![]() ২০১৭ সালে মাসিমো লুয়ঙ্গো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাসিমো কোরি লুয়ঙ্গো[১] | ||
জন্ম | [১] | ২৫ সেপ্টেম্বর ১৯৯২||
জন্ম স্থান | সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কুইন্স পার্ক রেঞ্জার্স | ||
জার্সি নম্বর | ২১ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০১০ | এপিআইএ লাইকার্ড টাইগার্স | ||
২০১১ | টটেনহ্যাম হটস্পার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১৩ | টটেনহ্যাম হটস্পার | ০ | (০) |
২০১২ | → ইপ্সউইচ টাউন (ধার) | ৯ | (০) |
২০১৩ | → সুইনডন টাউন (ধার) | ৭ | (১) |
২০১৩ | → সুইনডন টাউন (ধার) | ৫ | (২) |
২০১৩–২০১৫ | সুইনডন টাউন | ৭৬ | (১০) |
২০১৫– | কুইন্স পার্ক রেঞ্জার্স | ১০২ | (৭) |
জাতীয় দল‡ | |||
২০১৪– | অস্ট্রেলিয়া | ৩৪ | (৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
মাসিমো কোরি লুয়ঙ্গো (/ˈmæsɪmoʊ
লুয়ঙ্গো নিউ সাউথ ওয়েলসের সিডনিতে জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ সালে, টটেনহ্যাম হটস্পারে যোগদান করার পূর্বে এপিআইএ লাইকার্ড টাইগার্সের যুব পর্যায়ে খেলেছেন। তিনি টটেনহ্যাম হটস্পারে যোগদানের মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০১২ সালে, ইপ্সউইচ টাউনের হয়ে ধারে খেলেন। অতঃপর তিনি সুইনডন টাউনের হয়ে ধারে খেলেন। পরবর্তীতে ২০১৩ সালে, তিনি স্থায়ীভাবে সুইনডন টাউনে যোগদান করেন। তিনি ২০১৫ সালে, তার বর্তমান ক্লাব, কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগদান করেন।
লুয়ঙ্গো ২০১৪ সালে, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত ৩০-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলের একজন সদস্য ছিলেন। তিনি ২০১৫ এএফসি এশিয়ান কাপ জয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, যেখানে তিনি ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অস্ট্রেলিয়া
ব্যক্তিগত
<ref>
ট্যাগ বৈধ নয়; afc
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; mvp
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি