মালয়ান্ কুঞ্জু |
---|
পোস্টার |
পরিচালক | সাজিমন প্রভাকর |
---|
প্রযোজক | ফজিল |
---|
রচয়িতা | মহেশ নারায়ণ |
---|
শ্রেষ্ঠাংশে | ফাহাদ ফজিল রাজিশা বিজয়ন |
---|
সুরকার | এ আর রহমান |
---|
চিত্রগ্রাহক | মহেশ নারায়ণ |
---|
সম্পাদক | অর্জু বেন |
---|
প্রযোজনা কোম্পানি | ফাহাদ ফজিল অ্যান্ড ফ্রেন্ডস |
---|
পরিবেশক | সেঞ্চুরি রিলিজ |
---|
মুক্তি |
- ২২ জুলাই ২০২২ (2022-07-22)
|
---|
স্থিতিকাল | ১১৪ মিনিট |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | মালয়ালম |
---|
মালয়ান্ কুঞ্জু হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম ভাষার রোমাঞ্চকর চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সাজিমন প্রভাকর ও মহেশ নারায়ণ এটি রচনা করেছেন সেই সাথে চিত্রগ্রাহকের ভারও সামলেছেন। এতে সংগীত দিয়েছেন এ আর রহমান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফজিল ও রাজিশা বিজয়ন এবং ইন্দ্রানস, জাফর ইদুক্কি ও দীপক পারম্বোল পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।[১] [২] [৩]
- অনিল ওরফে অনিক্কুত্তন চরিত্রে ফাহাদ ফাসিল একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান
- অনিকুত্তনের বোন কার্তিকার চরিত্রে রাজিশা বিজয়ন
- সুরেন্দ্রের চরিত্রে ইন্দ্রান
- দীপু নাভাইকুলাম
- অনিকুত্তনের মা শান্তা চরিত্রে জয়া কুরুপ
- মুরালীধরনের চরিত্রে জাফর ইদুক্কি
- শাইনির চরিত্রে নীলজা কে বেবি।
- সুমেলের চরিত্রে দীপক পরম্বল
- পলোস চরিত্রে জনি অ্যান্টনি
- এইচসি চন্দ্রদাসন চরিত্রে হোসে এমভি
- ফারুক চরিত্রে শ্যামাপ্রসাদ
- দিবাকরণের চরিত্রে বিনু মানম্বুর
- বৈজু চরিত্রে শরৎ কুমার
|
১. | "চোলাপেনেনি" | বিনায়ক শশীকুমার | বিজয় যীশুদাস | ৩:৪২ |
২. | "মানুম নিরঞ্জে" | বিনায়ক শশীকুমার | শ্বেতা মোহন | ২:১৭ |
মোট দৈর্ঘ্য: | ৬:৫৯ |