মালবিকা সুব্বা | |
---|---|
জন্ম | মালবিকা সুব্বা ১৯ জুলাই ১৯৮১[১] ধারান, নেপাল |
পেশা | মডেল, অভিনেত্রী, সমাজকর্মী, টেলিভিশন উপস্থাপিকা, উদ্যোক্তা |
কর্মজীবন | ২০০২-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রিয়াজ শ্রেষ্ঠা |
সন্তান | জায়ির রিও সুব্বা শ্রেষ্ঠা |
মডেলিং তথ্য | |
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
চুলের রঙ | কালো |
চোখের রঙ | বাদামি |
মালবিকা সুব্বা (নেপালি: माल्बिका सुब्बा) হলেন নেপালের একজন মডেল, অভিনেত্রী, সমাজকর্মী, টেলিভিশন উপস্থাপিকা ও উদ্যোক্তা।[২] তিনি নেপালের পোখরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।[৩]
২১ বছর বয়সে ২০০২ সালে মালাবিকা সুব্বা 'মিস নেপাল' খেতাব অর্জন করেন। তখন থেকে তিনি দেশটির কান্তিপুর টেলিভিশনের কল কান্তিপুর অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন।[৪] ২০০৮ সালে তিনি ভয়েজ অব ইন্ডিয়া ও এমটিভি এক্সিটে মানব পাচার বিরোধী দূত হিসেবে কাজ করেছেন।[৫] এছাড়াও, তিনি ক্ষুধা বিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।[৬] কাজ করেছেন ইউনিসেফের হয়ে এইচআইভি/এইডস বিরোধী কর্মকাণ্ডে, ২০০৯-২০১১ সময়কালে তিনি শাংরিলা হাউসিং এর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন।[৭]
২০০৮ সালে তিনি গড লিভস ইন হিমালয়স, গুড বাই কাঠমান্ডু ও হামরি শিওয়ানি র মত চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করেছেন।[৮][৯]
২০১১ সালে তিনি নেপালের ফ্যাশন বিষয়ক সাময়িকী নব্যতা র সম্পাদক হিসেবে কাজ করেছেন।[১০][১১] তিনি হাউস অব অল্টারনেটিভ অ্যাপারেল এর সহ প্রতিষ্ঠাতা।[১২] এছাড়াও তিনি পরিবেশবাদী সংগঠন 'হিমালয় ক্লাইমেট ইনশিয়েটিভ' এর সাথে যুক্ত আছেন।
তিনি রিয়াজ শ্রেষ্ঠার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের জায়ির রিও সুব্বা শ্রেষ্ঠা নামে এক সন্তান আছে।