![]() ২০১১ সালে টোকিওয়ের হয়ে মোরিশিগে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২১ মে ১৯৮৭ | ||
জন্ম স্থান | আসাকিতা-কু, জাপান | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | টোকিও | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
২০০০–২০০২ | সানফ্রেকে হিরোশিমা যুব | ||
২০০৩–২০০৫ | হিরোশিমা মিনামি হাই স্কুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০০৯ | ওইতা ত্রিনিতা | ৭৩ | (৫) |
২০১০– | টোকিও | ৩৮৫ | (৩৬) |
জাতীয় দল‡ | |||
২০০৭ | জাপান অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০০৮ | জাপান অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) |
২০১৩–২০১৮ | জাপান | ৪২ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৪০, ১৬ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪০, ১৬ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাসাতো মোরিশিগে (জাপানি: 森重 真人, ইংরেজি: Masato Morishige; জন্ম: ২১ মে ১৯৮৭) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিও এবং জাপান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭ সালে, মোরিশিগে জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪২ ম্যাচে ২টি গোল করেছেন।
মাসাতো মোরিশিগে ১৯৮৭ সালের ২১শে মে তারিখে জাপানের আসাকিতা-কুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মোরিশিগে জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩]
২০১৩ সালের ২১শে জুলাই তারিখে, ২৬ বছর ও ২ মাস বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মোরিশিগে চীনের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৩ ইএএফএফ পূর্ব এশীয় কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচে তিনি ৩৬ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি ৩–৩ গোলে ড্র করেছিল।[৭] জাপানের হয়ে অভিষেকের বছরে মোরিশিগে সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০১৩ | ৬ | ০ |
২০১৪ | ১১ | ১ | |
২০১৫ | ১২ | ১ | |
২০১৬ | ১০ | ০ | |
২০১৭ | ২ | ০ | |
২০১৮ | ১ | ০ | |
সর্বমোট | ৪২ | ২ |