মাসুমা আল মুবারক | |
---|---|
জন্ম | ১৯৪৭ (বয়স ৭৭–৭৮) |
শিক্ষা | উত্তর টেক্সাস বিশ্ববিদ্যালয় (এম.এ.) জোসেফ কর্বেল স্কুল (পিএইচ.ডি.) |
মাসুমা আল মুবারক (জন্ম: ১৯৪৭) হচ্ছেন কুয়েতের প্রথম মহিলা মন্ত্রী, ২০০৫ সালের ২০শে জুন তিনি মন্ত্রীসভায় নিযুক্ত হন।[১] তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা লাভ করেছেন এবং রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক।[২]
মাসুমা ১৯৭১ সালে উচ্চশিক্ষা লাভের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি ১৯৭৬ সালে উত্তর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পূর্ণ করেন। পরে তিনি ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করেন।[৩] ১৯৮২ সাল থেকে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়-এ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করছেন।
তিনি নারীর সমান অধিকারের ক্ষেত্রে সক্রিয় আছেন এবং 'আল আন্বা' পত্রিকায় দৈনিক কলাম লিখেন।[৪] ২০০২-এ লিঙ্গ বা সহশিক্ষার বিলোপের বিরোধিতা করে তিনি একটি পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করেন।[৫]
জুন ২০০৫-এ, প্রধানমন্ত্রী সাবাহ আল আহমদ আল সাবাহ-এর মন্ত্রীসভায় তিনি পরিকল্পনা মন্ত্রী এবং প্রশাসনিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন।[৬] ২৫ই আগস্ট ২০০৭-এ, জাহরা-এর একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনার পর তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন, সেই অগ্নিকান্ডে দুইজন রোগী মৃত্যুবরণ করে।[৭]
২০০৯ সালের কুয়েতের সংসদীয় নির্বাচনে, তিনি এবং অন্য তিন মহিলা নির্বাচনী আসনে জয়ের মাধ্যমে প্রথম কুয়েতি সংসদে প্রবেশ করেন। [৮]