এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (ডিসেম্বর ২০১৯) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
ঘটনা | |
---|---|
তারিখ | ১৭ জুলাই ২০১৪ |
সারমর্ম | বিমান গুলি করে ভূপাতিত |
স্থান | হার্বোভ, অধিকৃত দোনেৎস্ক (ইউক্রেনীয় আকাশ সীমা) ৪৮°৭′৫৬″ উত্তর ৩৮°৩৯′১৯″ পূর্ব / ৪৮.১৩২২২° উত্তর ৩৮.৬৫৫২৮° পূর্ব |
উড়োজাহাজ | |
বিমানের ধরন | বোয়িং ৭৭৭-২০০ ইআর |
পরিচালনাকারী | মালয়শিয়া এয়ারলাইন্স |
নিবন্ধন | ৯এম-এমআরডি |
ফ্লাইট শুরু | আমস্টারডাম আন্তর্জাতিক বিমানবন্দর |
গন্তব্য | কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর |
যাত্রী | ২৮৩[১] |
কর্মী | ১৫ |
নিহত | ২৯৮ (সকলে)[২] |
উদ্ধার | ০ |
মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ১৭ (এমএইচ১৭/এমএ এস১৭) একটি নিয়মিত যাত্রীবাহী বিমান ফ্লাইট যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল; এটি ১৭ জুলাই ২০১৪ ইউক্রেনীয় আকাশ সীমার অন্তর্ভুক্ত হার্বোভ, অধিকৃত দোনেৎস্কে ১৫ জন কর্মী ও ২৮৩ জন নিয়মিত যাত্রী নিয়ে রাশিয়া-ইউক্রেন সীমান্তের আনুমানিক ২৫ মাইল দূরে বিধ্বস্ত হয়।[৩][৪][৫] এতে বিমানের সকলেই মারা যান।