সংঘ | মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | উইনিফ্রেড দুরাইসিংগম | |||||||||
কোচ | তুষার কোডিকার | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (১৯৬৭) | |||||||||
আইসিসি অঞ্চল | এশিয়া | |||||||||
| ||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||||||||
প্রথম আন্তর্জাতিক | বনাম সিঙ্গাপুর (৩০ এপ্রিল ২০০৬) | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম ভারত (বন্দর কিনরারা, ৩ জুন ২০১৮) | |||||||||
সর্বশেষ টি২০আই | বনাম ভারত (হাংঝৌ, ২১ সেপ্টেম্বর ২০২৩) | |||||||||
| ||||||||||
২১ সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী |
মালয়েশিয়া জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী একটি দল। দলটির দায়িত্বে আছে মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন।
২০০৬ সালের ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিরুদ্ধে মালয়েশিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, যে ম্যাচটিতে মালয়েশিয়া ৫৮ রানে জয়লাভ করে। ২০১৭ সালের আগস্ট মাসে ২০১৭ দক্ষিণ-পূর্ব এশীয় গেমসের ক্রিকেট প্রতিযোগিতায় মালয়েশিয়া ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয়।
২০১৮ সালের ৩ জুন ২০১৮ নারী টোয়েন্টি২০ এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মালয়েশিয়া নিজেদের প্রথম টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।
ব
|
||
সাশা আজমি ৯ (১০)
পূজা বস্ত্রাকর ৩/৬ (৩ ওভার) |
২০২১ সালের এপ্রিল মাসে মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৫ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনে।[৪] এর মাধ্যমেই প্রথমবারের মত মালয়েশিয়ায় নারী ক্রিকেটারদেরকে চুক্তির আওতায় আনা হয়।[৫]
২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব টুর্নামেন্টে মালয়েশিয়া অংশ নেয়, যেখানে অংশগ্রহণকারী ছয়টি দলের মধ্যে মালয়েশিয়া চতুর্থ স্থান অর্জন করে। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ২০২২ কমনওয়েলথ গেমস ক্রিকেট বাছাইপর্ব টুর্নামেন্টেও মালয়েশিয়া অংশ নেয়, যেখানে তারা শুধু একটি ম্যাচে জয় পেতে সক্ষম হয়।
২০২২ এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মালয়েশিয়া দলটি ছিল নিম্নরূপ:[৬]
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — মালয়েশিয়া[৭]
২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
খেলার রেকর্ড | ||||||
ফরম্যাট | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ৬৮ | ৩০ | ৩৭ | ০ | ১ | ৩ জুন ২০১৮ |
মালয়েশিয়ার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান[১১]
|
মালয়েশিয়ার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[১২]
|
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৭]
টি২০আই #১৬৬৬ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
প্রতিপক্ষ | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
পূর্ণ সদস্যের বিরুদ্ধে | |||||||
পাকিস্তান | ২ | ০ | ২ | ০ | ০ | ৭ জুন ২০১৮ | |
বাংলাদেশ | ৩ | ০ | ৩ | ০ | ০ | ৯ জুন ২০১৮ | |
ভারত | ৩ | ০ | ২ | ০ | ১ | ৩ জুন ২০১৮ | |
শ্রীলঙ্কা | ৩ | ০ | ৩ | ০ | ০ | ৪ জুন ২০১৮ | |
সহযোগী সদস্যের বিরুদ্ধে | |||||||
ওমান | ১ | ১ | ০ | ০ | ০ | ২২ জুন ২০২২ | ২২ জুন ২০২২ |
কাতার | ১ | ১ | ০ | ০ | ০ | ১৮ জুন ২০২২ | ১৮ জুন ২০২২ |
কুয়েত | ৪ | ৪ | ০ | ০ | ০ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ |
কেনিয়া | ১ | ১ | ০ | ০ | ০ | ২৩ জানুয়ারি ২০২২ | ২৩ জানুয়ারি ২০২২ |
চীন | ২ | ১ | ১ | ০ | ০ | ১৬ জানুয়ারি ২০১৯ | ১৬ জানুয়ারি ২০১৯ |
থাইল্যান্ড | ৪ | ০ | ৪ | ০ | ০ | ৬ জুন ২০১৮ | |
নেপাল | ১০ | ৩ | ৭ | ০ | ০ | ১৩ জানুয়ারি ২০১৯ | ২৯ মে ২০২৩ |
ফিলিপাইন | ১ | ১ | ০ | ০ | ০ | ৬ মে ২০২৩ | ৬ মে ২০২৩ |
বাহরাইন | ১ | ১ | ০ | ০ | ০ | ৩ সেপ্টেম্বর ২০২৩ | ৩ সেপ্টেম্বর ২০২৩ |
ভুটান | ২ | ২ | ০ | ০ | ০ | ২৮ নভেম্বর ২০২১ | ২৮ নভেম্বর ২০২১ |
মিয়ানমার | ২ | ১ | ১ | ০ | ০ | ১৮ জানুয়ারি ২০১৯ | ১৪ মে ২০২৩ |
সংযুক্ত আরব আমিরাত | ৮ | ০ | ৮ | ০ | ০ | ১৫ জানুয়ারি ২০১৯ | |
সিঙ্গাপুর | ১৪ | ১২ | ২ | ০ | ০ | ৯ আগস্ট ২০১৮ | ৯ আগস্ট ২০১৮ |
স্কটল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ০ | ১৯ জানুয়ারি ২০২২ | |
হংকং | ৫ | ২ | ৩ | ০ | ০ | ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ২৪ জুন ২০২২ |