মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল

মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল
মালদা মেডিকেল কলেজের প্রধান ভবন
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১১
অধ্যক্ষডক্টর শৈবাল মুখার্জি
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহরাঞ্চলিয়
অধিভুক্তিপশ্চিমবঙ্গ স্বাস্থ এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
মানচিত্র

মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল হল পশ্চিমবঙ্গ সরকার দ্বার পরিচালিত মালদা শহরে অবস্থিত একটি মেডিকেল কলেজ।২০১১ সালে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি পশ্চিমবঙ্গ স্বাস্থ এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অধিনে পরিচালিত ।কলেজটি মেডিকেল কাউনসিল ওফ ইন্ডিয়া (এমসিআই) দ্বারা অনুমদিত।[]।পশ্চিমবঙ্গ যুগ্ম প্রবেশিকা পরিক্ষার (wbjee) মাধ্যমে কলেজটিতে ছাত্র ছাত্রী ভর্তী নেওয়া হয়।এর্তমানে কলেজটিতে এমবিবিএস এর ১০০ টি আসন আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "College and Course research"mciindia.org। সংগ্রহের তারিখ ২৩-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]