মালয় ও ইসলামিক বিশ্ব জাদুঘর | |
---|---|
Muzium Dunia Melayu Dunia Islam | |
![]() | |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | জাদুঘর |
অবস্থান | মেলেকা সিটি, মেলেকা, মালয়েশিয়া |
কারিগরি বিবরণ | |
তলার সংখ্যা | ২ |
মালয় ও ইসলামিক বিশ্ব জাদুঘর ( মালয়: Muzium Dunia Melayu Dunia Islam ) হল একটি জাদুঘর, যা মেলাকা সিটি, মেলাকা, মালয়েশিয়ায় অবস্থিত। [১][২]
১৯১০ সালে নির্মিত বাশন হাউজ বিল্ডিংয়ে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। এই বিল্ডিংটি ১৯৮৬ সাল পর্যন্ত ব্রিটিশ রাবার সংস্থা ডানলপ ব্যবহার করেছিল।
এই বিল্ডিংয়ে ব্রিটিশ স্থাপত্যশৈলী ব্যবহৃত হয়েছে। এটিতে আয়তক্ষেত্রাকার আকৃতির নকশা এবং ঢালু ছাদ রয়েছে। [৩]
জাদুঘরটি বিশ্বে ইসলামের বিস্তার, গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুসলিম ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ইসলামী ভবন, নিদর্শনাদি, ঐতিহ্যবাহী পোশাক ইত্যাদির তথ্য প্রদর্শন করা হয়। [৪]