মালভেসি | |
---|---|
Malva parviflora | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Malvales |
পরিবার: | Malvaceae Juss.[১] |
উপপরিবার | |
Bombacoideae |
মালভেসি সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার যাতে প্রায় ২৪৪টি গণ এবং ৪২২৫+ প্রজাতি রয়েছে।[২] এই পরিবারের সুপরিচিত সদস্য ঢেঁড়শ, তুলা, এবং কোকো। প্রজাতির সংখ্যার দিক থেকে বৃহত্তম গণ হচ্ছে হিবিস্কাস (৩০০ প্রজাতি), Sterculia (২৫০ প্রজাতি), Dombeya (২৫০ প্রজাতি), Pavonia (২০০ প্রজাতি), and Sida (২০০ প্রজাতি).[৩]
এই গোত্রের শ্রেণিবিন্যাস অত্যন্ত জটিল ও প্রশ্নবিদ্ধ। এখানে Angiosperm Phylogeny Website থেকে প্রকাশিত মালভেসি গোত্রের বিস্তৃতি দেখানো হল।[২]
| |||||||||||||||||||||||||||||||||||||
বীরুৎ,গুল্ম বা বৃক্ষ জাতীয়। রোমযুক্ত এবং মিউসিলেজপূর্ণ বা পিচ্ছিল রসযুক্ত।
প্রধান মূলতন্ত্র বিদ্যমান।
প্রায়ই কাষ্ঠল, তন্তুযুক্ত ও তারকাকার বা বেলনাকার। বেশ শাখান্বিত।
সরল পত্র। একান্তর পাতা, মুক্তপার্শ্বীয় উপপত্র যুক্ত। জালিকা শিরাবিন্যাস বিদ্যমান। পাতার কিনারা অখণ্ড বা খণ্ডিত। পাতা সবৃন্তক ও ডিম্বাকার।
একক, বৃহৎ, অক্ষীয় বা শীর্ষ, সম্পূর্ণ, উভলিঙ্গ, গর্ভপাদ পুষ্প। সাধারণত একক ফুল। ফুল একলৈঙ্গিক ও হতে পারে এবং ফুলে ব্র্যাক্ট ও থাকতে পারে। বেশিরভাগ সময়ে ফুল তারকাকার বা রেডিয়াল হয়ে থাকে।
উপবৃত্যংশ ৩-১০ টি, মুক্ত অথবা যুক্ত। ( Sida এবং Abutilon গণে উপবৃতি নেই।
পাপড়ি ৫টি, মুক্ত, পুংকেশরীও নলের সাথে গোঁড়ায় যুক্ত, এস্টিভেসন বা পুষ্পপত্রবিন্যাস হল টুইস্টেড(পাকানো)।
পুংকেশর অসংখ্য, একগুচ্ছ, পুংকেশরীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশরীও নালিকা সৃষ্টি করে। পরাগধানী বৃক্কাকার, এক প্রকোষ্ঠবিশিষ্ট পরাগরেণু বড় ও কণ্টকিত।
সাধারণ গর্ভপত্র ৫-১০ টি, অধিগর্ভ গর্ভাশয়, ১ - বহু প্রকোষ্ঠবিশিষ্ট, সাধারণত ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট; ডিম্বক এর সংখ্যা প্রতি প্রকোষ্ঠে ১টি হতে বহু।
অক্ষীয় অমরাবিন্যাস।
সাধারণত ক্যাপসিউল, কখনো বেরি অথবা সাইজোকার্প।[৪][৫]
স্ব-পরাগায়ন হয় না। এই পরিবারের সদস্যরা পতঙ্গপরাগী।
ঢেঁড়শ(Abelmoschus esculentus) সবজি হিসেবে ব্যবহার করা হয়। জবা(Hibiscus rosa-sinensis) নামক ফুল গাছ বাগানে লাগানো হয়। জবা ফুল রক্ত আমাশয় রোগের জন্য ভালো একটি ওষুধ। জবার কলি সকালে কিছুদিন খেলে শারীরিক দূর্বলতা কমে যায়। কার্পাস(Gossypium herbaceum) এর বীজের ত্বক থেকে কার্পাস তুলা পাওয়া যায়। বীজ থেকে ভোজ্য তেল ও পাওয়া যায়। কেনাফ(Hibiscus cannabinus) এর বাকল থেকে পাটজাতীয় শক্ত আঁশ পাওয়া যায়। মেস্তাপাট(Hibiscus sabdariffa var. altissima) হতে চট, দড়ি পাওয়া যায়। [৬]