মালিনী থান

Malinithan
মালিনী থান মন্দির কমপ্লেক্স
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলানিম্ন সিয়াং জেলা
অবস্থান
অবস্থানLikabali
রাজ্যঅরুণাচল প্রদেশ
দেশভারত
মালিনী থান ভারত-এ অবস্থিত
মালিনী থান
Malinithan in Likabali
স্থানাঙ্ক২৭°৩৯′২৪″ উত্তর ৯৪°৪২′২১″ পূর্ব / ২৭.৬৫৬৬৭° উত্তর ৯৪.৭০৫৮৩° পূর্ব / 27.65667; 94.70583
স্থাপত্য
সৃষ্টিকারীশুতীয়ার রাজা
সম্পূর্ণ হয়১৩শ - ১৪শ শতাব্দী

মালিনী থান এক মন্দিরের ধ্বংসাবশেষ থাকা একটি স্থান। প্রতি বছর এই পবিত্র স্থানে অনেক পর্যটকের ভিড় দেখা যায়৷ এই স্থানে অরুণাচল প্রদেশএর পশ্চিম সিয়াং জেলার দক্ষিণ সীমান্তের চিলাপথার নামক স্থান থেকে কয়েক মাইল উত্তর-পূর্বে অবস্থিত। এই থানের ধ্বংসাবশেষসমূহ একে ১৪-১৫ শতকের বলে প্রতীয়মান করে৷[]

ঐতিহ্য

[সম্পাদনা]

মালিনী থানে প্রধানত দেবী দুর্গাশিবএর নামে উপাসনা করা হয়৷ এই থানের সঙ্গে কৃষ্ণ ও রুক্মিণীর নামও জড়িত হয়ে থাকা দেখা যায়৷ কাহিনী অনুসারে, কৃষ্ণরুক্মিণী বিবাহএর পর এই স্থানে আসেন। তারপর পার্বতী এখানে মালিনীর রূপে তাদের সেবা করেন৷ তারপর থেকেই এই স্থানের নাম মালিনী হয়৷ অন্য মতে, এই স্থানটি এটি শক্তি পীঠ৷

ধ্বংসাবশেষের নিদর্শন

[সম্পাদনা]

এই থানের নির্মাণ কার্যে উড়িষ্যার বিভিন্ন মন্দিরের সঙ্গে মিল দেখা যায়৷[] মালিনী থানের ধ্বংসাবশেষের মধ্যে যে কয়টি হাতীর মূরের মূর্তি পাওয়া গিয়েছে, সেই মূর্তির চানেকীর সঙ্গে বর্মন বংশীয় রাজাদের রাজকীয় তামার ফলকসমূহের সীল-মোহরের সাদৃশ্য আছে। এই হাতীর মূর উরিষ্যা ও দাক্ষিণাত্যের মন্দিরের গায়ে দেখতে পাওয়া যায়। উড়িষ্যার বিখ্যাত কোনারক মন্দিরটিতে হাতী ও সিংহের ’মোটিফ’ দেখা যায়। মালিনী থানের ভাস্কর্যসমূহে খ্রিস্টীয় নবম-দশম শতকে নির্মিত অসমএর অন্যান্য স্থানে আবিষ্কৃত ভাস্কর্যসমূহের সঙ্গে মিল দেখা যায়।[]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্য সংগ্রহ

[সম্পাদনা]
  1. "Malinithan Temple, Malinithan Temple Delhi, Malinithan Temple in India"। Indianmirror.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২৩ 
  2. "সুগন্ধি পখিলা: মালিনী থান: লীলা গগিয়ে"। Networkedblogs.com। ২০১১-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]