ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাহদি সালিম খলিল | ||
জন্ম | [১] | ১৯ সেপ্টেম্বর ১৯৯১||
জন্ম স্থান | বুয়াকে, কোত দিভোয়ার | ||
উচ্চতা | ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আহাদ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:১৯, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাহদি সালিম খলিল (আরবি: مهدي سليم خليل, ইংরেজি: Mehdi Khalil; জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৯১; মাহদি খলিল নামে সুপরিচিত) হলেন একজন আইভোরীয়–লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আহাদ এবং লেবানন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
খলিল ২০১৩ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মাহদি সালিম খলিল ১৯৯১ সালের ১৯শে সেপ্টেম্বর তারিখে কোত দিভোয়ারের বুয়াকেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খলিল কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
লেবানন | ২০১৩ | ১ | ০ |
২০১৫ | ৭ | ০ | |
২০১৬ | ১০ | ০ | |
২০১৭ | ৬ | ০ | |
২০১৮ | ৭ | ০ | |
২০১৯ | ১০ | ০ | |
২০২১ | ৬ | ০ | |
২০২২ | ২ | ০ | |
২০২৩ | ৬ | ০ | |
২০২৪ | ১ | ০ | |
সর্বমোট | ৫৬ | ০ |