ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২ আগস্ট ১৯৮৮ | ||
জন্ম স্থান | কুমামোতো, জাপান | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিওয়া রেইসোল | ||
জার্সি নম্বর | ২৭ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৬ | লুথার গাকুইন হাই স্কুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬ | সাগান তোসু | ২ | (০) |
২০০৭–২০১৯ | ভিসেল কোবে | ১৫১ | (৬) |
২০০৯ | → সভাইগেন কানাজাওয়া (ধার) | ৪ | (১) |
২০১৪ | → ভি-ভারেন নাগাসাকি (ধার) | ৩৫ | (০) |
২০১৯ | → কাশিওয়া রেইসোল (ধার) | ১৬ | (২) |
২০২০– | কাশিওয়া রেইসোল | ৪৮ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৫৫, ৩১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
মাসাতোশি মিহারা (জাপানি: 三原 雅俊, ইংরেজি: Masatoshi Mihara; জন্ম: ২ আগস্ট ১৯৮৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
মাসাতোশি মিহারা ১৯৮৮ সালের ২রা আগস্ট তারিখে জাপানের কুমামোতোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।