মাহমুদ দেওবন্দি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
মৃত্যু | ১৮৮৬ |
সমাধিস্থল | দেওবন্দ |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
যে জন্য পরিচিত | দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক |
মুসলিম নেতা | |
শিক্ষার্থী |
মাহমুদ দেওবন্দি (মোল্লা মাহমুদ নামেও পরিচিত) (মৃত্যু: ১৮৮৬) একজন ব্রিটিশ ভারতীয় মুসলিম পণ্ডিত যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক ছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি মাহমুদ দেওবন্দির প্রথম ছাত্র।[১]
মাহমুদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাসেম নানুতুবির সহযোদ্ধা ছিলেন। শাহ আবদুল গনির নিকট তিনি হাদীস অধ্যয়ন করেন।[২] ১৮৬৬ সালে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলে, তিনি এর প্রথম শিক্ষক নিযুক্ত হন।[৩] ১৮৮৬ সালে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রায় বিশ বছর দারুল উলূম দেওবন্দে শিক্ষকতা করেন। [৪] তাকে দেওবন্দে সমাহিত করা হয়।
তার ছাত্রদের মধ্যে রয়েছে মাহমুদুল হাসান দেওবন্দি, আশরাফ আলী থানভী[৪] এবং আজিজুর রহমান উসমানী।[৫]