগড় সাহিব
  • আনন্দপুর সাহিবের গুরুদ্বার ও দূর্গগুলি
  • নাভা এবং সাংরুরের ঐতিহাসিক মিনারগুলি
  • শ্রী মুক্স্তার সাহিব শহরের গুরুদ্বারগুলি
  • পয়াল ফোর্ট, পয়াল
  • মুঘল সেরাই, দোরাহা
  • সেরাই লাক্সারি খান, দোরাহার কাছাকাছি
  • ভিরাসত-ই-খালসা, আনন্দপুর সাহিব
  • শিখ আজাইবগড়, মোহালি
  • তখত শ্রী দমদমা সাহেব, ভাটিন্ডা
  • গুরুদ্বার দুখ নিবারণ সাহিব, পাতিয়ালা
  • মোটই বাগ প্রাসাদ, পাতিয়ালা
  • রোপার জলাভূমি, রূপনগর
  • হুসেনওয়ালা সীমান্ত ফিরোজপুর

উল্লেখযোগ্য বাসিন্দা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Grover, Parminder Singh (২০১১)। Discover Punjab: Attractions of Punjab। Parminder Singh Grover। পৃষ্ঠা 179।